গায়ানা, 8 জুন: টি-20 বিশ্বকাপের শুরুতে বড় ধাক্কা খেল নিউজিল্যান্ড ৷ চলতি বিশ্বকাপের প্রথম ম্যাচেই আফগানিস্তানের বিরুদ্ধে 84 রানের বড় হার কিউয়িদের ৷ আফগান অধিনায়ক রাশিদ খান এবং বাঁ-হাতি মিডিয়াম পেসার ফজলহক ফারুকির দাপুটে বোলিংয়ের সামনে মাত্র 75 রান গুটিয়ে গেল নিউজিল্যান্ডের ব্যাটিং ৷ গায়ানার জাতীয় স্টেডিয়ামে আয়োজিত ম্যাচে প্রথমে ব্যাট করে আফগানিস্তান 6 উইকেট হারিয়ে 159 রান তোলে ৷ যে রান তাড়া করতে নেমে ধসে যায় কিউয়ি টপ-অর্ডার ৷
এদিন নিউজিল্যান্ডের বিরুদ্ধে নতুন বলে শুরু থেকে দুরন্ত দেখায় ফজলহক ফারুকিকে ৷ ফিন অ্যালেন (0), ডেভন কনওয়ে (8) এবং ডারেল মিচেল (5) শুরুতেই তিনটি বড় উইকেট নিয়ে নিউজিল্যান্ড ব্যাটিংয়ের মেরুদণ্ড ভেঙে দেন তিনি ৷ এরপর অধিনায়ক রশিদ খান কিউয়ি অধিনায়ক কেন উইলিয়ামসন (9), মার্ক চ্যাপম্যান (4), মিচেল ব্রেসওয়েল (0) এবং লকি ফার্গুসন (2)-এর উইকেট নেন রাশিদ ৷ দু’জনে মিলে 8 উইকেট তোলেন ৷ দুই আফগান বোলারের দাপটে 160 রান তাড়া করতে নেমে মাত্র 75 রানে অল-আউট হয়ে যায় কিউয়িরা ৷ নিউজিল্যান্ডের হয়ে সর্বোচ্চ গ্লেন ফিলিপস করেন 18 রান ৷ 17 বলে 12 রান আসে ম্যাট হেনরির ব্যাটে ৷
নিউজিল্যান্ডের বাকি 9 জন ব্যাটারের কেউই দশের উপরে রান করতে পারেননি ৷ অন্যদিকে, আগে ব্যাট করে আফগানিস্তান 159 রান তোলে ৷ যেখানে বড় অবদান রাখেন দুই ওপেনার রাহমানুল্লাহ গুরবাজ (56 বলে 80 রান) এবং ইব্রাহিম জারদান (41 বলে 44 রান) ৷ আজমাতুল্লাহ উমরজাই 13 বলে 22 রানের ইনিংস খেলেন ৷ এই তিনজনের ব্যাটে ভর করে দেড়শোর বেশি রান তোলে আফগানরা ৷ কিউয়িদের হয়ে সফল বোলার ট্রেন্ট বোল্ট এবং ম্যাট হেনরি ৷ দু’জনেই 2টি করে উইকেট নেন ৷ তবে, একমাত্র বোল্ট এবং মিচেল স্যান্টনার আফগানিস্তান ব্যাটারদের বড় শট খেলা থেকে আটকাতে সক্ষম হন ৷ বাকি প্রায় প্রত্যেকেই গড়ে 8-9 রান প্রতি ওভার দিয়েছেন ৷
উল্লেখ্য, পাকিস্তানের বিরুদ্ধে টি-20 সিরিজ খেলায়, কোনও প্রস্তুতি ম্যাচ না-খেলেই টি-20 বিশ্বকাপে নেমেছিল নিউজিল্যান্ড ৷ ফলে ওয়েস্ট ইন্ডিজের পরিবেশ ও তার পিচের সঙ্গে মানিয়ে নিতে কিউয়িদের যে সমস্যা হয়েছে, তা এই ম্যাচে দেখা গিয়েছে ৷ আজকের ম্যাচে হারের পর, নিউজিল্যান্ড গ্রুপ-সি থেকে সবার নিচে রয়েছে ৷ 2 ম্যাচে 4 পয়েন্ট নিয়ে এক নম্বরে আফগানরা ৷