ETV Bharat / sports

এসিএল টু খেলতে ইরানে না-যাওয়ায় হচ্ছে না শাস্তি, এএফসি'র সিদ্ধান্তে স্বস্তি বাগানে

এসিএল টু'য়ে মোহনবাগানের খেলার বিষয়ে পুরনো অবস্থানে অনড় থাকলেও শাস্তির ব্যাপারে সুর নরম এএফসি'র ৷ কী জানাল তাঁরা ?

AFC TO MOHUN BAGAN
রভশনের বিরুদ্ধে মোহনবাগানের ম্যাচের একটি দৃশ্য (IANS Photo)
author img

By ETV Bharat Sports Team

Published : Nov 2, 2024, 3:44 PM IST

Updated : Nov 2, 2024, 3:59 PM IST

কলকাতা, 2 নভেম্বর: এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু-এর ম্যাচ খেলতে ইরানে না-যাওয়ার ইস্যুতে খানিক স্বস্তি পেল মোহনবাগান ৷ সবুজ-মেরুনকে বাদ রেখেই প্রতিযোগিতা এগিয়ে যাবে, তবে এক্ষেত্রে কোনও শাস্তির সম্মুখীন হতে হচ্ছে না কলকাতা জায়ান্টদের ৷ মোহনবাগানের আবেদনের গুরুত্ব বিবেচনা করেই এমন সিদ্ধান্ত নিয়েছে এএফসি প্রতিযোগিতা কমিটি ৷ এমনকী ক্লাব বাধ্য হয়েই এমন সিদ্ধান্ত নিয়েছে বলে মেনে নিয়েছে এশিয়ান ফুটবলের গভর্নিং বডি ৷

শনিবার সকালে এক সোশাল মিডিয়া পোস্টে মোহনবাগানের তরফে বিবৃতিতে জানানো হয় যে, আবেদনের ভিত্তিতে এএফসি তাঁদের সঙ্গে যোগাযোগ করেছে ৷ সবুজ-মেরুনের তরফে সেই বিবৃতিতে লেখা হয়, "ক্লাবের আবেদনের পরিপ্রেক্ষিতে এশিয়ান ফুটবল কনফেডারেশনের তরফে 2 নভেম্বর, 2024 মোহনবাগান সুপার জায়ান্টের সঙ্গে যোগাযোগ করা হয় ৷ এএফসি কম্পিটিশনস কমিটি মেনে নিয়েছে যে দল বাধ্য হয়েই খেলতে যেতে পারেনি ৷ তবে এর ফলাফল হিসেবে এএফসি চ্য়াম্পিয়ন্স লিগ টু-এর 5.7 ধারা অনুযায়ী কোনওরকম জরিমানা মোহনবাগান সুপার জায়ান্টের উপর লাগু হবে না ৷"

যদিও প্রতিযোগিতার 5.5 এবং 5.6 ধারা অনুযায়ী চলতি মরশুমে প্রতিযোগিতায় মোহনবাগান যে আর অংশগ্রহণ করতে পারবে না, সেটাও নিশ্চিত করে দেওয়া হয়েছে ৷ অর্থাৎ, যুদ্ধ পরিস্থিতিতে ইরানে খেলতে না-যাওয়ায় জরিমানার হাত থেকে রক্ষা পেলেও প্রতিযোগিতায় বাগানের অংশগ্রহণের ব্যাপারে এএফসি আগের সিদ্ধান্তেই অনড় রইল ৷

হেজবুল্লা প্রধান হাসান নাসরুল্লাহর মৃত্যুর পর ইরানে অশান্ত পরিস্থিতি ৷ যুদ্ধের আবহ মধ্যপ্রাচ্যের দেশটিতে ৷ এমতাবস্থায় গত 2 অক্টোবর তাবরিজে গিয়ে ট্র্যাক্টর এফসি'র বিরুদ্ধে ম্যাচ খেলতে অস্বীকার করে বাগান শিবির ৷ ফুটবলার-সহ দলের সঙ্গে জড়িত সকলের নিরাপত্তার স্বার্থে গৃহিত বাগান ম্যানেজমেন্টের এই সিদ্ধান্ত ভালোভাবে নেয়নি এএফসি ৷ ঘটনার পরিপ্রেক্ষিতে প্রতিযোগিতা থেকে বাগানের অংশগ্রহণ প্রত্যাহার করে নেয় তাঁরা ৷ এই সিদ্ধান্তের পাল্টা সবুজ-মেরুনের তরফে বিষয়টি গুরুত্ব সহকারে দেখার আবেদন করা হলে অন্তত শাস্তি থেকে রেহাই পেল ক্লাব ৷

কলকাতা, 2 নভেম্বর: এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু-এর ম্যাচ খেলতে ইরানে না-যাওয়ার ইস্যুতে খানিক স্বস্তি পেল মোহনবাগান ৷ সবুজ-মেরুনকে বাদ রেখেই প্রতিযোগিতা এগিয়ে যাবে, তবে এক্ষেত্রে কোনও শাস্তির সম্মুখীন হতে হচ্ছে না কলকাতা জায়ান্টদের ৷ মোহনবাগানের আবেদনের গুরুত্ব বিবেচনা করেই এমন সিদ্ধান্ত নিয়েছে এএফসি প্রতিযোগিতা কমিটি ৷ এমনকী ক্লাব বাধ্য হয়েই এমন সিদ্ধান্ত নিয়েছে বলে মেনে নিয়েছে এশিয়ান ফুটবলের গভর্নিং বডি ৷

শনিবার সকালে এক সোশাল মিডিয়া পোস্টে মোহনবাগানের তরফে বিবৃতিতে জানানো হয় যে, আবেদনের ভিত্তিতে এএফসি তাঁদের সঙ্গে যোগাযোগ করেছে ৷ সবুজ-মেরুনের তরফে সেই বিবৃতিতে লেখা হয়, "ক্লাবের আবেদনের পরিপ্রেক্ষিতে এশিয়ান ফুটবল কনফেডারেশনের তরফে 2 নভেম্বর, 2024 মোহনবাগান সুপার জায়ান্টের সঙ্গে যোগাযোগ করা হয় ৷ এএফসি কম্পিটিশনস কমিটি মেনে নিয়েছে যে দল বাধ্য হয়েই খেলতে যেতে পারেনি ৷ তবে এর ফলাফল হিসেবে এএফসি চ্য়াম্পিয়ন্স লিগ টু-এর 5.7 ধারা অনুযায়ী কোনওরকম জরিমানা মোহনবাগান সুপার জায়ান্টের উপর লাগু হবে না ৷"

যদিও প্রতিযোগিতার 5.5 এবং 5.6 ধারা অনুযায়ী চলতি মরশুমে প্রতিযোগিতায় মোহনবাগান যে আর অংশগ্রহণ করতে পারবে না, সেটাও নিশ্চিত করে দেওয়া হয়েছে ৷ অর্থাৎ, যুদ্ধ পরিস্থিতিতে ইরানে খেলতে না-যাওয়ায় জরিমানার হাত থেকে রক্ষা পেলেও প্রতিযোগিতায় বাগানের অংশগ্রহণের ব্যাপারে এএফসি আগের সিদ্ধান্তেই অনড় রইল ৷

হেজবুল্লা প্রধান হাসান নাসরুল্লাহর মৃত্যুর পর ইরানে অশান্ত পরিস্থিতি ৷ যুদ্ধের আবহ মধ্যপ্রাচ্যের দেশটিতে ৷ এমতাবস্থায় গত 2 অক্টোবর তাবরিজে গিয়ে ট্র্যাক্টর এফসি'র বিরুদ্ধে ম্যাচ খেলতে অস্বীকার করে বাগান শিবির ৷ ফুটবলার-সহ দলের সঙ্গে জড়িত সকলের নিরাপত্তার স্বার্থে গৃহিত বাগান ম্যানেজমেন্টের এই সিদ্ধান্ত ভালোভাবে নেয়নি এএফসি ৷ ঘটনার পরিপ্রেক্ষিতে প্রতিযোগিতা থেকে বাগানের অংশগ্রহণ প্রত্যাহার করে নেয় তাঁরা ৷ এই সিদ্ধান্তের পাল্টা সবুজ-মেরুনের তরফে বিষয়টি গুরুত্ব সহকারে দেখার আবেদন করা হলে অন্তত শাস্তি থেকে রেহাই পেল ক্লাব ৷

Last Updated : Nov 2, 2024, 3:59 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.