ETV Bharat / sports

কেকেআরে ফের ভাঙন! শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে গম্ভীরের সঙ্গী নাইটদের দুই কোচ - INDIAN CRICKET TEAM

author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 20, 2024, 8:32 PM IST

SUPPORT STAFFS OF GAUTAM GAMBHIR: দ্রাবিড় জমানার পর 'গুরু' দায়িত্ব কাঁধে নিয়েছেন গম্ভীর ৷ ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফ থেকে বর্তমান কোচ গৌতম গম্ভীরের নাম বলে দেওয়া হলেও সহকারী কোচ কারা সেবিষয়ে জানানো হয়নি ৷ কলকাতা নাইট রাইডার্সে গম্ভীরের দুই সহকারী অভিষেক নায়ার এবং নেদারল্যান্ডসের প্রাক্তনী রায়ান টেন দুশখাতে শ্রীলঙ্কা সফরেও তাঁর সঙ্গী হচ্ছেন বলে খবর এএনআই সূত্রে ৷

Etv Bharat
Etv Bharat (Etv Bharat)

মুম্বই, 20 জুলাই: পাখির চোখ যেন কেকেআর ৷ দিনকয়েক আগে গত মরশুমে নাইট শিবিরের মেন্টর ও প্রাক্তন অধিনায়ক গৌতম গম্ভীরকে ভারতীয় দলের হেডস্যর হিসেবে বেছে নিয়েছেন বিসিসিআই ৷ এবার নাইট শিবিরের আরও দুই কোচ অভিষেক নায়ার রায়ান টেন দুশখাতে জাতীয় দলে গম্ভীরের সঙ্গী হচ্ছেন আসন্ন শ্রীলঙ্কা সফরের জন্য ৷ হেড কোচ গৌতম গম্ভীরের সাপোর্ট স্টাফ হিসাবে নায়ার এবং দুশখাতের সংযোজন হলেও রাহুল দ্রাবিড় জমানার ফিল্ডিং কোচ টি দিলীপকেও রেখে দেওয়া হচ্ছে রোহিত-সূর্যদের প্রশিক্ষণে ৷

সংবাদসংস্থা এএনআই জানিয়েছে, ইএসপিএন ক্রিকইনফো'র রিপোর্ট অনুসারে, গম্ভীর কোচ হওয়ার জন্য যেসব প্রস্তাবগুলি বোর্ডের সামনে রেখেছিলেন, তার মধ্যে অন্যতম ছিল নিজের পছন্দমতো সাপোর্ট স্টাফ বাছাই করার স্বাধীনতা। নায়ার এবং দুশখাতে, উভয়েই মেন্টর গম্ভীরের সাপোর্ট স্টাফ হিসেবে আইপিএলে কেকেআরের খেতাবজয়ী দলের সঙ্গে যুক্ত ছিলেন 2024-এ ৷ যদিও এবিষয়ে ভারতীয় বোর্ডের তরফে সরকারিভাবে কোনও ঘোষণা হয়নি। তবে শ্রীলঙ্কা সফরে কিন্তু এই দুইজন ভারতীয় দলে যোগ দিতে চলেছেন বলে বিশ্বস্ত সূত্রে খবর ৷

উল্লেখ্য, আগামী 27 জুলাই থেকে দ্বীপরাষ্ট্রে শুরু হচ্ছে সাদা বলের সিরিজ ৷ সেখানে তিনটি করে টি-20 ও ওয়ান-ডে ম্য়াচ খেলবে ভারতীয় দল ৷ 22 জুলাই টি-20 সিরিজের জন্য পাল্লেকেলেতে রওনা হবে দল। যে সিরিজে ভারতের অধিনায়কত্ব করবেন সূর্যকুমার যাদব ৷ ওয়ান-ডে'তে যদিও নেতৃত্ব দেবেন রোহিত শর্মাই ৷

একনজরে টি-20 দল: সূর্যকুমার (অধিনায়ক), শুভমন (সহ অধিনায়ক), যশস্বী, রিঙ্কু, রিয়ান, ঋষভ, সঞ্জু, হার্দিক, শিবম, অক্ষর, ওয়াশিংটন, বিষ্ণোই, আর্শদীপ, খলিল, সিরাজ ৷

