নয়াদিল্লি, 23 জুলাই: হাতে আর মাত্র তিনদিন ৷ তারপরই 'গ্রেটেস্ট শো অন আর্থ'-এর বোধনে হাসি ফুটবে বিশ্বের তামাম ক্রীড়া অনুরাগীদের ৷ একের পর এক গেমসে অ্যাথলিটরা নিজেদের সেরাটা তুলে ধরবেন প্যারিসে ৷ ভারতীয় বংশোদ্ভূত বেশ কয়েকজন অ্যাথলিট প্যারিসে প্রতিনিধিত্ব করবেন অন্য দেশের হয়ে, একনজরে সেই সকল ভারতীয় বংশোদ্ভূত অ্যাথলিটদের তালিকা ৷
'দ্য গ্রেটেস্ট শো অন আর্থ' অলিম্পিক্সের 33তম সংস্করণে অংশ নিচ্ছেন 10 হাজার 500 জন প্রতিযোগী ৷ এরমধ্যে ভারতের রয়েছেন 117 জন অ্যাথলিট রয়েছেন ৷ 47 জন মহিলা এবং 70 জন পুরুষ অ্যাথলিটদের নজরকাড়া পারফরম্য়ান্সের অপেক্ষায় দেশবাসী ৷ এই সাড়ে দশ হাজার ক্রীড়াবিদের মধ্যে যে সকল ভারতীয় বংশোদ্ভূত প্যারিস গেমসে বিভিন্ন দেশের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন তাঁরা হলেন-
- রাজীব রাম (টেনিস, মার্কিন যুক্তরাষ্ট্র) (কর্ণাটক)- টেনিস সার্কিটে অতি পরিচিত নাম রাজীব রাম। 40 বছর বয়সি এই টেনিস প্লেয়ারের বাবা, মা বেঙ্গালুরু থেকে গিয়ে বাসা বেঁধেছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রে ৷ রাজীবের জন্ম যুক্তরাষ্ট্রের ডেনভারে। উচ্চশিক্ষিত রামের মা সুষমা একজন বৈজ্ঞানিক প্রযুক্তিবিদ ৷ তাঁর বাবা রাঘব বোটানিস্ট 2019 সালে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যান। তবে ছোট থেকেই রামের ঝোঁক ছিল টেনিসের প্রতি ৷ 34 বছর বয়সে অস্ট্রেলিয়ান ওপেনে (2019) মিক্সড ডাবলস প্রথম গ্র্যান্ড স্ল্যাম খেতাব ইন্দো-আমেরিকান রাজীব রামের ৷ এরপর তিনি আরও পাঁচটি গ্র্যান্ড স্ল্যাম শিরোপা জিতেছেন ৷ একক ও ডাবলসে মোট ন'টি জাতীয় জুনিয়র শিরোপা জিতেছেন ৷ তিনি কারমেলে হাইস্কুল টেনিসও খেলেছেন, অল-স্টেট সম্মানও রয়েছে তাঁর ঝুলিতে ৷
- শান্তি পেরেরা (সিঙ্গাপুর, অ্যাথলেটিক্স) (কেরল)- সিঙ্গাপুরের স্প্রিন্ট কুইন নামে পরিচিত ভেরোনিকা শান্তি পেরেরা ৷ তবে তাঁর শিকড় রয়েছে কেরলে। তাঁর দাদু-ঠাকুমারা তিরুঅনন্তপুরমের ভেট্টুকাডের বাসিন্দা। কিন্তু চাকরি পাওয়ার পর পুরো পরিবার নিয়ে সিঙ্গাপুরে চলে যান তাঁর দাদু ৷ 49 বছরের দীর্ঘ অপেক্ষার পর 2023 এশিয়াডে শান্তির হাত ধরে পদক আসে সিঙ্গাপুরের ৷ মহিলাদের 100 মিটারে রুপো জিতেছিলেন তিনি। সিঙ্গাপুর স্পোর্টস অ্যাওয়ার্ডে 'বর্ষসেরা স্পোর্টসওম্যান' এর পুরস্কারও পেয়েছেন তিনি ৷ প্যারিসে তিনি মহিলাদের 100 মিটার দৌড়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
