হোবার্ট (অস্ট্রেলিয়া), 10 ফেব্রুয়ারি: তিন ফরম্যাটের সিরিজ খেলতে অস্ট্রেলিয়া সফরে এসেছে ওয়েস্ট ইন্ডিজ। তাতে টেস্ট সিরিজটি ড্রয়ে শেষ হয় ৷ এরপর অস্ট্রেলিয়া ওয়ান-ডে সিরিজ 3-0 ব্যবধানে জিতে নেয়। গতকাল, শুক্রবার থেকে দুই দলের মধ্যে শুরু হয়েছে টি-20 সিরিজ ৷ তাতেও 1-0 এ লিড নিয়ে নেয় অজিরা ৷ অন্যদিকে, আফগানরা, শ্রীলঙ্কার বিরুদ্ধে তিন ফরম্যাটের সিরিজ খেলতে গিয়েছে দ্বীপরাষ্ট্রে ৷ তাতে পাল্লেকেলেতে পাথুম নিশাঙ্কা গতকাল ওয়ান-ডে ম্যাচে দ্রুততম ডবল সেঞ্চুরির মাইলফলক গড়েন।
গতকাল হোবার্টের বেলেরিভ ওভালে গতকাল ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক রভম্যান পাওয়েল টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন ৷ ক্যারিবিয়ান বাহিনী মিচেল মার্শের দলকে 20 ওভার শেষে বিপক্ষ দলের সাত উইকেট নিয়ে 213 রানে বেঁধে দেয় ৷ পরে ইয়েলো ব্রিগেড আট উইকেট নিয়ে 202-তেই ওয়াশ করে ফেলে ওয়েস্ট ইন্ডিজকে ৷ 11 রানে ক্যারিবিয়ান 'বধ' করে অজিরা ৷ গতকালের ম্যাচের সেরা ডেভিড ওয়ার্নার ৷ ওপেন করতে নেমে মাত্র 36 বলে 70 রানের অনবদ্য ইনিংস খেলেন ওয়ার্নার ৷ ওয়ার্নার 12টি চার ও 1টি ছক্কা মারেন। ঝোড়ো ইনিংসে খেলেন জোশ ইংলিস ও টিম ডেভিড।
গতকাল ব্যাট হাতে সফল না-হলেও বল হাতে চমকপ্রদ পারফর্ম্যান্স উপহার দেন আন্দ্রে রাসেল। তিনিই দলের হয়ে সবথেকে বেশি তিনটি উইকেট নেন ৷ দু'টি ইউকেট নেন আলজারি জোসেফ ৷ একটি করে উইকেট নেন জেসন হোল্ডার, রোমারিও শেপার্ড ৷ পরের ইনিংসে কামাল দেখান বল হাতে অ্যাডাম জাম্পা ৷ তিনি তিনটি উইকেট নেন ৷ দু'টি উইকেট নেন মার্কাস স্টয়নিস ৷ একটি করে উইকেট নেন জেসন বেহের্নড্রফ, গ্লেন ম্যাক্সওয়েল ও শেন অ্যাবট ৷ 11 রানে ম্যাচ জিতে অস্ট্রেলিয়া 3 ম্যাচের টি-20 সিরিজে 1-0 লিড নেয়।
এদিকে, পাল্লেকেলেতে আফগানদের বিরুদ্ধে শ্রীলঙ্কার ক্রিকেটে প্রথম ব্যাটার হিসেবে ওয়ানডেতে ডবল সেঞ্চুরি করে ইতিহাস গড়েন নিশাঙ্কা। এই ফরম্যাটে ডবল সেঞ্চুরি করা বিশ্বের দশম ব্যাটার তিনি। 139 বলে তাঁর 210 রানের দুরন্ত ইনিংসটিতে রয়েছে 20টি চার ও 8টি বাউন্ডারি।
আরও পড়ুন: