ETV Bharat / sports

সত্যি হল জল্পনা, ভারতীয় ফুটবলে 'স্টিম্যাচ' অধ্যায়ের অবসান - Igor Stimac Sacked - IGOR STIMAC SACKED

Igor Stimac: জল্পনার অবসান ৷ ভারতীয় ফুটবল দলের কোচ ইগর স্টিম্যাচকে বিদায় জানানোর সিদ্ধান্ত নিলেন ৷ এআইএফএফ-এর সহসভাপতি এনএ হ্যারিসের নেতৃত্বে একটি ভার্চুয়াল বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয় ৷

Igor Stimac
ইগর স্টিম্যাচ (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jun 17, 2024, 10:31 PM IST

নয়াদিল্লি, 17 জুন: প্রাক বিশ্বকাপে ব্যর্থতার দায়ে চাকরি গেল ইগর স্টিম্যাচের। পাঁচ বছর ধরে ভারতীয় ফুটবল দলের দায়িত্ব সামলানোর পরে তাঁকে সরিয়ে দেওয়া হল। সাফল্য ব্যর্থতা ইগর স্টিম্যাচের আমলে দু'টোই সমানভাবে এসেছে ভারতীয় ফুটবলে। 2019 সালে সুনীল ছেত্রীদের কোচ হিসেবে নিযুক্ত করেছিল এআইএফএফ। ক্রোয়েশিয়ার জাতীয় দলের এই কোচকে উপযুক্ত বলে মনে করেছিল ফেডারেশন। কিন্তু সময় যত গড়িয়েছে সাফল্য ব্যর্থতা পাশাপাশি হেঁটেছে ভারতীয় ফুটবলে।

সাফ চ্যাম্পিয়নশিপ, ইন্টার কন্টিনেন্টাল ট্রাই নেশন সিরিজে ভারত সফল। কিন্তু এএফসি এশিয়ান কাপ কিংবা বিশ্বকাপের যোগ্যতা অর্জনকারী পর্বের ম্যাচগুলিতে ভারত ব্যর্থ। প্রাক বিশ্বকাপে তৃতীয় রাউন্ডে পৌঁছতে না-পারলে ইগর স্টিম্যাচের চাকরি যাবে ঠিক ছিল। এরপর কোচকে সরাতে বিরাট পরিমান অর্থদণ্ড দিতে হবে এই ছবিটা সামনে আসে। কিন্তু সবকিছু দেখে এবং বিবেচনা করে ভারতীয় দলের কোচের পদ থেকে ইগর স্টিম্যাচকে ছেঁটে ফেলল সর্ব ভারতীয় ফুটবল ফেডারেশন।

এআইএফএফ-এর সহসভাপতি এনএ হ্যারিসের নেতৃত্বে একটি ভার্চুয়াল বৈঠক করেন ফেডারেশনের সিনিয়র আধিকারিকরা। হ্যারিসের পাশাপাশি এই বৈঠকে উপস্থিত ছিলেন ফিনান্স কমিটির চেয়ারপার্সেন মেনলা ইথিনপা, কম্পিটিশন কমিটির চেয়ারপার্সেন অনিলকুমার প্রভাকরন ৷ আরও ছিলেন এআইএফএফ-এর টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান আইএম বিজয়ন, টেকটিক্যাল কমিটির সদস্য ক্লাইম্যাক্স লরেন্স এবং কার্যনির্বাহী সচিব এম সত্য নারায়ণ।

এই বৈঠকেই ভাগ্য নির্ধারণ হয়ে যায় স্টিম্যাচের। এআইএফএফ-এর আধিকারিকরা সর্ব সম্মতক্রমে সিদ্ধান্ত নেন জাতীয় দলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নতুন প্রশিক্ষকের প্রয়োজন। চুক্তি ছেদের কথা স্টিম্যাচের কাছে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে।

নয়াদিল্লি, 17 জুন: প্রাক বিশ্বকাপে ব্যর্থতার দায়ে চাকরি গেল ইগর স্টিম্যাচের। পাঁচ বছর ধরে ভারতীয় ফুটবল দলের দায়িত্ব সামলানোর পরে তাঁকে সরিয়ে দেওয়া হল। সাফল্য ব্যর্থতা ইগর স্টিম্যাচের আমলে দু'টোই সমানভাবে এসেছে ভারতীয় ফুটবলে। 2019 সালে সুনীল ছেত্রীদের কোচ হিসেবে নিযুক্ত করেছিল এআইএফএফ। ক্রোয়েশিয়ার জাতীয় দলের এই কোচকে উপযুক্ত বলে মনে করেছিল ফেডারেশন। কিন্তু সময় যত গড়িয়েছে সাফল্য ব্যর্থতা পাশাপাশি হেঁটেছে ভারতীয় ফুটবলে।

সাফ চ্যাম্পিয়নশিপ, ইন্টার কন্টিনেন্টাল ট্রাই নেশন সিরিজে ভারত সফল। কিন্তু এএফসি এশিয়ান কাপ কিংবা বিশ্বকাপের যোগ্যতা অর্জনকারী পর্বের ম্যাচগুলিতে ভারত ব্যর্থ। প্রাক বিশ্বকাপে তৃতীয় রাউন্ডে পৌঁছতে না-পারলে ইগর স্টিম্যাচের চাকরি যাবে ঠিক ছিল। এরপর কোচকে সরাতে বিরাট পরিমান অর্থদণ্ড দিতে হবে এই ছবিটা সামনে আসে। কিন্তু সবকিছু দেখে এবং বিবেচনা করে ভারতীয় দলের কোচের পদ থেকে ইগর স্টিম্যাচকে ছেঁটে ফেলল সর্ব ভারতীয় ফুটবল ফেডারেশন।

এআইএফএফ-এর সহসভাপতি এনএ হ্যারিসের নেতৃত্বে একটি ভার্চুয়াল বৈঠক করেন ফেডারেশনের সিনিয়র আধিকারিকরা। হ্যারিসের পাশাপাশি এই বৈঠকে উপস্থিত ছিলেন ফিনান্স কমিটির চেয়ারপার্সেন মেনলা ইথিনপা, কম্পিটিশন কমিটির চেয়ারপার্সেন অনিলকুমার প্রভাকরন ৷ আরও ছিলেন এআইএফএফ-এর টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান আইএম বিজয়ন, টেকটিক্যাল কমিটির সদস্য ক্লাইম্যাক্স লরেন্স এবং কার্যনির্বাহী সচিব এম সত্য নারায়ণ।

এই বৈঠকেই ভাগ্য নির্ধারণ হয়ে যায় স্টিম্যাচের। এআইএফএফ-এর আধিকারিকরা সর্ব সম্মতক্রমে সিদ্ধান্ত নেন জাতীয় দলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নতুন প্রশিক্ষকের প্রয়োজন। চুক্তি ছেদের কথা স্টিম্যাচের কাছে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.