ETV Bharat / sports

চোটে মরশুম শেষ পার্দোর, লাল-হলুদে এলেন মেসি-রোনাল্ডোর বিরুদ্ধে খেলা সার্বিয়ান ডিফেন্ডার

East Bengal New Signing: আইএসএলের দ্বিতীয় পর্বের শুরুতেই ছিটকে গেলেন আন্তোনিও পার্দো। চলতি মরশুমে তাঁর ফিরে আসার আর সম্ভাবনা নেই তাঁর। পরিবর্তে লাল-হলুদে এলে নয়া সার্বিয়ান ডিফেন্ডার আলেকাজান্ডার প্যান্টিচ ৷

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 15, 2024, 7:47 PM IST

কলকাতা, 15 ফেব্রুয়ারি: সুপার কাপ জয়ের পরে সমস্যার আবর্তে ইস্টবেঙ্গল। আইএসএলের দ্বিতীয় পর্ব শুরু হওয়ার পর থেকেই সমস্যাগুলো যেন তীব্র থেকে তীব্রতর হচ্ছে। জর্ডন এলসে ডুরান্ড কাপ ফাইনালে চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন। সেই স্মৃতি উসকেই আইএসএলের দ্বিতীয় পর্বের শুরুতেই ছিটকে গেলেন আরও এক ডিফেন্ডার আন্তোনিও পার্দো। চলতি মরশুমে তাঁর ফিরে আসার আর সম্ভাবনা নেই। ফলত ইস্টবেঙ্গল জার্সিতে ছোট্ট স্পেল শেষ হল স্প্যানিশ ফুটবলারের। পরিবর্তে লাল-হলুদে এলে নয়া সার্বিয়ান ডিফেন্ডার আলেকাজান্ডার প্যান্টিচ ৷

বৃহস্পতিবার সরকারিভাবে স্প্যানিশ মিডফিল্ডারকে ছেড়ে দেওয়ার কিছুক্ষণের মধ্যেই নয়া ডিফেন্ডারের নামও সরকারিভাবে জানিয়ে দেওয়া হল ৷ প্রাথমিকভাবে নর্থ-ইস্ট ম্যাচে পাওয়া পার্দোর চোট খুব একটা গুরুতর বলে মনে হয়নি। পরবর্তীতে রিপোর্ট সামনে আসতেই সমস্যা যে গভীর, তা বোঝা যায়। চলতি আইএসএলে আরও ন'টি ম্যাচ বাকি। এই অবস্থায় পার্দোকে পাওয়া যাবে না বুঝতে পেরেই রিলিজ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় দ্রুত। কোচ কার্লেস কুয়াদ্রাত জানিয়েছেন, পার্দো চ্যাম্পিয়ন ফুটবলার। সুপার কাপ জয়ে গুরুত্বপূর্ন ভূমিকা পালন করেছে। কিন্তু নর্থ-ইস্ট ইউনাইটেড ম্যাচে চোট তাঁকে বাকি মরশুমের জন্য ছিটকে দিল।

স্প্যানিয়ার্ডকে ছেড়ে পরিবর্ত হিসেবে সার্বিয়ার ডিফেন্ডার আলেকজান্ডার প্যান্টিচের নাম ঘোষণা করা হল। ভিলারিয়াল,রেড স্টার বেলগ্রেড, ডায়নামো কিয়েভের মত ইউরোপের প্রথমসারির বিভিন্ন ক্লাবে খেলার অভিজ্ঞতা রয়েছে প্যান্টিচের। মহাদেশীয় বিভিন্ন টুর্নামেন্টে খেলেছেন লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, গ্যারেথ বেল, লুইস সুয়ারেজদের মত তারকাদের বিরুদ্ধে ৷ সার্বিয়ার অনূর্ধ্ব-19 এবং অনূর্ধ্ব-21 জাতীয় দলেও প্রতিনিধিত্ব করেছেন লাল-হলুদের নয়া বিদেশি ৷

স্পেন-ইউক্রেন-পোল্যান্ড-সাইপ্রাসে খেলার অভিজ্ঞতা সম্পন্ন আলেকজাণ্ডার জানিয়েছেন, তিনি নিজে নতুন চ্যালেঞ্জ নেওয়ার জন্য মুখিয়ে রয়েছেন। সমর্থকদের খুশি করতে নিজেকে উজাড় করে দিতে চান। পার্দোর ছিটকে যাওয়া এবং আলেজান্ডার প্যান্টিচের যোগদানের খবরের মধ্যে সুখবর যে, সউল ক্রেসপোর চোট গুরুতর নয়। 19 ফেব্রুয়ারি স্পেন থেকে ফিরে দলের সঙ্গে যোগ দেবেন তিনি।

আরও পড়ুন:

  1. পেত্রাতোসের গোলে হাবাসের 'মিশন গোয়া' সফল, প্রথম তিনে সবুজ-মেরুন
  2. মুম্বইয়ের কাছেও হার, নামতে নামতে দশে বিবর্ণ লাল-হলুদ
  3. ইস্টবেঙ্গলে 3-4 মাসের জন্য মজা করতে আসেননি, অকপট ভাসকুয়েজ

কলকাতা, 15 ফেব্রুয়ারি: সুপার কাপ জয়ের পরে সমস্যার আবর্তে ইস্টবেঙ্গল। আইএসএলের দ্বিতীয় পর্ব শুরু হওয়ার পর থেকেই সমস্যাগুলো যেন তীব্র থেকে তীব্রতর হচ্ছে। জর্ডন এলসে ডুরান্ড কাপ ফাইনালে চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন। সেই স্মৃতি উসকেই আইএসএলের দ্বিতীয় পর্বের শুরুতেই ছিটকে গেলেন আরও এক ডিফেন্ডার আন্তোনিও পার্দো। চলতি মরশুমে তাঁর ফিরে আসার আর সম্ভাবনা নেই। ফলত ইস্টবেঙ্গল জার্সিতে ছোট্ট স্পেল শেষ হল স্প্যানিশ ফুটবলারের। পরিবর্তে লাল-হলুদে এলে নয়া সার্বিয়ান ডিফেন্ডার আলেকাজান্ডার প্যান্টিচ ৷

বৃহস্পতিবার সরকারিভাবে স্প্যানিশ মিডফিল্ডারকে ছেড়ে দেওয়ার কিছুক্ষণের মধ্যেই নয়া ডিফেন্ডারের নামও সরকারিভাবে জানিয়ে দেওয়া হল ৷ প্রাথমিকভাবে নর্থ-ইস্ট ম্যাচে পাওয়া পার্দোর চোট খুব একটা গুরুতর বলে মনে হয়নি। পরবর্তীতে রিপোর্ট সামনে আসতেই সমস্যা যে গভীর, তা বোঝা যায়। চলতি আইএসএলে আরও ন'টি ম্যাচ বাকি। এই অবস্থায় পার্দোকে পাওয়া যাবে না বুঝতে পেরেই রিলিজ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় দ্রুত। কোচ কার্লেস কুয়াদ্রাত জানিয়েছেন, পার্দো চ্যাম্পিয়ন ফুটবলার। সুপার কাপ জয়ে গুরুত্বপূর্ন ভূমিকা পালন করেছে। কিন্তু নর্থ-ইস্ট ইউনাইটেড ম্যাচে চোট তাঁকে বাকি মরশুমের জন্য ছিটকে দিল।

স্প্যানিয়ার্ডকে ছেড়ে পরিবর্ত হিসেবে সার্বিয়ার ডিফেন্ডার আলেকজান্ডার প্যান্টিচের নাম ঘোষণা করা হল। ভিলারিয়াল,রেড স্টার বেলগ্রেড, ডায়নামো কিয়েভের মত ইউরোপের প্রথমসারির বিভিন্ন ক্লাবে খেলার অভিজ্ঞতা রয়েছে প্যান্টিচের। মহাদেশীয় বিভিন্ন টুর্নামেন্টে খেলেছেন লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, গ্যারেথ বেল, লুইস সুয়ারেজদের মত তারকাদের বিরুদ্ধে ৷ সার্বিয়ার অনূর্ধ্ব-19 এবং অনূর্ধ্ব-21 জাতীয় দলেও প্রতিনিধিত্ব করেছেন লাল-হলুদের নয়া বিদেশি ৷

স্পেন-ইউক্রেন-পোল্যান্ড-সাইপ্রাসে খেলার অভিজ্ঞতা সম্পন্ন আলেকজাণ্ডার জানিয়েছেন, তিনি নিজে নতুন চ্যালেঞ্জ নেওয়ার জন্য মুখিয়ে রয়েছেন। সমর্থকদের খুশি করতে নিজেকে উজাড় করে দিতে চান। পার্দোর ছিটকে যাওয়া এবং আলেজান্ডার প্যান্টিচের যোগদানের খবরের মধ্যে সুখবর যে, সউল ক্রেসপোর চোট গুরুতর নয়। 19 ফেব্রুয়ারি স্পেন থেকে ফিরে দলের সঙ্গে যোগ দেবেন তিনি।

আরও পড়ুন:

  1. পেত্রাতোসের গোলে হাবাসের 'মিশন গোয়া' সফল, প্রথম তিনে সবুজ-মেরুন
  2. মুম্বইয়ের কাছেও হার, নামতে নামতে দশে বিবর্ণ লাল-হলুদ
  3. ইস্টবেঙ্গলে 3-4 মাসের জন্য মজা করতে আসেননি, অকপট ভাসকুয়েজ
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.