একনজরে ওডিআই দল: রোহিত, (অধিনায়ক), শুভমন (সহ অধিনায়ক), কোহলি, রাহুল, ঋষভ, শ্রেয়স, শিবম, কুলদীপ, সিরাজ, ওয়াশিংটন, আর্শদীপ, রিয়ান, অক্ষর, খলিল, হর্ষিত ৷

মুম্বই, 20 জুলাই: পাখির চোখ যেন কেকেআর ৷ দিনকয়েক আগে গত মরশুমে নাইট শিবিরের মেন্টর ও প্রাক্তন অধিনায়ক গৌতম গম্ভীরকে ভারতীয় দলের হেডস্যর হিসেবে বেছে নিয়েছেন বিসিসিআই ৷ এবার নাইট শিবিরের আরও দুই কোচ অভিষেক নায়ার রায়ান টেন দুশখাতে জাতীয় দলে গম্ভীরের সঙ্গী হচ্ছেন আসন্ন শ্রীলঙ্কা সফরের জন্য ৷ হেড কোচ গৌতম গম্ভীরের সাপোর্ট স্টাফ হিসাবে নায়ার এবং দুশখাতের সংযোজন হলেও রাহুল দ্রাবিড় জমানার ফিল্ডিং কোচ টি দিলীপকেও রেখে দেওয়া হচ্ছে রোহিত-সূর্যদের প্রশিক্ষণে ৷

সংবাদসংস্থা এএনআই জানিয়েছে, ইএসপিএন ক্রিকইনফো'র রিপোর্ট অনুসারে, গম্ভীর কোচ হওয়ার জন্য যেসব প্রস্তাবগুলি বোর্ডের সামনে রেখেছিলেন, তার মধ্যে অন্যতম ছিল নিজের পছন্দমতো সাপোর্ট স্টাফ বাছাই করার স্বাধীনতা। নায়ার এবং দুশখাতে, উভয়েই মেন্টর গম্ভীরের সাপোর্ট স্টাফ হিসেবে আইপিএলে কেকেআরের খেতাবজয়ী দলের সঙ্গে যুক্ত ছিলেন 2024-এ ৷ যদিও এবিষয়ে ভারতীয় বোর্ডের তরফে সরকারিভাবে কোনও ঘোষণা হয়নি। তবে শ্রীলঙ্কা সফরে কিন্তু এই দুইজন ভারতীয় দলে যোগ দিতে চলেছেন বলে বিশ্বস্ত সূত্রে খবর ৷

উল্লেখ্য, আগামী 27 জুলাই থেকে দ্বীপরাষ্ট্রে শুরু হচ্ছে সাদা বলের সিরিজ ৷ সেখানে তিনটি করে টি-20 ও ওয়ান-ডে ম্য়াচ খেলবে ভারতীয় দল ৷ 22 জুলাই টি-20 সিরিজের জন্য পাল্লেকেলেতে রওনা হবে দল। যে সিরিজে ভারতের অধিনায়কত্ব করবেন সূর্যকুমার যাদব ৷ ওয়ান-ডে'তে যদিও নেতৃত্ব দেবেন রোহিত শর্মাই ৷

একনজরে টি-20 দল: সূর্যকুমার (অধিনায়ক), শুভমন (সহ অধিনায়ক), যশস্বী, রিঙ্কু, রিয়ান, ঋষভ, সঞ্জু, হার্দিক, শিবম, অক্ষর, ওয়াশিংটন, বিষ্ণোই, আর্শদীপ, খলিল, সিরাজ ৷

একনজরে ওডিআই দল: রোহিত, (অধিনায়ক), শুভমন (সহ অধিনায়ক), কোহলি, রাহুল, ঋষভ, শ্রেয়স, শিবম, কুলদীপ, সিরাজ, ওয়াশিংটন, আর্শদীপ, রিয়ান, অক্ষর, খলিল, হর্ষিত ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.