ETV Bharat / sports

ডার্বি জয়ে নির্লিপ্ত হাবাস, লিগ শিল্ডের বদলে ভাবনায় কেরালা ব্লাস্টার্স - ISL Kolkata Derby 2024

ISL Kolkata Derby 2024: কলকাতা ডার্বি অতীত ৷ আর লিগ শিল্ড জয় নিয়ে তিনি ভাবছেন না ৷ আন্তেনিও লোপেজ হাবাসের চিন্তায় এখন শুধুই কেরালা ব্লাস্টার্স ৷ রবিবারের কলকাতা ডার্বি জয়ের পর এমনটাই জানালেন সবুজ-মেরুন কোচ ৷

ETV BHARAT
ETV BHARAT
author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 11, 2024, 12:35 PM IST

Updated : Mar 11, 2024, 5:47 PM IST

লিগ শিল্ডের বদলে হাবাসের ভাবনায় কেরালা ব্লাস্টার্স

কলকাতা, 11 মার্চ: মোহনবাগানের জনগর্জনে স্তব্ধ ইস্টবেঙ্গল ৷ প্রায় মধ্যরাতে বাইপাসে বাড়ি ফেরার জন্য গাড়ি মিলছে না ৷ যেসব গাড়ি গন্তব্যে পৌঁছে দিতে রাজি, তারা আকাশ ছোঁয়া ভাড়া হাঁকছে ৷ সবুজ-মেরুন সমর্থকরা অবশ্য তাতেই রাজি ৷ কারণ ডার্বিতে তারা জয়ী ৷ মোহনবাগান সুপার জায়ান্ট এখন 36 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে এক নম্বরে ৷ লিগ শিল্ড জয়ের দৌড়ে ফিরে এসেছে গঙ্গাপারের ক্লাব ৷

জুয়ান ফেরান্দোর ছেড়ে যাওয়া দলকে গত এক মাসে নতুন সঞ্জীবনী মন্ত্রে চাঙ্গা করেছেন আন্তেনিও লোপেজ হাবাস ৷ রবিবাসরীয় রাতের ডার্বিতে অপরাজিত রইলেন স্প্যানিশ কোচ ৷ সমর্থকরা বছর 67’র বৃদ্ধের ফুটবল বুদ্ধিতে মুগ্ধ ৷ তাদের কাছে স্প্যানিশ ভদ্রলোক যেন জাদুকর ৷ তবে, সাফল্যের চূড়ায় পৌঁছেও নির্লিপ্তের চাদরে নিজেকে মুড়ে রেখেছেন সবুজ-মেরুন কোচ ৷ কারণ, ডার্বি জয়ের পর সাংবাদিক বৈঠকেও হাবাস পরের ম্যাচ নিয়েই শুধু ভাবছেন ৷ শীর্ষে শেষ করে লিগ শিল্ড জয়ের পরিকল্পনা মাথাতেই রাখছেন না তিনি ৷

ম্যাচের প্রথমার্ধে ক্লেটন সিলভার পেনাল্টি দূরন্ত ডাইভে বাঁচান মোহনবাগান সুপার জায়ান্ট গোলরক্ষক বিশাল কাইথ ৷ ওটাই কি ম্যাচের মোড় ঘোরানো মুহূর্ত ? হাবাস বলছেন, "ওই পেনাল্টি বাঁচানোর পর যে রকমভাবে দল ঘুরে দাঁড়িয়েছে, তা সত্যিই প্রশংসনীয় ৷" তিনটি গোলের ক্ষেত্রেই অবদান রাখলেন দিমিত্রি পেত্রাতোস ৷ একটি গোল করলেন ও অন্য দু’টি করালেন ৷ পেনাল্টি থেকে গোলটির পরে ফের দেখা গেল বন্দুক চালানোর ভঙ্গিমায় সেলিব্রেশন ৷ দিমিত্রি বলেছেন, "লিস্টন, কামিংসরা ওই রকম উৎসবের পরে আমিও নিজেকে ধরে রাখতে পারিনি ৷"

তাঁর নিজের ভাবনাও স্পষ্ট, লিগ শিল্ড জয় ৷ তাঁর কথায়, "আমি গোল করে দলকে লিগ শিল্ড জেতাতে চাই ৷ আমরা এখন লিগের শীর্ষে রয়েছি ৷ সামনে বেশ কতগুলি কঠিন ম্যাচ রয়েছে ৷ লিগ শিল্ড জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী ৷ আশা করি এই মরশুমে শিল্ড জয় করতে পারব ৷"

প্রথমার্ধে ইস্টবেঙ্গলের ওপর স্টিমরোলার চালানোর পরে দ্বিতীয়ার্ধে মোহনবাগান খোলসে ঢুকে যায় ৷ ছন্দ পতনের কারণ কি অতিরিক্ত আত্মবিশ্বাস ? হাবাস গোপন করছেন না ৷ বলছেন, "কিছুটা তো আত্মতুষ্ট হয়ে পড়েছিলাম ৷ দ্বিতীয়ার্ধে এই কারণেই ইস্টবেঙ্গল অনেকটাই খেলায় ফিরে আসে ৷ আমাদের ধারাবাহিকতা রাখা উচিত ছিল ৷"

লিগ শিল্ডের দিকে কি অনেকটাই এগিয়ে গেছেন ? এই প্রশ্নে হাবাস বলেন, "আমাদের বুধবার কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে খেলা রয়েছে ৷ আপাতত সে দিকেই মনোনিবেশ করছি ৷ ম্যাচ ধরে ধরে এগোতে চাই ৷" কোচ যখন সাবধানতার মোড়কে ধাপে ধাপে এগোনোর কথা বলছেন, তখন শুভাশিস বসু, দিমিত্রি পেত্রাতোস, লিস্টন কোলাসোদের মুখে অধরা লিগ শিল্ড জয়ের কথা ৷

মোহনবাগান সুপার জায়ান্টের এই মুহূর্তে 17 ম্যাচে 36 পয়েন্ট ৷ তাদের থেকে একম্যাচ বেশি খেলে মুম্বই সিটি এফসি-র পয়েন্টও 36 ৷ কিন্তু, গোলের ব্যবধানে এগিয়ে থাকার সুবাদে সবুজ-মেরুন ক্লাব একনম্বরে ৷ মোহনবাগানের গোল ব্যবধান 15 ও মুম্বই সিটি এফসি-র 14 ৷

আরও পড়ুন:

  1. 'দ্বিতীয় গোলটা এলে ফলাফল অন্য হতে পারত', এখনও প্লে-অফের আশা আঁকড়ে কুয়াদ্রাত
  2. ডার্বি শেষ হতেই বিশৃঙ্খলা যুবভারতীতে, রাস্তায় হাঁটছেন হাজার হাজার সমর্থক
  3. হাবাসের টোটকায় দুরন্ত বাগান, পেত্রাতোসদের ফুটবলে যুবভারতী ফের মোহনভারতী

লিগ শিল্ডের বদলে হাবাসের ভাবনায় কেরালা ব্লাস্টার্স

কলকাতা, 11 মার্চ: মোহনবাগানের জনগর্জনে স্তব্ধ ইস্টবেঙ্গল ৷ প্রায় মধ্যরাতে বাইপাসে বাড়ি ফেরার জন্য গাড়ি মিলছে না ৷ যেসব গাড়ি গন্তব্যে পৌঁছে দিতে রাজি, তারা আকাশ ছোঁয়া ভাড়া হাঁকছে ৷ সবুজ-মেরুন সমর্থকরা অবশ্য তাতেই রাজি ৷ কারণ ডার্বিতে তারা জয়ী ৷ মোহনবাগান সুপার জায়ান্ট এখন 36 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে এক নম্বরে ৷ লিগ শিল্ড জয়ের দৌড়ে ফিরে এসেছে গঙ্গাপারের ক্লাব ৷

জুয়ান ফেরান্দোর ছেড়ে যাওয়া দলকে গত এক মাসে নতুন সঞ্জীবনী মন্ত্রে চাঙ্গা করেছেন আন্তেনিও লোপেজ হাবাস ৷ রবিবাসরীয় রাতের ডার্বিতে অপরাজিত রইলেন স্প্যানিশ কোচ ৷ সমর্থকরা বছর 67’র বৃদ্ধের ফুটবল বুদ্ধিতে মুগ্ধ ৷ তাদের কাছে স্প্যানিশ ভদ্রলোক যেন জাদুকর ৷ তবে, সাফল্যের চূড়ায় পৌঁছেও নির্লিপ্তের চাদরে নিজেকে মুড়ে রেখেছেন সবুজ-মেরুন কোচ ৷ কারণ, ডার্বি জয়ের পর সাংবাদিক বৈঠকেও হাবাস পরের ম্যাচ নিয়েই শুধু ভাবছেন ৷ শীর্ষে শেষ করে লিগ শিল্ড জয়ের পরিকল্পনা মাথাতেই রাখছেন না তিনি ৷

ম্যাচের প্রথমার্ধে ক্লেটন সিলভার পেনাল্টি দূরন্ত ডাইভে বাঁচান মোহনবাগান সুপার জায়ান্ট গোলরক্ষক বিশাল কাইথ ৷ ওটাই কি ম্যাচের মোড় ঘোরানো মুহূর্ত ? হাবাস বলছেন, "ওই পেনাল্টি বাঁচানোর পর যে রকমভাবে দল ঘুরে দাঁড়িয়েছে, তা সত্যিই প্রশংসনীয় ৷" তিনটি গোলের ক্ষেত্রেই অবদান রাখলেন দিমিত্রি পেত্রাতোস ৷ একটি গোল করলেন ও অন্য দু’টি করালেন ৷ পেনাল্টি থেকে গোলটির পরে ফের দেখা গেল বন্দুক চালানোর ভঙ্গিমায় সেলিব্রেশন ৷ দিমিত্রি বলেছেন, "লিস্টন, কামিংসরা ওই রকম উৎসবের পরে আমিও নিজেকে ধরে রাখতে পারিনি ৷"

তাঁর নিজের ভাবনাও স্পষ্ট, লিগ শিল্ড জয় ৷ তাঁর কথায়, "আমি গোল করে দলকে লিগ শিল্ড জেতাতে চাই ৷ আমরা এখন লিগের শীর্ষে রয়েছি ৷ সামনে বেশ কতগুলি কঠিন ম্যাচ রয়েছে ৷ লিগ শিল্ড জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী ৷ আশা করি এই মরশুমে শিল্ড জয় করতে পারব ৷"

প্রথমার্ধে ইস্টবেঙ্গলের ওপর স্টিমরোলার চালানোর পরে দ্বিতীয়ার্ধে মোহনবাগান খোলসে ঢুকে যায় ৷ ছন্দ পতনের কারণ কি অতিরিক্ত আত্মবিশ্বাস ? হাবাস গোপন করছেন না ৷ বলছেন, "কিছুটা তো আত্মতুষ্ট হয়ে পড়েছিলাম ৷ দ্বিতীয়ার্ধে এই কারণেই ইস্টবেঙ্গল অনেকটাই খেলায় ফিরে আসে ৷ আমাদের ধারাবাহিকতা রাখা উচিত ছিল ৷"

লিগ শিল্ডের দিকে কি অনেকটাই এগিয়ে গেছেন ? এই প্রশ্নে হাবাস বলেন, "আমাদের বুধবার কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে খেলা রয়েছে ৷ আপাতত সে দিকেই মনোনিবেশ করছি ৷ ম্যাচ ধরে ধরে এগোতে চাই ৷" কোচ যখন সাবধানতার মোড়কে ধাপে ধাপে এগোনোর কথা বলছেন, তখন শুভাশিস বসু, দিমিত্রি পেত্রাতোস, লিস্টন কোলাসোদের মুখে অধরা লিগ শিল্ড জয়ের কথা ৷

মোহনবাগান সুপার জায়ান্টের এই মুহূর্তে 17 ম্যাচে 36 পয়েন্ট ৷ তাদের থেকে একম্যাচ বেশি খেলে মুম্বই সিটি এফসি-র পয়েন্টও 36 ৷ কিন্তু, গোলের ব্যবধানে এগিয়ে থাকার সুবাদে সবুজ-মেরুন ক্লাব একনম্বরে ৷ মোহনবাগানের গোল ব্যবধান 15 ও মুম্বই সিটি এফসি-র 14 ৷

আরও পড়ুন:

  1. 'দ্বিতীয় গোলটা এলে ফলাফল অন্য হতে পারত', এখনও প্লে-অফের আশা আঁকড়ে কুয়াদ্রাত
  2. ডার্বি শেষ হতেই বিশৃঙ্খলা যুবভারতীতে, রাস্তায় হাঁটছেন হাজার হাজার সমর্থক
  3. হাবাসের টোটকায় দুরন্ত বাগান, পেত্রাতোসদের ফুটবলে যুবভারতী ফের মোহনভারতী
Last Updated : Mar 11, 2024, 5:47 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.