ETV Bharat / sports

আজ রাতে নয়া ব্যালন ডি'অর বিজেতাকে পাবে ফুটবল বিশ্ব, কীভাবে দেখবেন অনুষ্ঠান? - BALLON D OR 2024

লিও মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর মধ্যে কেউ নেই সেরার দৌড়ে ৷ তাতেও জৌলুস ফিকে হচ্ছে না ব্য়ালন ডি'অরের ৷ আজ রাতে কোথায় দেখবেন অনুষ্ঠান?

MESSI WITH BALLON D OR TROPHY 2023
2023 ব্যালন ডি'অর হাতে মেসি (AP Photo)
author img

By ETV Bharat Sports Team

Published : Oct 28, 2024, 6:30 PM IST

হায়দরাবাদ, 28 অক্টোবর: লিওনেল আন্দ্রেস মেসি কিংবা ক্রিশ্চিয়নো রোনাল্ডো ৷ গত 21 বছরে প্রথমবার ব্য়ালন ডি'অরের নমিনেশনে নেই গ্রহের দুই সেরা ফুটবলারের কেউ ৷ যা জানান দিচ্ছে, দুই সেরার উত্তরসূরি হিসেবে ব্যাটন নিতে প্রস্তুত নতুন প্রজন্ম ৷ সে যাইহোক, দুই মহাতারকার নমিনেশন ছাড়াই সোমবার রাতে বসছে 68তম ব্য়ালন ডি'অর পুরস্কার প্রদান অনুষ্ঠান ৷ জেনে নেওয়া যাক এই অনুষ্ঠান সম্পর্কে খুঁটিনাটি ৷

ব্য়ালন ডি'অর পুরস্কার কী: 1956 সাল থেকে এই পুরস্কার প্রদান করে আসছে একটি ফরাসি ম্য়াগাজিন সংস্থা ৷ 'ফ্রান্স ফুটবল' নামক সংশ্লিষ্ট সংস্থার তরফে গত মরশুমের সেরা ফুটবলারকে দেওয়া হয় এই পুরস্কার ৷ যা বিশ্ব ফুটবলের সর্বশ্রেষ্ঠ ব্য়ক্তিগত সম্মান হিসেবে পরিগণিত হয় ৷ পুরুষদের পাশাপাশি মহিলা ফুটবলারদেরও সম্মানিত করা হয় এখানে ৷ কেবল সেরা ফুটবলার নয় ৷ সেরা কোচ, সেরা প্রতিশ্রুতিমান ফুটবলার, সেরা ক্লাব, সেরা গোলরক্ষকের পুরস্কারও রয়েছে ব্য়ালন ডি'অরে ৷

কখন এবং কোথায় অনুষ্ঠিত হবে অনুষ্ঠান: 68তম ব্য়ালন ডি'অর পুরস্কার প্রদান অনুষ্ঠান আয়োজিত হবে প্য়ারিসের 'থিয়েটার ডু শাটেলে' অপেরা হাউজে ৷ ভারতীয় সময় মঙ্গলবার রাত 1টা 15 মিনিটে শুরু হবে অনুষ্ঠান ৷

কোথায় দেখবেন অনুরাগীরা: ভারতে 68তম ব্য়ালন ডি'অর পুরস্কার প্রদান অনুষ্ঠানের টেলিভিশন সম্প্রচার স্বত্ত্ব রয়েছে সোনি স্পোর্টস নেটওয়ার্কের হাতে ৷ সোনি স্পোর্টস নেটওয়ার্কেই সরাসরি দেখা যাবে অনুষ্ঠান ৷ অন্য়দিকে অনুষ্ঠানের লাইভ স্ট্রিমিং দেখা যাবে সোনি লিভ অ্য়াপ এবং ওয়েবসাইটে ৷

একনজরে সেরা ফুটবলারের (পুরুষ) জন্য নির্বাচিত যাঁরা: জুড বেলিংহ্য়াম, ভিনিসিয়াস জুনিয়র, রদ্রি, ড্য়ানি কার্ভাহাল, বুকায়ো সাকা, রুবেন দিয়াস, উইলিয়াম সালিমা, ফেডেরিকো ভালভের্দে, কোল পালমার, ল্যামিন ইয়ামাল, আর্লিং হ্য়ালান্ড, কিলিয়ান এমবাপে, টনি ক্রুজ, মার্টিন ওডেগার্ড, এমিলিয়ানো মার্তিনেজ, গ্র্যানিথ জাকা, আর্টেম ডভবিক, হ্যারি কেন, ম্যাটস হ্যামেলস, হাকাল কালহানোগলু, নিকো উইলিয়ামস, ফিল ফডেন, ফ্লোরিয়ান উইর্ৎজ, ড্যানি ওলমো, ডেকালান রাইস, ভিটিনহা, আডেমোলা লুকম্য়ান, লাউতারো মার্তিনেজ, আলেজান্দ্রো গ্রিমাল্ডো, আন্তোনিও রুডিগার ৷

