ETV Bharat / sports

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস, অর্জুন পুরস্কারপ্রাপ্ত খেলোয়াড়ের বিরুদ্ধে এফআইআর

FIR Against Arjuna Awardee National Hockey Player: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে পাঁচবছর ধরে শারীরিক সম্পর্ক তৈরি ও পরবর্তীতে প্রতারণার অভিযোগ উঠল অলিম্পিক পদকজয়ী জাতীয় হকি দলের খেলোয়াড়ের বিরুদ্ধে ৷ বেঙ্গালুরুর জনভারতী পুলিশ স্টেশনে ওই খেলোয়াড়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন মহিলা ভলিবল খেলোয়াড় ৷

ETV BHARAT
ETV BHARAT
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 6, 2024, 12:34 PM IST

বেঙ্গালুরু, 6 ফেব্রুয়ারি: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে পাঁচ বছর ধরে শারীরিক সম্পর্ক তৈরি ও পরবর্তী সময়ে প্রতারণার অভিযোগ উঠল ভারতীয় হকি দলের ডিফেন্ডারের বিরুদ্ধে ৷ অভিযুক্ত হকি খেলোয়াড়, অর্জুন পুরস্কার প্রাপ্ত বরুণ কুমারের বিরুদ্ধে বেঙ্গালুরুর জনভারতী থানায় অভিযোগ দায়ের করেছেন এক যুবতী ৷ জানা গিয়েছে, অভিযোগকারী যুবতী ভারতের ভলিবল খেলোয়াড় ৷ গত 2019 সাল থেকে দু’জনের মধ্যে সম্পর্ক ৷ অভিযোগ সম্প্রতি বরুণ তাঁর সঙ্গে যোগাযোগ বন্ধ করে দিয়েছেন ৷

পুলিশে দায়ের অভিযোগে মহিলা ভলিবল খেলোয়াড় জানিয়েছেন, 2016-17 সালে থেকে তিনি স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া বা সাইয়ের সাউথ ডিভিশনে ট্রেনিংয়ের সুযোগ পান ৷ সেই সময় তাঁর বয়স ছিল 17 বছর ৷ তখনই বরুণ কুমারের সঙ্গে তাঁর পরিচয় হয় ৷ 2 বছর পর 2019 সালে বরুণ তাঁকে প্রেমের প্রস্তাব দেন ৷ সেই থেকেই দু’জনের মধ্যে সম্পর্ক তৈরি হয় ৷ যুবতী অভিযোগে জানিয়েছেন, ওই বছরেই অভিযুক্ত হকি খেলোয়াড় তাঁকে জয়নগরে নিয়ে যান ডিনারের জন্য ৷

অভিযোগ সেখানেই প্রথমবার তাঁর সঙ্গে একপ্রকার জোর করেই শারীরিক সম্পর্ক তৈরি করেন বরুণ কুমার ৷ সেই সময় যুবতীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছেন হকি খেলোয়াড় ৷ এর দীর্ঘ পাঁচবছরের সম্পর্কে তাঁরা একাধিকবার কাছাকাছি এসেছেন ৷ অভিযোগকারী মহিলা ভলিবল খেলোয়াড় জানিয়েছেন, এই সময়ের মধ্যে বরুণের আচরণে কোনও অস্বাভাবিকতা ছিল না ৷ এমনকী প্রতারণা করতে পারেন, এমন কোনও আচরণ বরুণের মধ্যে লক্ষ্য করেননি তিনি ৷

একবছর আগে অভিযোগকারী ভলিবল খেলোয়াড়ের বাবা মারা যান ৷ সেই সময় বরুণ তাঁর বাড়িতেও আসেন ৷ কিন্তু, তার পর থেকেই বরুণের আচরণে বদল আসে ৷ দূরত্ব বাড়াতে থাকেন তিনি ৷ সাম্প্রতিক সময়ে বরুণ অভিযোগকারীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেন বলে অভিযোগ ৷ তাঁর ফোন ধরা দূর, মেসেজের উত্তরও দেন না ৷ একাধিকবার দেখা করার চেষ্টা করেও, ব্যর্থ হন ৷ তার পরেই বরুণ কুমারের বিরুদ্ধে বেঙ্গালুরুর জনভারতী থানায় বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্ক তৈরি ও পরবর্তীতে প্রতারণার অভিযোগ দায়ের করছেন মহিলা ভলিবল খেলোয়াড় ৷

উল্লেখ্য, 2017 সালে জাতীয় হকি দলে সুযোগ পান হিমাচল প্রদেশের খেলোয়াড় বরুণ কুমার ৷ ভারতীয় দলে ডিফেন্স পজিশনে খেলেন তিনি ৷ 2022 বার্মিংহ্যাম কমনওয়েলথে রুপো, 2022 এশিয়াডে সোনা ও 2020 টোকিয়ো অলিম্পিক গেমসে ব্রোঞ্জজয়ী ভারতীয় হকি দলের সদস্য ছিলেন তিনি ৷ 2021 সালে ভারত সরকার তাঁকে অর্জুন পুরস্কারে সম্মানিত করেছে ৷

আরও পড়ুন:

  1. দানি আলভেজের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ, বার্সেলোনার আদালতে শুনানি সোমবার
  2. বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস, 23 সপ্তাহের অন্তঃসত্ত্বা যুবতির গর্ভপাতের নির্দেশ হাইকোর্টের
  3. পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়কের বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে যৌন নির্যাতনের অভিযোগ

বেঙ্গালুরু, 6 ফেব্রুয়ারি: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে পাঁচ বছর ধরে শারীরিক সম্পর্ক তৈরি ও পরবর্তী সময়ে প্রতারণার অভিযোগ উঠল ভারতীয় হকি দলের ডিফেন্ডারের বিরুদ্ধে ৷ অভিযুক্ত হকি খেলোয়াড়, অর্জুন পুরস্কার প্রাপ্ত বরুণ কুমারের বিরুদ্ধে বেঙ্গালুরুর জনভারতী থানায় অভিযোগ দায়ের করেছেন এক যুবতী ৷ জানা গিয়েছে, অভিযোগকারী যুবতী ভারতের ভলিবল খেলোয়াড় ৷ গত 2019 সাল থেকে দু’জনের মধ্যে সম্পর্ক ৷ অভিযোগ সম্প্রতি বরুণ তাঁর সঙ্গে যোগাযোগ বন্ধ করে দিয়েছেন ৷

পুলিশে দায়ের অভিযোগে মহিলা ভলিবল খেলোয়াড় জানিয়েছেন, 2016-17 সালে থেকে তিনি স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া বা সাইয়ের সাউথ ডিভিশনে ট্রেনিংয়ের সুযোগ পান ৷ সেই সময় তাঁর বয়স ছিল 17 বছর ৷ তখনই বরুণ কুমারের সঙ্গে তাঁর পরিচয় হয় ৷ 2 বছর পর 2019 সালে বরুণ তাঁকে প্রেমের প্রস্তাব দেন ৷ সেই থেকেই দু’জনের মধ্যে সম্পর্ক তৈরি হয় ৷ যুবতী অভিযোগে জানিয়েছেন, ওই বছরেই অভিযুক্ত হকি খেলোয়াড় তাঁকে জয়নগরে নিয়ে যান ডিনারের জন্য ৷

অভিযোগ সেখানেই প্রথমবার তাঁর সঙ্গে একপ্রকার জোর করেই শারীরিক সম্পর্ক তৈরি করেন বরুণ কুমার ৷ সেই সময় যুবতীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছেন হকি খেলোয়াড় ৷ এর দীর্ঘ পাঁচবছরের সম্পর্কে তাঁরা একাধিকবার কাছাকাছি এসেছেন ৷ অভিযোগকারী মহিলা ভলিবল খেলোয়াড় জানিয়েছেন, এই সময়ের মধ্যে বরুণের আচরণে কোনও অস্বাভাবিকতা ছিল না ৷ এমনকী প্রতারণা করতে পারেন, এমন কোনও আচরণ বরুণের মধ্যে লক্ষ্য করেননি তিনি ৷

একবছর আগে অভিযোগকারী ভলিবল খেলোয়াড়ের বাবা মারা যান ৷ সেই সময় বরুণ তাঁর বাড়িতেও আসেন ৷ কিন্তু, তার পর থেকেই বরুণের আচরণে বদল আসে ৷ দূরত্ব বাড়াতে থাকেন তিনি ৷ সাম্প্রতিক সময়ে বরুণ অভিযোগকারীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেন বলে অভিযোগ ৷ তাঁর ফোন ধরা দূর, মেসেজের উত্তরও দেন না ৷ একাধিকবার দেখা করার চেষ্টা করেও, ব্যর্থ হন ৷ তার পরেই বরুণ কুমারের বিরুদ্ধে বেঙ্গালুরুর জনভারতী থানায় বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্ক তৈরি ও পরবর্তীতে প্রতারণার অভিযোগ দায়ের করছেন মহিলা ভলিবল খেলোয়াড় ৷

উল্লেখ্য, 2017 সালে জাতীয় হকি দলে সুযোগ পান হিমাচল প্রদেশের খেলোয়াড় বরুণ কুমার ৷ ভারতীয় দলে ডিফেন্স পজিশনে খেলেন তিনি ৷ 2022 বার্মিংহ্যাম কমনওয়েলথে রুপো, 2022 এশিয়াডে সোনা ও 2020 টোকিয়ো অলিম্পিক গেমসে ব্রোঞ্জজয়ী ভারতীয় হকি দলের সদস্য ছিলেন তিনি ৷ 2021 সালে ভারত সরকার তাঁকে অর্জুন পুরস্কারে সম্মানিত করেছে ৷

আরও পড়ুন:

  1. দানি আলভেজের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ, বার্সেলোনার আদালতে শুনানি সোমবার
  2. বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস, 23 সপ্তাহের অন্তঃসত্ত্বা যুবতির গর্ভপাতের নির্দেশ হাইকোর্টের
  3. পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়কের বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে যৌন নির্যাতনের অভিযোগ
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.