ETV Bharat / sports

প্লেয়ার স্ট্যাটাস কমিটির দ্বারস্থ আনোয়ার, ইস্টবেঙ্গলে সই জিকসনের - Anwar Ali - ANWAR ALI

Anwar Ali: দলবদলের সমস্যা নিয়ে এবার প্লেয়ার স্ট্যাটাস কমিটির দ্বারস্থ হলেন আনোয়ার আলি ৷ 4 বছর ধরে লোনে খেলা আনোয়ার এবার তাঁর ভবিষ্যৎ সুরক্ষিত করতে মরিয়া ৷ যা নিয়ে এবার মোহনবাগান সুপার জায়ান্ট ম্যানেজমেন্টের বিরুদ্ধে আইনি যুদ্ধে নামলেন তিনি ৷

ETV BHARAT
দলবদল ইস্যুতে প্লেয়ার্স কমিটির দ্বারস্থ আনোয়ার আলি ৷ (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 17, 2024, 8:27 PM IST

কলকাতা, 17 জুলাই: আনোয়ার আলিকে নিয়ে টানাপোড়েন শেষ পর্বে ৷ মোহনবাগান সুপার জায়ান্ট না ইস্টবেঙ্গল এফসি, আসন্ন মরশুমে কোন দলের হয়ে খেলবেন ভারতীয় দলের এই ডিফেন্ডার, তা নিয়ে টানাপোড়েন সর্বোচ্চ পর্যায়ে ৷ এনিয়ে বিতর্কের অবসান ঘটাতে ভারতীয় ফুটবল ফেডারেশনের দরবারে আনোয়ার আলি ৷ নতুন মরশুমে সবুজ-মেরুন জার্সিতে আর খেলতে চাইছেন না তিনি ৷

আনোয়ার আলি বলছেন, "ফুটবল জীবনের এই পর্বে আমি এত বছর ধরে (চার বছর) লোনে থাকতে আগ্রহী নই ৷ এটা আমার কেরিয়ারের গ্রাফ নিম্নমুখী করে দিচ্ছে ৷ আমি এর স্থায়ী সমাধান চাই ৷ যাতে ভবিষ‌্যতে আমাকে কোনও সুযোগ না-ফস্কাতে হয় ৷" সেই সূত্র ধরেই এবার ভারতীয় ডিফেন্ডার ফেডারেশনের প্লেয়ার স্ট্যাটাস কমিটির দ্বারস্থ হয়েছেন ৷ গত একবছর লোনে মোহনবাগান সুপার জায়ান্টের জার্সিতে খেললেও, আনোয়ার আদতে দিল্লি এফসি'র ফুটবলার ৷

লোন সংক্রান্ত ফিফা'র নিয়মকে আশ্রয় করে আনোয়ার এবার নতুন দলে (পড়ুন ইস্টবেঙ্গল) যেতে চান ৷ বুধবার দিল্লি এফসিটর কর্ণধার এবং আনোয়ারের 'মাঠের অভিভাবক' রঞ্জিত বাজাজ জানিয়েছেন, আনোয়ার তাঁর ব্যাপারটি দ্রুত নিষ্পত্তির জন্য প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির দ্বারস্থ হয়েছে ৷ আমরা কমিটির সিদ্ধান্তের জন্য অপেক্ষা করছি ৷ কমিটির সিদ্ধান্তই আমরা মেনে নেব ৷ এদিকে বসে নেই মোহনবাগান সুপার জায়ান্টও ৷ তারা প্লেয়ার স্ট্যাটাস কমিটির সামনে সওয়াল করার জন্য সলিসিটার ফার্ম খৈতান অ্যান্ড কোম্পানিকে নিয়োগ করেছে বলে খবর ৷

ফলে লড়াইটা যে এবার নিয়মের টানাটানিতে নির্দিষ্ট হবে, তা বলাই যায় ৷ এখন প্রশ্ন এই বিতর্কে ইস্টবেঙ্গলের ভূমিকা কী ? দলবদলের কার্যত নিস্তরঙ্গ নদীতে আনোয়ারকে সই করিয়েছে ইস্টবেঙ্গল ৷ তারপর থেকেই যাবতীয় বিতর্ক ৷ লাল-হলুদ শীর্ষকর্তা দেবব্রত সরকার বলছেন, "এই বিষয়ে আমরা কোনও অংশীদার নই ৷ মোহনবাগান সুপার জায়ান্ট এবং দিল্লি এফসি ও আনোয়ার বিতর্ক মিটিয়ে নেওয়ার পর আমরা আসরে নামব ৷" এর মধ্যে 19 জুলাই আনোয়ারকে অনুশীলনে ডেকেছে মোহনবাগান সুপার জায়ান্ট ৷

29 জুলাই থেকে মোহনবাগানের মূল দলের অনুশীলন শুরু হওয়ার কথা থাকলেও, 10 দিন আগে কেন ডাকা হল আনোয়ারকে ? কলকাতা লিগ চলছে, আর তারপরেই হবে ডুরান্ড কাপ । এই দুই টুর্নামেন্টে প্রাথমিকভাবে খেলবে রিজার্ভ দল ৷ আর সেই দলের সঙ্গেই হয়তো অনুশীলন করবেন আনোয়ার ৷ সেই জন্যই তাঁকে আগে ডাকা হয়েছে ৷ নির্দিষ্ট দিনে যোগ না-দিলে, এক লক্ষ টাকা জরিমানা করা হবে ৷ দেরি করার সময় যত গড়াবে, ততই আর্থিক জরিমানার পরিমাণ বাড়বে ৷