হায়দরাবাদ, 28 অক্টোবর: লিওনেল আন্দ্রেস মেসি কিংবা ক্রিশ্চিয়নো রোনাল্ডো ৷ গত 21 বছরে প্রথমবার ব্য়ালন ডি'অরের নমিনেশনে নেই গ্রহের দুই সেরা ফুটবলারের কেউ ৷ যা জানান দিচ্ছে, দুই সেরার উত্তরসূরি হিসেবে ব্যাটন নিতে প্রস্তুত নতুন প্রজন্ম ৷ সে যাইহোক, দুই মহাতারকার নমিনেশন ছাড়াই সোমবার রাতে বসছে 68তম ব্য়ালন ডি'অর পুরস্কার প্রদান অনুষ্ঠান ৷ জেনে নেওয়া যাক এই অনুষ্ঠান সম্পর্কে খুঁটিনাটি ৷

ব্য়ালন ডি'অর পুরস্কার কী: 1956 সাল থেকে এই পুরস্কার প্রদান করে আসছে একটি ফরাসি ম্য়াগাজিন সংস্থা ৷ 'ফ্রান্স ফুটবল' নামক সংশ্লিষ্ট সংস্থার তরফে গত মরশুমের সেরা ফুটবলারকে দেওয়া হয় এই পুরস্কার ৷ যা বিশ্ব ফুটবলের সর্বশ্রেষ্ঠ ব্য়ক্তিগত সম্মান হিসেবে পরিগণিত হয় ৷ পুরুষদের পাশাপাশি মহিলা ফুটবলারদেরও সম্মানিত করা হয় এখানে ৷ কেবল সেরা ফুটবলার নয় ৷ সেরা কোচ, সেরা প্রতিশ্রুতিমান ফুটবলার, সেরা ক্লাব, সেরা গোলরক্ষকের পুরস্কারও রয়েছে ব্য়ালন ডি'অরে ৷

কখন এবং কোথায় অনুষ্ঠিত হবে অনুষ্ঠান: 68তম ব্য়ালন ডি'অর পুরস্কার প্রদান অনুষ্ঠান আয়োজিত হবে প্য়ারিসের 'থিয়েটার ডু শাটেলে' অপেরা হাউজে ৷ ভারতীয় সময় মঙ্গলবার রাত 1টা 15 মিনিটে শুরু হবে অনুষ্ঠান ৷

কোথায় দেখবেন অনুরাগীরা: ভারতে 68তম ব্য়ালন ডি'অর পুরস্কার প্রদান অনুষ্ঠানের টেলিভিশন সম্প্রচার স্বত্ত্ব রয়েছে সোনি স্পোর্টস নেটওয়ার্কের হাতে ৷ সোনি স্পোর্টস নেটওয়ার্কেই সরাসরি দেখা যাবে অনুষ্ঠান ৷ অন্য়দিকে অনুষ্ঠানের লাইভ স্ট্রিমিং দেখা যাবে সোনি লিভ অ্য়াপ এবং ওয়েবসাইটে ৷

একনজরে সেরা ফুটবলারের (পুরুষ) জন্য নির্বাচিত যাঁরা: জুড বেলিংহ্য়াম, ভিনিসিয়াস জুনিয়র, রদ্রি, ড্য়ানি কার্ভাহাল, বুকায়ো সাকা, রুবেন দিয়াস, উইলিয়াম সালিমা, ফেডেরিকো ভালভের্দে, কোল পালমার, ল্যামিন ইয়ামাল, আর্লিং হ্য়ালান্ড, কিলিয়ান এমবাপে, টনি ক্রুজ, মার্টিন ওডেগার্ড, এমিলিয়ানো মার্তিনেজ, গ্র্যানিথ জাকা, আর্টেম ডভবিক, হ্যারি কেন, ম্যাটস হ্যামেলস, হাকাল কালহানোগলু, নিকো উইলিয়ামস, ফিল ফডেন, ফ্লোরিয়ান উইর্ৎজ, ড্যানি ওলমো, ডেকালান রাইস, ভিটিনহা, আডেমোলা লুকম্য়ান, লাউতারো মার্তিনেজ, আলেজান্দ্রো গ্রিমাল্ডো, আন্তোনিও রুডিগার ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.