- পৃথিকা পাভদে (ফ্রান্স) (পুদুচেরি)- পৃথিকার বাবার জন্ম ও বেড়ে ওঠা পুদুচেরিতে। 2003 সালে, তিনি বিয়ের পর প্যারিসে চলে যান। বছর ঘুরতেই ফ্রান্সের রাজধানী প্যারিসে জন্ম নেন পৃথিকা। অর্থাৎ পৃথিকা আয়োজক দেশের হয়ে প্রতিনিধিত্ব করবেন আসন্ন অলিম্পিক্সে ৷ 6 বছর বয়সে বাবার হাত ধরেই টেবিল টেনিসের দুনিয়ায় আসা পৃথিকার ৷ মাত্র 16 বছর বয়সে টোকিয়োয় প্রথম অলিম্পিক্স গেমসে অংশগ্রহণ করেছিলেন। বর্তমানে বছর উনিশের কিশোরী রসায়ন এবং পরিবেশ বিজ্ঞান নিয়ে পড়াশোনা করছেন ৷ তিনি মহিলাদের সিঙ্গলসের পাশাপাশি ডাবলস ও মিক্সড ডাবলসে অংশগ্রহণ করবেন ৷
- কনক ঝা (টেবিল টেনিস, কানাডা) (মহারাষ্ট্র)- এবারের প্যারিস অলিম্পিক্সে আরও এক ভারতীয় বংশোদ্ভূত অ্যাথলিট মার্কিন যুক্তরাষ্ট্রের প্যাডলার কনক ঝা। তাঁর মা করুণা জন্মসূত্রে মুম্বইয়ে ৷ বাবা অরুণ কলকাতা ও প্রয়াগরাজে বেড়ে উঠেছেন। দু'জনেই আইটিতে কর্মরত ৷ ক্যালিফোর্নিয়ার মিলপিটাসের ইন্ডিয়া কমিউনিটি সেন্টারে টেবিল টেনিসের প্রতি তাঁর ঝোঁক বেড়ে ওঠে। তাঁর দিদিও একজন টিটি প্লেয়ার ৷
- 24 বছর বয়সি এই প্যাডলার মার্কিন যুক্তরাষ্ট্রের চারবারের জাতীয় চ্যাম্পিয়ন (2016, 2017, 2018, 2019) এবং দু'বারের অলিম্পিয়ান (2016, 2020)। ঝা 2016 রিও অলিম্পিক্সে মার্কিন যুক্তরাষ্ট্রের সবথেকে কনিষ্ট ক্রীড়াবিদ ছিলেন এবং 2018 সালে আর্জেন্তিনায় যুব অলিম্পিক্সে পদক জিতে প্রথম আমেরিকান শিরোপা জিতেছিলেন ৷ প্যারিসে পুরুষদের একক ইভেন্টে প্রতিদ্বন্দ্বিতা করতে তাঁকে দেখা যাবে ৷
- অমর ধেসি (রেসলিং, কানাডা) (পঞ্জাব)- কানাডার পশ্চিম উপকূলের একটি ছোট প্রদেশ ব্রিটিশ কলম্বিয়ার সারেতে অমরবীর জন্মগ্রহণ করেন। তাঁর বাবা বলবীর ধেসি পঞ্জাবের জলন্ধর জেলার সাংঘওয়াল গ্রামের বাসিন্দা ও প্রাক্তন গ্রেকো রোমান জাতীয় চ্যাম্পিয়ন ৷ তিনি এনআইএস (নেতাজি সুভাষ ন্যাশনাল ইনস্টিটিউট অফ স্পোর্টস) পাতিয়ালায় প্রশিক্ষণ নিয়েছিলেন এমনকী পঞ্জাব পুলিশে চাকরিও পেয়েছিলেন ৷ কিন্তু 1979 সালে কানাডায় চলে যান ৷
- সেখানে একবার, তিনি একটি কারখানায় কাজ করেন এবং পরবর্তীতে 1985 সালে যুবকদের জন্য খালসা রেসলিং ক্লাব শুরু করেন। অমরের বয়স যখন পাঁচ তখন তিনি প্রথম প্রতিযোগিতায় নামেন ৷ টোকিয়ো 2020-এ অলিম্পিক্সে প্রথম অভিষেক করেন ৷ তিনি পুরুষদের 125 কেজি ফ্রিস্টাইল ইভেন্টে 13তম স্থান অর্জন করেছিলেন। প্যান আমেরিকান চ্যাম্পিয়নশিপে তিনি প্রথম সিনিয়র স্বর্ণপদকও জেতেন ৷ তারপর বার্মিংহামে কমনওয়েলথ গেমসে 125 কেজি বিভাগে সোনা জিতেন। এবার 28 বছর বয়সি পুরুষদের 125 কেজি ফ্রিস্টাইল ইভেন্টে প্রতিদ্বন্দ্বিতা করবেন।