জোহানেসবার্গ, 9 ফেব্রুয়ারি: না-জেনেই বিরাটের আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে থাকা নিয়ে মন্তব্য করে ফেলেছিলেন ৷ দক্ষিণ আফ্রিকা টি-20’র দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ চলাকালীন সাংবাদিকদের এমনটাই জানিয়েছেন এবি ডি’ভিলিয়ার্স ৷ পিটিআইয়ের খবর অনুযায়ী, এবিডি জানিয়েছেন, তিনি 'মারাত্মক ভুল করেছেন' ৷ বিরাট কোহলির জীবনে কী চলছে, তা না-জেনেই মন্তব্য করে ফেলায় দুঃখপ্রকাশ করেছেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়ক ৷
সম্প্রতি এবি ডি’ভিলিয়ার্স তাঁর ইউটিউব চ্যানেলে বিরাট ও অনুষ্কার দ্বিতীয় সন্তান আসার খবর জানিয়েছিলেন ৷ সেখানে তিনি জানিয়েছিলেন, বিরাটের স্ত্রী অনুষ্কা দ্বিতীয়বার সন্তান সম্ভবা ৷ খুব শীঘ্রই তাঁদের দ্বিতীয় সন্তান আসতে চলেছে ৷ সেই কারণে ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি সিরিজের প্রথম দু’টি ম্যাচ থেকে বিরাট নিজেকে সরিয়ে নিয়েছেন ৷ উল্লেখ্য, বিরাট এবং এবি আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর প্রাক্তন সতীর্থ ৷ এমনকি দু’জনের মধ্যে ব্যক্তিগত সম্পর্কও খুবই ভালো ৷ বন্ধুত্বের পাশাপাশি, একে অপরকে শ্রদ্ধাও করেন তাঁরা ৷
সেই সময় বলা হচ্ছিল, সেই সম্পর্কের জায়গা থেকেই এবিডি হয়তো বিরাট এবং অনুষ্কার দ্বিতীয় সন্তান আসার বিষয়ে জেনেই কথাগুলি বলেছিলেন ৷ কিন্তু, দক্ষিণ আফ্রিকা টি-20 টুর্নামেন্টের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে, ধারাভাষ্য দেওয়ার মাঝেই এবিডি নিজের আগের বক্তব্য থেকে সরে এলেন ৷ বৃহস্পতিবার টুর্নামেন্টের দ্বিতীয় কোয়ালিফায়ার চলাকালীন তিনি কয়েকজন সাংবাদিককে জানিয়েছেন, বিরাটের বর্তমান পরিস্থিতি সম্পর্কে না-জেনেই মন্তব্য করে ফেলেছিলেন ৷
তিনি বলেন, "পরিবার সবার আগে ৷ এটা খুব গুরুত্বপূর্ণ, যা আমি আগেও আমার ইউটিইউব চ্যানেলে বলেছিল ৷ পাশাপাশি, আমি একটা মারাত্মক ভুল করে ফেলেছি ৷ একটা ভুল তথ্য শেয়ার করে ফেলেছিল, যা একেবারেই সত্যি নয় ৷" তিনি আরও বলেন, "আমি মনে করি বিরাট কোহলি এবং তাঁর পরিবারের জন্য যেটা সবচেয়ে ভালো, সেটাই হওয়া উচিত ৷ কেউ জানে না ওখানে কী হচ্ছে ৷ আমি যেটা করতে পারি তা হল, ওর জন্য প্রার্থনা ও শুভকামনা জানাতে পারি ৷ ওর এই বিরতির পিছনে যেই কারণই থাক না কেন, আমি চাই ও আরও শক্তিশালী ও ভালোভাবে ফিরে আসুক ৷ ও আরও সুস্থ, সবল ও তরতাজা হয়ে মাঠে নামুক ৷" উল্লেখ্য, বিভিন্ন সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, বিরাট চলতি টেস্ট সিরিজের বাকি তিন ম্যাচে ভারতীয় দলে নাও ফিরতে পারেন ৷
আরও পড়ুন: