নয়াদিল্লি, 20 ফেব্রুয়ারি: আসন্ন প্যারিস অলিম্পিক্সে দেখা যেতে পারে বাংলার ছেলে অনুষ আগরওয়াল্লাকে। 2023 হ্যাংঝাউ এশিয়াডে ব্রোঞ্জ জিতে পাদপ্রদীপের আলোয় এসেছিলেন বাংলার ছেলে ৷ ইকুয়েস্ট্রিয়ান নিয়ে ভারতীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে সম্যক ধারণার জন্ম দিয়েছিলেন ৷ এবার অলিম্পিক্সে অংশগ্রহণের পথে কলকাতার অনুষ ৷ 'দ্য গ্রেটেস্ট শো অন আর্থ'-এর কোটা পেলেন কলকাতার এশিয়াডে ব্রোঞ্জজয়ী ৷ দেশের ইকুয়েস্ট্রিয়ান ফেডারেশন অলিম্পিক্স কোটায় তাঁর নাম রেখেছেন।
অবশ্য অলিম্পিক্সে অংশগ্রহণ এখনই পাকাপাকি নয় অনুষের ৷ চূড়ান্ত হওয়ার আগে একটি ট্রায়ালের মধ্যে দিতে হবে অনুষকে। আগরওয়াল্লা অলিম্পিক্সে কোটা পাওয়ার খবরে খুশি ৷ 24 বছর বয়সি এই ইকুয়েস্ট্রিয়ান বলেন, "প্যারিস অলিম্পিক্সে ভারতের জন্য আমি সুযোগ পেয়ে খুব গর্বিত ও কৃতজ্ঞ। অলিম্পিক্সে প্রতিদ্বন্দ্বিতা করা আমার ছোটবেলার স্বপ্ন ছিল ৷ আমি এই ঐতিহাসিক মুহূর্তের অংশ হতে পেরে খুব ভালো লাগছে ৷" এই কোটা ধরে রাখতে পারবেন বলেও আশা প্রকাশ করেন তরুণ এই রাইডার। অলিম্পিক ড্রেসেজ ইভেন্টে এই প্রথম কোটা পেলেন কোনও ভারতীয় ৷
এরপর তাঁর সংযোজন, "আমি সবসময় যা করে এসেছি তা চালিয়ে যাব ৷ মনোযোগী থাকা, শৃঙ্খলাবদ্ধ হওয়া, কঠোর পরিশ্রম করা, লক্ষ্য অবিচল থেকে পরবর্তী ধাপগুলো অর্জন করা। আমি আত্মবিশ্বাসী যে এই পর্যায়ে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করার জন্য নির্বাচিত হব ৷" তরুণ অনুষ মনে করেন, কোটায় নাম ওঠার পরে তাঁকে দল থেকে বাদ দেওয়া কঠিন। ইএফআই মহাসচিব কর্নেল জয়বীর সিং ইকুয়েস্ট্রিয়ান অনুষকে অভিনন্দন জানিয়েছেন। তাঁর কথায়, "আমরা আজকে এফইআই থেকে ড্রেসেজ ইভেন্টে আলাদা কোটার বিষয়ে নিশ্চিত হওয়াটা গর্বের বিষয় ৷ ভারতের হয়ে অনুষ এই কোটা পেয়েছে ৷ ও এগিয়ে যাক ৷"
উল্লেখ্য, 1982 সালের পর 2023 এ অশ্বারোহণে ভারতের ঝুলিতে আসে সোনার পদক। পাক্কা 41 বছরের পর ভারতের দিব্যাকৃতী সিংহ, অনুষ আগরওয়াল্লা, সুদীপ্তি হাজেলা, হৃদয় ছেডা এই দলগত অশ্বারোহণ বিভাগে ভারতকে সোনা এনে দিয়েছিলেন ৷
আরও পড়ুন: