ETV Bharat / sports

হতাশার মাঝে বাগানে উৎকণ্ঠা রদ্রিগেজকে নিয়ে, কতটা গুরুতর চোট? - ALBERTO RODRIGUEZ INJURY - ALBERTO RODRIGUEZ INJURY

INJURY CONCERN FOR MOHUN BAGAN: ডুরান্ড ফাইনালে হতাশার মাঝেই আইএসএলের ভাবনা ঢুকে পড়েছে মোহনবাগান শিবিরে ৷ চিন্তা বাড়িয়েছে শনিবার ফাইনালে স্প্যানিশ ডিফেন্ডার আলবার্তো রদ্রিগেজের চোট ৷ আইএসএলের প্রথম ম্যাচে খেলতে পারবেন তিনি? হাতে এল এমআরআই রিপোর্ট ৷

ALBERTO RODIGUEZ
ফাইল ছবি (ETV Bharat)
author img

By ETV Bharat Sports Team

Published : Sep 1, 2024, 8:47 PM IST

কলকাতা, 1 সেপ্টেম্বর: ডুরান্ড কাপ ফাইনালে হারের হতাশা তো রয়েইছে, মোহনবাগান শিবিরে সেই হতাশা যেন আরও বাড়িয়ে দিয়েছে ডিফেন্ডার আলবার্তো রদ্রিগেজের চোট ৷ অবস্থা এমনই যে, আগামী 13 সেপ্টেম্বর আইএসএলের প্রথম ম্যাচে স্প্যানিশ ডিফেন্ডারকে পাওয়া নিয়ে তৈরি হয়েছে সংশয় ৷ তবে বাগান জনতাকে স্বস্তি দিল ডিফেন্ডারের এমআরআই রিপোর্ট ৷ রবিবার রদ্রিগেজের এমআরআই রিপোর্টে অস্বস্তির কোনও খবর নেই ৷ তবে তিনি মুম্বই সিটি এফসি'র বিরুদ্ধে ওপেনারে নামবেন কি না, তা স্পষ্ট হবে কয়েকদিন বাদেই ৷

রবিবার সকালে রদ্রিগেজের চোটের জায়গার এমআরআই হয়। সেই রিপোর্টে কোনও আশঙ্কার জায়গা নেই। পাশাপাশি সবুজ-মেরুন জনতার জন্য ভালো খবর যে, কাঁধের চোট সারিয়ে ফিট হয়ে উঠেছেন অজি বিশ্বকাপার জেমি ম্যাকলারেন। প্রায় সুস্থ গোলরক্ষক ধীরজ সিংও। যদিও সাইড-ব্যাক আশিক কুরুনিয়ানের ম্যাচ ফিট হওয়ার জন্য আরও সময় দরকার। আইএসএলের প্রথম ম্যাচে তিনি সম্ভবত নেই।

ডুরান্ড কাপ ফাইনালে পরাজয়ের পরে নয়া কোচ হোসে মোলিনার কৌশল নিয়ে সমালোচনা চলছে। দু'গোলে এগিয়ে থাকা অবস্থায় সাহাল আব্দুল সামাদকে পরিবর্তন করতেই ম্যাচের রাশ হারিয়ে ফেলে বাগান। কৌশলগত ভুলের পাশাপাশি বিরতির পর পরিকল্পনা মত খেলতে না-পারার কথা কোচ হোসে মোলিনা স্বীকার করেছেন ম্যাচের পর। যদিও সব ভুলে আইএসএলে মনোসংযোগ করতে চান তিনি। 5 সেপ্টেম্বর থেকে আইএসএলের প্রস্তুতি পুরোদমে শুরু করবে সবুজ-মেরুন। দলের 8 ফুটবলার ভারতীয় দলের প্রতিনিধিত্ব করতে গিয়েছেন। সোমবার লখনউয়ে আয়োজিত হতে চলা বিশেষ ডার্বিতে মুখোমুখি হবে দুই প্রধানের ডেভলপমেন্ট টিম ৷ ফলে প্র্যাকটিসের জন্য বিদেশিরা ছাড়া কেউ নেই। ফলত আগামী কয়েকদিন ছুটি দেওয়া হয়েছে।

মোলিনার চিন্তায় রয়েছে ভারতীয় ফুটবলারদের না-পাওয়া। 9 সেপ্টেম্বর জাতীয় দলের প্রতিনিধিত্ব করে সকলে যোগ দেবেন 10 সেপ্টেম্বর। ফলে মাত্র দু'দিন একসঙ্গে অনুশীলন করে মুম্বই সিটি এফসি'র বিরুদ্ধে নামতে হবে বাগানকে। স্বাভাবিকভাবেই বোঝাপড়া গড়ে তোলা সহজ হবে না। সবমিলিয়ে ডুরান্ড কাপ জিততে না-পারার কাঁটা যেমন রয়েছে, তেমনই ভুলত্রুটি সারিয়ে আইএসএলের প্রথম ম্যাচের আগে দলকে গুছিয়ে নেওয়াই এখন মোলিনার বড় চ্যালেঞ্জ।

কলকাতা, 1 সেপ্টেম্বর: ডুরান্ড কাপ ফাইনালে হারের হতাশা তো রয়েইছে, মোহনবাগান শিবিরে সেই হতাশা যেন আরও বাড়িয়ে দিয়েছে ডিফেন্ডার আলবার্তো রদ্রিগেজের চোট ৷ অবস্থা এমনই যে, আগামী 13 সেপ্টেম্বর আইএসএলের প্রথম ম্যাচে স্প্যানিশ ডিফেন্ডারকে পাওয়া নিয়ে তৈরি হয়েছে সংশয় ৷ তবে বাগান জনতাকে স্বস্তি দিল ডিফেন্ডারের এমআরআই রিপোর্ট ৷ রবিবার রদ্রিগেজের এমআরআই রিপোর্টে অস্বস্তির কোনও খবর নেই ৷ তবে তিনি মুম্বই সিটি এফসি'র বিরুদ্ধে ওপেনারে নামবেন কি না, তা স্পষ্ট হবে কয়েকদিন বাদেই ৷

রবিবার সকালে রদ্রিগেজের চোটের জায়গার এমআরআই হয়। সেই রিপোর্টে কোনও আশঙ্কার জায়গা নেই। পাশাপাশি সবুজ-মেরুন জনতার জন্য ভালো খবর যে, কাঁধের চোট সারিয়ে ফিট হয়ে উঠেছেন অজি বিশ্বকাপার জেমি ম্যাকলারেন। প্রায় সুস্থ গোলরক্ষক ধীরজ সিংও। যদিও সাইড-ব্যাক আশিক কুরুনিয়ানের ম্যাচ ফিট হওয়ার জন্য আরও সময় দরকার। আইএসএলের প্রথম ম্যাচে তিনি সম্ভবত নেই।

ডুরান্ড কাপ ফাইনালে পরাজয়ের পরে নয়া কোচ হোসে মোলিনার কৌশল নিয়ে সমালোচনা চলছে। দু'গোলে এগিয়ে থাকা অবস্থায় সাহাল আব্দুল সামাদকে পরিবর্তন করতেই ম্যাচের রাশ হারিয়ে ফেলে বাগান। কৌশলগত ভুলের পাশাপাশি বিরতির পর পরিকল্পনা মত খেলতে না-পারার কথা কোচ হোসে মোলিনা স্বীকার করেছেন ম্যাচের পর। যদিও সব ভুলে আইএসএলে মনোসংযোগ করতে চান তিনি। 5 সেপ্টেম্বর থেকে আইএসএলের প্রস্তুতি পুরোদমে শুরু করবে সবুজ-মেরুন। দলের 8 ফুটবলার ভারতীয় দলের প্রতিনিধিত্ব করতে গিয়েছেন। সোমবার লখনউয়ে আয়োজিত হতে চলা বিশেষ ডার্বিতে মুখোমুখি হবে দুই প্রধানের ডেভলপমেন্ট টিম ৷ ফলে প্র্যাকটিসের জন্য বিদেশিরা ছাড়া কেউ নেই। ফলত আগামী কয়েকদিন ছুটি দেওয়া হয়েছে।

মোলিনার চিন্তায় রয়েছে ভারতীয় ফুটবলারদের না-পাওয়া। 9 সেপ্টেম্বর জাতীয় দলের প্রতিনিধিত্ব করে সকলে যোগ দেবেন 10 সেপ্টেম্বর। ফলে মাত্র দু'দিন একসঙ্গে অনুশীলন করে মুম্বই সিটি এফসি'র বিরুদ্ধে নামতে হবে বাগানকে। স্বাভাবিকভাবেই বোঝাপড়া গড়ে তোলা সহজ হবে না। সবমিলিয়ে ডুরান্ড কাপ জিততে না-পারার কাঁটা যেমন রয়েছে, তেমনই ভুলত্রুটি সারিয়ে আইএসএলের প্রথম ম্যাচের আগে দলকে গুছিয়ে নেওয়াই এখন মোলিনার বড় চ্যালেঞ্জ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.