ETV Bharat / sports

নির্বাসিত আনোয়ার, সই করিয়ে চরম শাস্তি ইস্টবেঙ্গলের - ANWAR ALI BANNED

PSC IMPOSED BAN ON ANWAR ALI AND EAST BENGAL: অন্যায্য উপায়ে মোহনবাগানের সঙ্গে চুক্তি ভেঙে চার মাস নির্বাসিত হলেন আনোয়ার আলি ৷ সঙ্গে চরম শাস্তির মুখে পড়ল ইস্টবেঙ্গল ৷ বাদ গেল না আনোয়ারের পেরেন্ট ক্লাব দিল্লি এফসি'ও ৷

PSC IMPOSED BAN ON ANWAR ALI
নির্বাসিত আনোয়ার (ETV Bharat)
author img

By ETV Bharat Sports Team

Published : Sep 10, 2024, 12:08 PM IST

কলকাতা, 10 সেপ্টেম্বর: আনোয়ার আলিকে ইস্টবেঙ্গলে সই করতে বাধা না-দিলেও মোহনবাগানের সঙ্গে ফুটবলারের চুক্তি ছিন্ন হওয়ার বিষয়টি যে নিয়মের পরিপন্থী ছিল, তা আগেই জানিয়েছিল ফেডারেশনের প্লেয়ার স্ট্যাটাস কমিটি ৷ ফলত অপেক্ষা করছিল জরিমানা এবং নির্বাসন ৷ কিন্তু শাস্তি কিংবা জরিমানা যে এতটা সাঙ্ঘাতিক হবে, তা হয়তো ভাবেনি ইস্টবেঙ্গল কিংবা আনোয়ার আলি ৷ মঙ্গলবার অন্যায্য উপায়ে মোহনবাগানের সঙ্গে চুক্তি ভেঙে চার মাস নির্বাসিত হলেন আনোয়ার আলি ৷ সঙ্গে চরম শাস্তির মুখে পড়ল ইস্টবেঙ্গল ৷ বাদ গেল না আনোয়ারের পেরেন্ট ক্লাব দিল্লি এফসি'ও ৷

ফেডারেশনের প্লেয়ার স্ট্য়াটাস কমিটি যে শাস্তির ঘোষণা আজ করেছে তাতে আনোয়ারকে নির্বাসনের পাশাপাশি ইস্টবেঙ্গল ও দিল্লি এফসি'কে পরবর্তী দু'টি ট্রান্সফার উইন্ডোতে ব্য়ান করেছে পিএসসি ৷ অর্থাৎ, আগামী জানুয়ারিতে এবং পরবর্তী সামার ট্রান্সফার উইন্ডোতে কোনও নতুন ফুটবলারকে দলে নিতে পারবে এই দুই ক্লাব ৷ এখানেই শেষ নয় ৷ আনোয়ার, দিল্লি এফসি এবং ইস্টবেঙ্গলকে মিলে বড় অঙ্কের জরিমানা দিতে হবে মোহনবাগানকে। অঙ্কটা 12 কোটি 90 লক্ষ টাকা ৷ যদিও এই রায়ের বিরুদ্ধে ফিফায় যেতে পারে সব পক্ষ ৷

শাস্তি যে হতে চলেছে তা ধরে নিয়ে ঘুঁটি সাজাতে শুরু করেছিল ইস্টবেঙ্গল। কিছুদিন আগেই রায়ের বিরুদ্ধে আবেদনের ইঙ্গিত দিয়ে রেখেছিলেন লাল-হলুদ কর্তারা । সেই মোতাবেক তারা আবেদন করেন কি না, সেটাই এখন দেখার। সবমিলিয়ে আইএসএল শুরুর ঠিক আগে আনোয়ার ইস্যুতে যে বড়সড় ধাক্কা খেল ইস্টবেঙ্গল, তা বলাই যায় ৷

আইএসএল শুরু হতে হাতে মাত্র তিনদিন। 14 সেপ্টেম্বর ইস্টবেঙ্গল তাদের প্রথম ম্যাচ খেলবে বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে। আনোয়ার আলির উপর 4 মাসের নিষেধাজ্ঞার অর্থ ফেব্রুয়ারি পর্যন্ত নয়া ডিফেন্ডারকে পাবেন না কার্লেস কুয়াদ্রাত। ইস্টবেঙ্গল প্লে-অফে পৌঁছতে না-পারলে হাতে গোনা কয়েকটি ম্যাচ খেলার সুযোগ পাবেন জাতীয় দলের ডিফেন্ডার ৷ ফলে তিনি যে আবেদনের পথে হাঁটবেন, তা ধরে নেওয়াই যায়। আর আবেদনের ফয়সালা যতদিন না-হচ্ছে ততদিন আনোয়ার খেলবেন ধরে নেওয়া যায়। ফলে শাস্তি ঘোষণা হল, কিন্তু বিতর্ক দীর্ঘায়িত হল বলে মনে করছেন ময়দান বিশেষজ্ঞরা ৷

