ETV Bharat / sports

বোলারদের দাক্ষিণ্যে স্কটল্য়ান্ড 'বধ', বিশ্বকাপে দারুণ শুরু বাংলাদেশের - WOMENS T20 WORLD CUP 2024

BANGLADESH BEAT SCOTLAND: স্বল্প রানের পুঁজি নিয়েও স্কটল্য়ান্ডকে হারাল বাংলাদেশ ৷ কুড়ি-বিশের বিশ্বকাপে দারুণ শুরু নিগার সুলতানা অ্যান্ড কোম্পানির ৷ দুরন্ত জয়ে নেতৃত্ব দিলেন দলের বোলাররা ৷

author img

By ETV Bharat Sports Team

Published : 3 hours ago

BANGLADESH BEAT SCOTLAND
স্কটল্যান্ডকে হারাল বাংলাদেশ (GETTY)

শারজা, 3 অক্টোবর: প্রাথমিকভাবে টি-20 বিশ্বকাপের আয়োজক ছিল তাঁরাই ৷ কিন্তু সে দেশের রাজনৈতিক অস্থিরতা পর্যালোচনা করে পরবর্তীতে টুর্নামেন্ট বাংলাদেশ থেকে সংযুক্ত আরব আমিরশাহীতে সরিয়ে নিয়ে যায় আইসিসি ৷ ঘরের মাটিতে না-খেলতে পারা মহিলাদের টি-20 বিশ্বকাপে বাংলাদেশকে বাড়তি উদ্বুদ্ধ করতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা ৷ অন্তত প্রথম ম্য়াচের নিরিখে সেই ছাপ স্পষ্ট ৷ স্বল্প রান তুলেও মহিলাদের কুড়ি বিশের বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে 16 রানে জয় তুলে নিল 'বেঙ্গল টাইগ্রেস' ৷

শারজায় বৃহস্পতিবার টস জিতে প্রথমে ব্য়াটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়িকা নিগার সুলতানা ৷ যদিও তাঁর সিদ্ধান্তের আস্থা রাখতে ব্যর্থ দলের ব্য়াটাররা ৷ শোভানা মোস্তারির 36 এবং ওপেনার শান্তি রানির 29 রানে ভর করে প্রথমে ব্য়াট করে 7 উইকেট হারিয়ে 119 রান তোলে বাংলাদেশ ৷ স্কটল্যান্ডের আঁটোসাটো বোলিংয়ে নেতৃত্ব দেন সাসকিয়া হোরলে ৷ 13 রানে তিন উইকেট নেন তিনি ৷ একটি করে উইকেট নেন ক্য়াথরিন ব্রাইস, ওলিভিয়া বেল এবং ক্যাথরিন ফ্রেসার ৷

জবাবে ওপেনার সারাহ ব্রাইস 49 রানে অপরাজিত থাকলেও বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে আর সেভাব দাঁড়াতে পারেননি কোনও স্কটিশ ব্য়াটার ৷ 4 ওভারে মাত্র 15 রান দিয়ে দু'টি উইকট নিয়ে বাংলাদেশের জয়ে নেতৃত্ব দেন রীতু মনি ৷ দারুণ সঙ্গ দেন পেসার মারুফা আখতার এবং নাহিদা আখতার ৷ একটি করে উইকেট নেন বাংলাদেশের চার বোলার ৷ সুলতানা ব্রিগেডের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে 20 ওভারে 7 উইকেট হারিয়ে 103 রানে থেমে যায় স্কটিশদের ইনিংস ৷ শনিবার দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের সামনে বাংলাদেশ ৷

শারজা, 3 অক্টোবর: প্রাথমিকভাবে টি-20 বিশ্বকাপের আয়োজক ছিল তাঁরাই ৷ কিন্তু সে দেশের রাজনৈতিক অস্থিরতা পর্যালোচনা করে পরবর্তীতে টুর্নামেন্ট বাংলাদেশ থেকে সংযুক্ত আরব আমিরশাহীতে সরিয়ে নিয়ে যায় আইসিসি ৷ ঘরের মাটিতে না-খেলতে পারা মহিলাদের টি-20 বিশ্বকাপে বাংলাদেশকে বাড়তি উদ্বুদ্ধ করতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা ৷ অন্তত প্রথম ম্য়াচের নিরিখে সেই ছাপ স্পষ্ট ৷ স্বল্প রান তুলেও মহিলাদের কুড়ি বিশের বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে 16 রানে জয় তুলে নিল 'বেঙ্গল টাইগ্রেস' ৷

শারজায় বৃহস্পতিবার টস জিতে প্রথমে ব্য়াটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়িকা নিগার সুলতানা ৷ যদিও তাঁর সিদ্ধান্তের আস্থা রাখতে ব্যর্থ দলের ব্য়াটাররা ৷ শোভানা মোস্তারির 36 এবং ওপেনার শান্তি রানির 29 রানে ভর করে প্রথমে ব্য়াট করে 7 উইকেট হারিয়ে 119 রান তোলে বাংলাদেশ ৷ স্কটল্যান্ডের আঁটোসাটো বোলিংয়ে নেতৃত্ব দেন সাসকিয়া হোরলে ৷ 13 রানে তিন উইকেট নেন তিনি ৷ একটি করে উইকেট নেন ক্য়াথরিন ব্রাইস, ওলিভিয়া বেল এবং ক্যাথরিন ফ্রেসার ৷

জবাবে ওপেনার সারাহ ব্রাইস 49 রানে অপরাজিত থাকলেও বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে আর সেভাব দাঁড়াতে পারেননি কোনও স্কটিশ ব্য়াটার ৷ 4 ওভারে মাত্র 15 রান দিয়ে দু'টি উইকট নিয়ে বাংলাদেশের জয়ে নেতৃত্ব দেন রীতু মনি ৷ দারুণ সঙ্গ দেন পেসার মারুফা আখতার এবং নাহিদা আখতার ৷ একটি করে উইকেট নেন বাংলাদেশের চার বোলার ৷ সুলতানা ব্রিগেডের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে 20 ওভারে 7 উইকেট হারিয়ে 103 রানে থেমে যায় স্কটিশদের ইনিংস ৷ শনিবার দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের সামনে বাংলাদেশ ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.