ETV Bharat / sports

লক্ষ্যভেদের অদূরে থামলেন অর্জুন, চারে শেষ করে পদক অধরা ভারতীয় শুটারের - PARIS OLYMPICS 2024

author img

By ETV Bharat Sports Team

Published : Jul 29, 2024, 4:02 PM IST

Updated : Jul 29, 2024, 4:28 PM IST

ARJUN BABUTA FINISHED 4TH: খুব কাছে গিয়েও পারলেন না অর্জুন বাবুতা ৷ পুরুষদের 10 মিটার এয়ার রাইফেল ফাইনালে চতুর্থস্থান থামলেন পঞ্জাবের শুটার ৷ অল্পের জন্য পদক হাতছাড়া হল ভারতের ৷ সেইসঙ্গে দীর্ঘায়িত হল দ্বিতীয় পদকের প্রতীক্ষা ৷

ARJUN BABUTA
অর্জুন বাবুতা (AFP Photo)

প্যারিস, 29 জুলাই: একটা সময় মনে হচ্ছিল পদক নিশ্চিত ৷ মনুর পর শুটিংয়েই ফের পদক আসতে চলেছে ভারতের ৷ কিন্তু শেষ পর্যন্ত স্নায়ুর লড়াইয়ে পারলেন না অর্জুন বাবুতা ৷ পুরুষদের 10 মিটার এয়ার রাইফেল ফাইনালে চতুর্থস্থান থামলেন পঞ্জাবের শুটার ৷ অল্পের জন্য পদক হাতছাড়া হল ভারতের ৷ ফাইনালে 208.4 স্কোর করে থামলেন 2022 ওয়ার্ল্ড কাপের সোনাজয়ী ৷

সোমবার পুরুষদের আগে মহিলাদের 10 মিটার এয়ার রাইফেলেও প্রতিনিধিত্ব ছিল ভারতের ৷ সেখানে সাত নম্বরে শেষ করেন রমিতা জিন্দল ৷ কিন্তু পুরুষদের ফাইনালে এদিন পদকের ভীষণ কাছে চলে গিয়েছিলেন মিক্সড টিমে রমিতারই সঙ্গী অর্জুন ৷ প্রথম 12টি শটের পর দ্বিতীয়স্থানে ছিলেন ভারতীয় শুটার ৷ এরপর ত্রয়োদশ প্রয়াসে 9.9 স্কোর করে কিছুটা পিছিয়ে পড়েন তিনি ৷ তবুও সকলেই ধরে নিয়েছিলেন ব্রোঞ্জ অন্তত আসছে ৷ কিন্তু শেষ কয়েকটি শটে সুইডিশ প্রতিদ্বন্দ্বীর দুরন্ত পারফরম্যান্সে শেষমেশ ব্রোঞ্জও হাতছাড়া হয় অর্জুনের ৷

যদিও সুইডেন নয়, পুরুষদের 10 মিটার এয়ার রাইফেল ইভেন্টে সোনা গেল চিনের ঘরে ৷ গেমসে নয়া রেকর্ড গড়ে পোডিয়াম শীর্ষে ফিনিশ করলেন চিনের 19 বছরের শুটার লিহাও শেং ৷ 252.2 স্কোর করে সোনা জিতলেন তিনি ৷ রুপো এবং ব্রোঞ্জ গেল যথাক্রমে সুইডেন এবং ক্রোয়েশিয়ার ঘরে ৷ 251.4 স্কোর করে রুপো জিতলেন সুইডেনের ভিক্টর লিন্ডগ্রেন ৷

এয়ার রাইফেলের জোড়া ইভেন্টে পদক হাতছাড়া হলেও তৃতীয়দিন শুটিংয়ে ফের আশার নাম মনু ভাকের ৷ 10 মিটার এয়ার পিস্তলের মিক্সড টিম ইভেন্টের ব্রোঞ্জপদক ম্যাচের যোগ্যতা অর্জন করলেন মনু ও সরবজোৎ সিং ৷ আগামিকাল ব্রোঞ্জের লক্ষ্যে নামবেন দু'জনে ৷ যদিও তাঁদের সামনে কোরিয়ার কঠিন চ্যালেঞ্জ ৷

প্যারিস, 29 জুলাই: একটা সময় মনে হচ্ছিল পদক নিশ্চিত ৷ মনুর পর শুটিংয়েই ফের পদক আসতে চলেছে ভারতের ৷ কিন্তু শেষ পর্যন্ত স্নায়ুর লড়াইয়ে পারলেন না অর্জুন বাবুতা ৷ পুরুষদের 10 মিটার এয়ার রাইফেল ফাইনালে চতুর্থস্থান থামলেন পঞ্জাবের শুটার ৷ অল্পের জন্য পদক হাতছাড়া হল ভারতের ৷ ফাইনালে 208.4 স্কোর করে থামলেন 2022 ওয়ার্ল্ড কাপের সোনাজয়ী ৷

সোমবার পুরুষদের আগে মহিলাদের 10 মিটার এয়ার রাইফেলেও প্রতিনিধিত্ব ছিল ভারতের ৷ সেখানে সাত নম্বরে শেষ করেন রমিতা জিন্দল ৷ কিন্তু পুরুষদের ফাইনালে এদিন পদকের ভীষণ কাছে চলে গিয়েছিলেন মিক্সড টিমে রমিতারই সঙ্গী অর্জুন ৷ প্রথম 12টি শটের পর দ্বিতীয়স্থানে ছিলেন ভারতীয় শুটার ৷ এরপর ত্রয়োদশ প্রয়াসে 9.9 স্কোর করে কিছুটা পিছিয়ে পড়েন তিনি ৷ তবুও সকলেই ধরে নিয়েছিলেন ব্রোঞ্জ অন্তত আসছে ৷ কিন্তু শেষ কয়েকটি শটে সুইডিশ প্রতিদ্বন্দ্বীর দুরন্ত পারফরম্যান্সে শেষমেশ ব্রোঞ্জও হাতছাড়া হয় অর্জুনের ৷

যদিও সুইডেন নয়, পুরুষদের 10 মিটার এয়ার রাইফেল ইভেন্টে সোনা গেল চিনের ঘরে ৷ গেমসে নয়া রেকর্ড গড়ে পোডিয়াম শীর্ষে ফিনিশ করলেন চিনের 19 বছরের শুটার লিহাও শেং ৷ 252.2 স্কোর করে সোনা জিতলেন তিনি ৷ রুপো এবং ব্রোঞ্জ গেল যথাক্রমে সুইডেন এবং ক্রোয়েশিয়ার ঘরে ৷ 251.4 স্কোর করে রুপো জিতলেন সুইডেনের ভিক্টর লিন্ডগ্রেন ৷

এয়ার রাইফেলের জোড়া ইভেন্টে পদক হাতছাড়া হলেও তৃতীয়দিন শুটিংয়ে ফের আশার নাম মনু ভাকের ৷ 10 মিটার এয়ার পিস্তলের মিক্সড টিম ইভেন্টের ব্রোঞ্জপদক ম্যাচের যোগ্যতা অর্জন করলেন মনু ও সরবজোৎ সিং ৷ আগামিকাল ব্রোঞ্জের লক্ষ্যে নামবেন দু'জনে ৷ যদিও তাঁদের সামনে কোরিয়ার কঠিন চ্যালেঞ্জ ৷

Last Updated : Jul 29, 2024, 4:28 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.