কলকাতা, 11 অগস্ট: শনিবার রাত দশটা পঁয়তাল্লিশ নাগাদ প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির কাছ থেকে নো অবজেকশন সার্টিফিকেট পেয়ে গেলেন আনোয়ার আলি ৷ ফেডারেশন সূত্র মারফত এই খবর সামনে এসেছে । ফলে তাঁর পছন্দের ক্লাবে সই করার ক্ষেত্রে আর কোনও বাধা থাকল না
সরাসরি ভাবে নো অবজেকশন কপির কথা জানানো হয়নি ৷ ফলে আনোয়ার আলির দলবদলের বিতর্কের গতিপথে সিলমোহর এখনই দেওয়া যাচ্ছে না। শনিবার মোহনবাগান সুপারজায়ান্ট, দিল্লি এফসি এবং ইস্টবেঙ্গলের বক্তব্য শুনতে বসেছিল প্লেয়ার্স স্ট্যাটাস কমিটি। ভার্চুয়ালি ক্লাবের প্রতিনিধিরা বৈঠকে অংশ নিয়েছিলেন। সেই বক্তব্যের ভিত্তিতে আনোয়ারকে শনিবার রাতে কমিটি নো অবজেকশন সার্টিফিকেট দেয়। তবে দিল্লি এফসি, ইস্টবেঙ্গল এফসিকে 21 অগস্টের মধ্যে ব্যাখ্যা দিতে হবে, কেন আনোয়ারকে চুক্তিভঙ্গের দিকে ঠেলা হল । এর ওপর জরিমানা বা শাস্তি নির্ভর করবে।
আনোয়ার যে নতুন মরসুমে আর সবুজ মেরুন জার্সি পড়ছেন না, তা পাকা হয়ে গিয়েছে। সেদিক থেকে আপাতত সাবধানী পদক্ষেপ নিলেও আনোয়ারকে সরকারি ভাবে লাল হলুদ জার্সি পরাতে ইস্টবেঙ্গল যে সক্রিয় হবে, তার জন্য বিশেষজ্ঞ হওয়ার দরকার নেই । ইতিমধ্যে ইস্টবেঙ্গলের শীর্ষকর্তা দেবব্রত সরকার জানিয়েছেন, পুরো বিষয়টি মোহনবাগান সুপারজায়ান্ট এবং দিল্লি এফসির । ইস্টবেঙ্গলের পক্ষে আইনজীবী ক্লাবের এই অবস্থান স্পষ্ট করেছে । আনোয়ার সব সমস্যা মিটিয়ে ফেলার পরে এই বিষয়ে ক্লাব যে উদ্যোগী হবে তার ইঙ্গিত দিয়েছেন তিনি।
ক্লাবের বিশ্বস্ত সূত্র বলছে, চলতি মাসের তৃতীয় সপ্তাহেই আনোয়ারের দলে যোগ দেওয়ার বিষয়টি সরকারি ভাবে জানানো হবে বলে ঠিক হয়ে আছে । সেই দিক থেকে এএফসি কাপ এবং ডুরাণ্ড কাপে আনোয়ার নেই । আইএসএলেই লাল হলুদ যাত্রা আনোয়ার সম্ভবত শুরু করতে চলেছেন। তার যোগদানে গত বছরের সবুজ মেরুন রক্ষণ যে ভেঙে ফেলল, তা বলাই যায়। কারণ, ইতিমধ্যে হেক্টর ইউস্তে ইস্টবেঙ্গলে সই করেছেন । ভিসার জন্য চেষ্টা করছেন। হাতে পেলেই দ্রুত কার্লেস কুয়াদ্রাতের অনুশীলনে যোগ দেবেন তিনি।
এদিকে, ইস্টবেঙ্গল ব্যস্ত এএফসি এবং ডুরাণ্ড ডার্বির প্রস্তুতিতে। নন্দকুমারের চোট প্রায় ঠিক হওয়ার পথে। তিনি এএফসি ম্যাচ থেকে মরসুম শুরু করবেন বলে ধরে নেওয়া যায়। ক্লেটন সিলভা চোটের জন্য নেই। তবে ফিট হওয়ার চেষ্টা চালাচ্ছেন। দিয়ামানতোকোস ফিট হয়ে উঠেছেন । ফলে খুচরো চোটের সমস্যা কাটিয়ে ইস্টবেঙ্গল ধীরে ধীরে মরসুমের প্রথম দুই লক্ষ্যে হফল হওয়ার জন্য তৈরি হচ্ছে । এরমধ্যে আনোয়ার বিতর্ক মিটে যাওয়ার পথ সুগম হওয়ায় স্বস্তির হাওয়া লাল হলুদ শিবিরে।