ETV Bharat / sports

শহরের রাজপথে আর্জেন্তিনার টিম বাস! মেসির কলকাতা সফরের জল্পনা তুঙ্গে

Argentina Team Bus in Kolkata: দ্বিতীয়বার ভারতে আসতে পারে আর্জেন্তিনা ফুটবল দল ৷ কিছুটা হলেও সেই সম্ভাবনা তৈরি হয়েছে ৷ আরও বেশি করে যেটা ফুটবল প্রেমীদের উৎসাহ বাড়াচ্ছে, তা হল লিয়োনেল মেসির ফের একবার ভারতের মাটিতে পা রাখা ৷ তবে, কীভাবে সম্ভব ? আসুন জানা যাক ৷

ETV BHARAT
ETV BHARAT
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 31, 2024, 7:40 PM IST

Updated : Feb 1, 2024, 6:46 PM IST

শহরের রাজপথে আর্জেন্তিনার টিম বাস

কলকাতা, 31 জানুয়ারি: 2022 ফুটবল বিশ্বকাপ জয়ী আর্জেন্তিনা দলের বাস কলকাতার রাস্তায় ৷ মহানগরের রাস্তায় নীল-সাদায় রঙে রাঙানো ও লিওনেল মেসি, অ্যাঞ্জেল দি’মারিয়া এবং এমিলিয়ানো মার্টিনেজের ছবি দেওয়া এই বাস ৷ সঙ্গে আর্জেন্তিনা ফুটবল অ্যাসোসিয়েশনের লোগো ৷ কিন্তু প্রশ্ন হচ্ছে, আর্জেন্তিনার জাতীয় ফুটবল দলের বাস কলকাতার রাস্তায় কেন ? কৌতূহল জন্মানোটাই স্বাভাবিক ৷

এই বাসটির মহানগরের বুকে ঘুরে বেড়ানোর ছবি দেখে ফুটবল পাগল কলকাতার মানুষের মনে ফের আশার আলো ৷ তারা জানতে চাইছে লিয়োনেল মেসি কি কলকাতায় ফের আসছেন ? সম্ভাবনা যে নেই, তা নয় ৷ ইতিমধ্যেই সেই সম্ভাবনার ইঙ্গিত বহুজাতিক সংস্থা আইটিসি'র তরফে দেওয়া হয়েছে ৷ বুধবার এক সাংবাদিক সম্মলনে আগামী একবছর আর্জেন্তিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সঙ্গে আইটিসি'র চুক্তিবদ্ধ হওয়া কথা ঘোষণা করা হয়েছে ৷

আর্জেন্তিনা ফুটবল অ্যাসোসিয়েশনের তরফে লিয়েনার্দো পিটারসন জানিয়েছেন, তারা ভারতীয় সংস্থা আইটিসি'র সঙ্গে আগামী একবছরের জন্য চুক্তি করতে পেরে খুশি ৷ ভারতে আর্জেন্তিনা ফুটবল দলের আঞ্চলিক স্পনসর হিসেবে কাজ করবে আইটিসি ৷ দেশের এই বহুজাতিক সংস্থার তরফে ভাইস প্রেসিডেন্ট সুরেশ চন্দ জানিয়েছেন, ভারতে ফুটবলের জনপ্রিয়তাকে কাজে লাগাতেই বিশ্বকাপ জয়ী আর্জেন্তিনা দলের সঙ্গে এই চুক্তি করা হয়েছে ৷

ইতিমধ্যে, কলকাতায় ইস্টবেঙ্গল এফসি ও কেরালা ব্লাস্টার্সের সঙ্গে সংস্থার চুক্তি রয়েছে ৷ আগামী দিনেও ফুটবলের স্বার্থে কাজ করতে চায় আইটিসি ৷ আর্জেন্তিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সঙ্গে চুক্তির ভিত্তিতে লিওনেল মেসির আর্জেন্তিনা দলকে ভারতে নিয়ে আসার চেষ্টা করবে তারা ৷ তবে, আর্জেন্তিনা দলের সূচির উপর পুরোটা নির্ভর করবে ৷ আর্জেন্তিনা ফুটবল অ্যাসোসিয়েশনের অফিসিয়াল পেজেও এই বাস ও চুক্তি কথা বলা হয়েছে ৷

এমনকী বাসটির কলকাতার রাস্তায় ঘুরে বেড়ানোর ভিডিয়ো প্রকাশ করা হয়েছে ৷ স্বাভাবিকভাবেই মেসির ভক্তরা ফের আশায় বুক বাঁধছেন ৷ বুধবারের এই চুক্তি নিশ্চিতভাবে ফুটবল ভক্তদের কাছে সুখবর ৷ প্রসঙ্গত, কেরালা সরকার তাদের রাজ্যে আর্জেন্তিনা ফুটবল দলকে নিয়ে আসার ব্যাপারে উদ্যোগ নিয়েছে ৷ আর সেটা বাস্তবায়ন হলে মেসির দ্বিতীয়বার ভারত সফর হবে ৷

আরও পড়ুন:

