কলকাতা, 15 ডিসেম্বর: 85 মিনিট পর্যন্ত পিছিয়ে মোহনবাগান ৷ গ্যালারিতে সমর্থকরা উৎকণ্ঠায় ৷ চিন্তার ভাঁজ খেলা দেখতে আসা সুপার জায়ান্ট কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কার কপালেও ৷ শেষ পর্যন্ত জেসন কামিংসের গোলশোধ এবং আলবার্তো রদ্রিগেজের বিশ্বমানের গোলে ম্যাচ পকেটে পোরে সবুজ-মেরুন ৷
সরকারিভাবে শনিবারের যুবভারতীতে খেলা দেখতে এসেছিলেন 30 হাজার দর্শক ৷ সমর্থকদের শব্দব্রহ্মে প্রায় হারতে বসা ম্যাচ জয়ের জন্য ঝাঁপিয়েছিলেন জেসন কামিংসরা, দিমিত্রি পেত্রাতোসরা ৷ ম্যাচ শেষে সেই সমর্থকদের জন্য়ই বিশেষ ঘোষণা করলেন সঞ্জীব গোয়েঙ্কা ৷ 2 জানুয়ারি বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে মুখোমুখি হচ্ছে মোহনবাগান সুপার জায়ান্ট ও হায়দরাবাদ এফসি ৷ সুপার জায়ান্ট কর্ণধার জানিয়ে দিলেন, ওই ম্যাচ দেখতে খরচা করতে হবে না সবুজ-মেরুন সমর্থকদের ৷ বিনামূল্যে তাঁরা মোহনবাগান-হায়দরাবাদ ম্যাচ দেখবেন ৷
Our chairman @DrSanjivGoenka has a special gift for the new year! 💚♥️#MBSG #JoyMohunBagan #আমরাসবুজমেরুন pic.twitter.com/4cMGTqYak5
— Mohun Bagan Super Giant (@mohunbagansg) December 14, 2024
সঞ্জীব গোয়েঙ্কা ম্যাচ শেষে বলেন, “ঘরের মাঠে ম্যাচ জিতে বছরটা শেষ করলাম । একটা ঘোষণা করতে চাই । পরের হোম ম্যাচ মোহনবাগান সমর্থকেরা বিনামূল্যে দেখতে পাবেন । টিকিটের জন্য় কোনও টাকা লাগবে না ৷”
|
আলবার্তো রদ্রিগেজের শেষ মিনিটের গোলে জয়ের আলো বাগানে । শনিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে কেরালা ব্লাস্টার্সকে 3-2 গোলে হারিয়েছে মোহনবাগান । জেমি ম্যাকলারেন, জেসন কামিংস এবং আলবার্তো রদ্রিগেজের গোল সবুজ-মেরুনেকে জয় উপহার দিয়েছে । 11 ম্যাচ খেলে 26 পয়েন্ট নিয়ে লিগ টেবিলের মগডালে রয়েছে মোহনবাগান ৷