কলকাতা, 10 সেপ্টেম্বর: আনোয়ার আলিকে ইস্টবেঙ্গলে সই করতে বাধা না-দিলেও মোহনবাগানের সঙ্গে ফুটবলারের চুক্তি ছিন্ন হওয়ার বিষয়টি যে নিয়মের পরিপন্থী ছিল, তা আগেই জানিয়েছিল ফেডারেশনের প্লেয়ার স্ট্যাটাস কমিটি ৷ ফলত অপেক্ষা করছিল জরিমানা এবং নির্বাসন ৷ কিন্তু শাস্তি কিংবা জরিমানা যে এতটা সাঙ্ঘাতিক হবে, তা হয়তো ভাবেনি ইস্টবেঙ্গল কিংবা আনোয়ার আলি ৷ মঙ্গলবার অন্যায্য উপায়ে মোহনবাগানের সঙ্গে চুক্তি ভেঙে চার মাস নির্বাসিত হলেন আনোয়ার আলি ৷ সঙ্গে চরম শাস্তির মুখে পড়ল ইস্টবেঙ্গল ৷ বাদ গেল না আনোয়ারের পেরেন্ট ক্লাব দিল্লি এফসি'ও ৷

ফেডারেশনের প্লেয়ার স্ট্য়াটাস কমিটি যে শাস্তির ঘোষণা আজ করেছে তাতে আনোয়ারকে নির্বাসনের পাশাপাশি ইস্টবেঙ্গল ও দিল্লি এফসি'কে পরবর্তী দু'টি ট্রান্সফার উইন্ডোতে ব্য়ান করেছে পিএসসি ৷ অর্থাৎ, আগামী জানুয়ারিতে এবং পরবর্তী সামার ট্রান্সফার উইন্ডোতে কোনও নতুন ফুটবলারকে দলে নিতে পারবে এই দুই ক্লাব ৷ এখানেই শেষ নয় ৷ আনোয়ার, দিল্লি এফসি এবং ইস্টবেঙ্গলকে মিলে বড় অঙ্কের জরিমানা দিতে হবে মোহনবাগানকে। অঙ্কটা 12 কোটি 90 লক্ষ টাকা ৷ যদিও এই রায়ের বিরুদ্ধে ফিফায় যেতে পারে সব পক্ষ ৷

শাস্তি যে হতে চলেছে তা ধরে নিয়ে ঘুঁটি সাজাতে শুরু করেছিল ইস্টবেঙ্গল। কিছুদিন আগেই রায়ের বিরুদ্ধে আবেদনের ইঙ্গিত দিয়ে রেখেছিলেন লাল-হলুদ কর্তারা । সেই মোতাবেক তারা আবেদন করেন কি না, সেটাই এখন দেখার। সবমিলিয়ে আইএসএল শুরুর ঠিক আগে আনোয়ার ইস্যুতে যে বড়সড় ধাক্কা খেল ইস্টবেঙ্গল, তা বলাই যায় ৷

আইএসএল শুরু হতে হাতে মাত্র তিনদিন। 14 সেপ্টেম্বর ইস্টবেঙ্গল তাদের প্রথম ম্যাচ খেলবে বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে। আনোয়ার আলির উপর 4 মাসের নিষেধাজ্ঞার অর্থ ফেব্রুয়ারি পর্যন্ত নয়া ডিফেন্ডারকে পাবেন না কার্লেস কুয়াদ্রাত। ইস্টবেঙ্গল প্লে-অফে পৌঁছতে না-পারলে হাতে গোনা কয়েকটি ম্যাচ খেলার সুযোগ পাবেন জাতীয় দলের ডিফেন্ডার ৷ ফলে তিনি যে আবেদনের পথে হাঁটবেন, তা ধরে নেওয়াই যায়। আর আবেদনের ফয়সালা যতদিন না-হচ্ছে ততদিন আনোয়ার খেলবেন ধরে নেওয়া যায়। ফলে শাস্তি ঘোষণা হল, কিন্তু বিতর্ক দীর্ঘায়িত হল বলে মনে করছেন ময়দান বিশেষজ্ঞরা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.