আনোয়ার বিতর্ক নিয়ে নিরুত্তাপ থাকলেও, ইস্টবেঙ্গল ফের দলবদলের বাজারে আলোড়ন ফেলেছে ৷ সরকারি ঘোষণা না-হলেও, কেরালা ব্লাস্টার্স থেকে ডিফেন্সিভ মিডফিল্ডার জিকসন সিংকে তারা সই করিয়ে নিয়েছে বলেই খবর ৷ এর ফলে লাল-হলুদ মাঝমাঠ শক্তিশালী হল নিঃসন্দেহে ৷

কলকাতা, 17 জুলাই: আনোয়ার আলিকে নিয়ে টানাপোড়েন শেষ পর্বে ৷ মোহনবাগান সুপার জায়ান্ট না ইস্টবেঙ্গল এফসি, আসন্ন মরশুমে কোন দলের হয়ে খেলবেন ভারতীয় দলের এই ডিফেন্ডার, তা নিয়ে টানাপোড়েন সর্বোচ্চ পর্যায়ে ৷ এনিয়ে বিতর্কের অবসান ঘটাতে ভারতীয় ফুটবল ফেডারেশনের দরবারে আনোয়ার আলি ৷ নতুন মরশুমে সবুজ-মেরুন জার্সিতে আর খেলতে চাইছেন না তিনি ৷

আনোয়ার আলি বলছেন, "ফুটবল জীবনের এই পর্বে আমি এত বছর ধরে (চার বছর) লোনে থাকতে আগ্রহী নই ৷ এটা আমার কেরিয়ারের গ্রাফ নিম্নমুখী করে দিচ্ছে ৷ আমি এর স্থায়ী সমাধান চাই ৷ যাতে ভবিষ‌্যতে আমাকে কোনও সুযোগ না-ফস্কাতে হয় ৷" সেই সূত্র ধরেই এবার ভারতীয় ডিফেন্ডার ফেডারেশনের প্লেয়ার স্ট্যাটাস কমিটির দ্বারস্থ হয়েছেন ৷ গত একবছর লোনে মোহনবাগান সুপার জায়ান্টের জার্সিতে খেললেও, আনোয়ার আদতে দিল্লি এফসি'র ফুটবলার ৷

লোন সংক্রান্ত ফিফা'র নিয়মকে আশ্রয় করে আনোয়ার এবার নতুন দলে (পড়ুন ইস্টবেঙ্গল) যেতে চান ৷ বুধবার দিল্লি এফসিটর কর্ণধার এবং আনোয়ারের 'মাঠের অভিভাবক' রঞ্জিত বাজাজ জানিয়েছেন, আনোয়ার তাঁর ব্যাপারটি দ্রুত নিষ্পত্তির জন্য প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির দ্বারস্থ হয়েছে ৷ আমরা কমিটির সিদ্ধান্তের জন্য অপেক্ষা করছি ৷ কমিটির সিদ্ধান্তই আমরা মেনে নেব ৷ এদিকে বসে নেই মোহনবাগান সুপার জায়ান্টও ৷ তারা প্লেয়ার স্ট্যাটাস কমিটির সামনে সওয়াল করার জন্য সলিসিটার ফার্ম খৈতান অ্যান্ড কোম্পানিকে নিয়োগ করেছে বলে খবর ৷

ফলে লড়াইটা যে এবার নিয়মের টানাটানিতে নির্দিষ্ট হবে, তা বলাই যায় ৷ এখন প্রশ্ন এই বিতর্কে ইস্টবেঙ্গলের ভূমিকা কী ? দলবদলের কার্যত নিস্তরঙ্গ নদীতে আনোয়ারকে সই করিয়েছে ইস্টবেঙ্গল ৷ তারপর থেকেই যাবতীয় বিতর্ক ৷ লাল-হলুদ শীর্ষকর্তা দেবব্রত সরকার বলছেন, "এই বিষয়ে আমরা কোনও অংশীদার নই ৷ মোহনবাগান সুপার জায়ান্ট এবং দিল্লি এফসি ও আনোয়ার বিতর্ক মিটিয়ে নেওয়ার পর আমরা আসরে নামব ৷" এর মধ্যে 19 জুলাই আনোয়ারকে অনুশীলনে ডেকেছে মোহনবাগান সুপার জায়ান্ট ৷

29 জুলাই থেকে মোহনবাগানের মূল দলের অনুশীলন শুরু হওয়ার কথা থাকলেও, 10 দিন আগে কেন ডাকা হল আনোয়ারকে ? কলকাতা লিগ চলছে, আর তারপরেই হবে ডুরান্ড কাপ । এই দুই টুর্নামেন্টে প্রাথমিকভাবে খেলবে রিজার্ভ দল ৷ আর সেই দলের সঙ্গেই হয়তো অনুশীলন করবেন আনোয়ার ৷ সেই জন্যই তাঁকে আগে ডাকা হয়েছে ৷ নির্দিষ্ট দিনে যোগ না-দিলে, এক লক্ষ টাকা জরিমানা করা হবে ৷ দেরি করার সময় যত গড়াবে, ততই আর্থিক জরিমানার পরিমাণ বাড়বে ৷

আনোয়ার বিতর্ক নিয়ে নিরুত্তাপ থাকলেও, ইস্টবেঙ্গল ফের দলবদলের বাজারে আলোড়ন ফেলেছে ৷ সরকারি ঘোষণা না-হলেও, কেরালা ব্লাস্টার্স থেকে ডিফেন্সিভ মিডফিল্ডার জিকসন সিংকে তারা সই করিয়ে নিয়েছে বলেই খবর ৷ এর ফলে লাল-হলুদ মাঝমাঠ শক্তিশালী হল নিঃসন্দেহে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.