  1. সিভেরিওকে রেখে বোরহাকে ছাড়ল ইস্টবেঙ্গল, আসছেন নয়া অ্যাটাকিং মিডফিল্ডার
  2. বাগান ছেড়ে পুরনো ক্লাবে ফিরছেন বুমোস! জল্পনা তুঙ্গে
  3. 'স্যুইচ অফ' রোহিত, বিরাট থাকলে হায়দরাবাদে হারত না ভারত; মত ভনের

শহরের রাজপথে আর্জেন্তিনার টিম বাস

কলকাতা, 31 জানুয়ারি: 2022 ফুটবল বিশ্বকাপ জয়ী আর্জেন্তিনা দলের বাস কলকাতার রাস্তায় ৷ মহানগরের রাস্তায় নীল-সাদায় রঙে রাঙানো ও লিওনেল মেসি, অ্যাঞ্জেল দি’মারিয়া এবং এমিলিয়ানো মার্টিনেজের ছবি দেওয়া এই বাস ৷ সঙ্গে আর্জেন্তিনা ফুটবল অ্যাসোসিয়েশনের লোগো ৷ কিন্তু প্রশ্ন হচ্ছে, আর্জেন্তিনার জাতীয় ফুটবল দলের বাস কলকাতার রাস্তায় কেন ? কৌতূহল জন্মানোটাই স্বাভাবিক ৷

এই বাসটির মহানগরের বুকে ঘুরে বেড়ানোর ছবি দেখে ফুটবল পাগল কলকাতার মানুষের মনে ফের আশার আলো ৷ তারা জানতে চাইছে লিয়োনেল মেসি কি কলকাতায় ফের আসছেন ? সম্ভাবনা যে নেই, তা নয় ৷ ইতিমধ্যেই সেই সম্ভাবনার ইঙ্গিত বহুজাতিক সংস্থা আইটিসি'র তরফে দেওয়া হয়েছে ৷ বুধবার এক সাংবাদিক সম্মলনে আগামী একবছর আর্জেন্তিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সঙ্গে আইটিসি'র চুক্তিবদ্ধ হওয়া কথা ঘোষণা করা হয়েছে ৷

আর্জেন্তিনা ফুটবল অ্যাসোসিয়েশনের তরফে লিয়েনার্দো পিটারসন জানিয়েছেন, তারা ভারতীয় সংস্থা আইটিসি'র সঙ্গে আগামী একবছরের জন্য চুক্তি করতে পেরে খুশি ৷ ভারতে আর্জেন্তিনা ফুটবল দলের আঞ্চলিক স্পনসর হিসেবে কাজ করবে আইটিসি ৷ দেশের এই বহুজাতিক সংস্থার তরফে ভাইস প্রেসিডেন্ট সুরেশ চন্দ জানিয়েছেন, ভারতে ফুটবলের জনপ্রিয়তাকে কাজে লাগাতেই বিশ্বকাপ জয়ী আর্জেন্তিনা দলের সঙ্গে এই চুক্তি করা হয়েছে ৷

ইতিমধ্যে, কলকাতায় ইস্টবেঙ্গল এফসি ও কেরালা ব্লাস্টার্সের সঙ্গে সংস্থার চুক্তি রয়েছে ৷ আগামী দিনেও ফুটবলের স্বার্থে কাজ করতে চায় আইটিসি ৷ আর্জেন্তিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সঙ্গে চুক্তির ভিত্তিতে লিওনেল মেসির আর্জেন্তিনা দলকে ভারতে নিয়ে আসার চেষ্টা করবে তারা ৷ তবে, আর্জেন্তিনা দলের সূচির উপর পুরোটা নির্ভর করবে ৷ আর্জেন্তিনা ফুটবল অ্যাসোসিয়েশনের অফিসিয়াল পেজেও এই বাস ও চুক্তি কথা বলা হয়েছে ৷

এমনকী বাসটির কলকাতার রাস্তায় ঘুরে বেড়ানোর ভিডিয়ো প্রকাশ করা হয়েছে ৷ স্বাভাবিকভাবেই মেসির ভক্তরা ফের আশায় বুক বাঁধছেন ৷ বুধবারের এই চুক্তি নিশ্চিতভাবে ফুটবল ভক্তদের কাছে সুখবর ৷ প্রসঙ্গত, কেরালা সরকার তাদের রাজ্যে আর্জেন্তিনা ফুটবল দলকে নিয়ে আসার ব্যাপারে উদ্যোগ নিয়েছে ৷ আর সেটা বাস্তবায়ন হলে মেসির দ্বিতীয়বার ভারত সফর হবে ৷

আরও পড়ুন:

  1. সিভেরিওকে রেখে বোরহাকে ছাড়ল ইস্টবেঙ্গল, আসছেন নয়া অ্যাটাকিং মিডফিল্ডার
  2. বাগান ছেড়ে পুরনো ক্লাবে ফিরছেন বুমোস! জল্পনা তুঙ্গে
  3. 'স্যুইচ অফ' রোহিত, বিরাট থাকলে হায়দরাবাদে হারত না ভারত; মত ভনের
Last Updated : Feb 1, 2024, 6:46 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.