ক্যানবেরা, 6 ফেব্রুয়ারি: দু'টি টেস্ট, তিনটি ওয়ান-ডে এবং তিনটি টি-20 ম্যাচ খেলতে এই মুহূর্তে অস্ট্রেলিয়া সফরে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ। দু'ম্যাচের টেস্ট সিরিজ শেষ হয়েছিল 1-1 । কিন্তু ওয়ান-ডে সিরিজে শাই হোপের ওয়েস্ট ইন্ডিজকে ক্লিন স্যুইপ করলেন স্মিথরা ৷ 3-0 ব্যবধানে সিরিজ জিতে নিল 'মেন ইন ইয়েলো'। ক্যানবেরায় মঙ্গলবার তৃতীয় ওয়ান-ডে আবার শেষ হয়ে গেল মাত্র 31 ওভারেই ৷ ক্যারিবিয়ানদের দেওয়া 87 রানের লক্ষ্যমাত্রা 6 ওভারেই তুলে নেয় অজিরা ৷
অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভ স্মিথ মঙ্গলবার টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়ে 24.1 ওভারে মাত্র 86 রানে অলআউট করে দেয় প্রতিপক্ষকে। তিনজন ছাড়া ওয়েস্ট ইন্ডিজের কোনও ব্যাটারই দু'অঙ্কের বেশি রান করতে পারেননি। সর্বোচ্চ রান ওপেনার অ্যালিক অ্যাথানেজর (32)। অস্ট্রেলিয়ার হয়ে চার উইকেট নেন পেসার জেভিয়ার বার্টলেট। বিপক্ষের দু'জন করে ব্যাটারকে সাজঘরে পাঠান ল্যান্স মরিস এবং অ্যাডাম জাম্পা ৷ একটি উইকেট পান শেন অ্যাবট ৷
এদিকে রান তাড়া করতে নেমে অজি ওপেনার জ্যাক ফ্রেজার-ম্যাকগার্ক ভালো শুরু করেন ৷ 41 রান করে তিনি আউট হন ৷ পরে আরও একটি উইকেট খুইয়ে প্যাভিলিয়নে ফেরত যান অ্যারন হার্ডি (2) ৷ জস ইংলিশ 35 রান ও অধিনায়ক স্টিভ স্মিথ 6 রানে অপরাজিত থাকেন ৷ আর তাতেই মাত্র 6.5 ওভারেই 87 রান তুলে জিতে যায় অস্ট্রেলিয়া। ম্যাচ ও সিরিজের সেরা হয়েছেন জেভিয়ার বার্টলেট।
এই জয় ওডিআই ইতিহাসে অস্ট্রেলিয়ার সবচেয়ে বড় জয়। 259 বল বাকি থাকতেই এদিন ম্যাচ জিতে নেয় অস্ট্রেলিয়া। এর আগে 2004 সেপ্টেম্বরে অস্ট্রেলিয়া 253 বল বাকি থাকতেই মার্কিন যুক্তরাষ্ট্রকে হারিয়েছিল অজিরা।
আরও পড়ুন: