ETV Bharat / politics

পুলিশ ও তৃণমূলের অত্যাচার রুখতে বেড়মজুরে লাঠি-ঝাঁটা হাতে 'রাতপাহারা' মহিলাদের - Sandeshkhali Incident

author img

By ETV Bharat Bangla Team

Published : May 14, 2024, 12:45 PM IST

Sandeshkhali Incident: পুলিশের বিরুদ্ধে মিথ্যে মামলাদায়ের করে রাতের অন্ধকারে ধরপাকড়ের অভিযোগ সন্দেশখালিতে ৷ আর তাই বেড়মজুর গ্রামের মহিলারা ঝাঁটা ও লাঠি হাতে নিয়ে রাতপাহারায় নামলেন ৷ যে ভিডিয়ো এখন সোশাল মিডিয়ায় ভাইরাল ৷

ETV BHARAT
রাতের সন্দেশখালিতে লাঠি ও ঝাঁটা হাতে পাহারায় মহিলারা ৷ (নিজস্ব চিত্র)

রাতের সন্দেশখালিতে লাঠি ও ঝাঁটা হাতে পাহারায় মহিলারা ৷ (ইটিভি ভারত)

সন্দেশখালি, 14 মে: রাতে গ্রামে 'পুলিশি অত‍্যাচার' ঠেকাতে এবার এক ভিন্ন আন্দোলন শুরু হল সন্দেশখালিতে ৷ ঝাঁটা, লাঠি হাতে নিয়ে 'রাতপাহারা' দেওয়ার কাজ শুরু করলেন বেড়মজুর গ্রামের মহিলারা ৷ উদ্দেশ্য একটাই, গ্রামে পুলিশের অভিযান ও তৃণমূলের দুষ্কৃতীদের আটকানো ৷ ইতিমধ্যে মহিলাদের 'রাতপাহারা' দেওয়ার সেই ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায় ৷ যেখানে দেখা যাচ্ছে, গ্রামের বেশকিছু মহিলার হাতে ঝাঁটা, লাঠি রয়েছে ৷

ওই মহিলাদের মধ্যে একজনকে বলতে শোনা যাচ্ছে, "সন্দেশখালির মা-বোনদের উপর পুলিশের অত‍্যাচার দিনদিন বাড়ছে ৷ মিথ্যা মামলা দিয়ে একের পর এক আন্দোলনকারীকে রাতের অন্ধকারে পুলিশ তুলে নিয়ে যাচ্ছে ৷ কাউকেই রেয়াত করা হচ্ছে না ৷ পুলিশ-তৃণমূলের আঁতাতেই এই ধরণের ঘটনা ঘটছে ৷" তাই, তাঁরা পুলিশ ও তৃণমূলের গুন্ডাবাহিনীর হামলা থেকে গ্রামের লোকজনকে বাঁচাতে 'রাত্রি জাগো' পাহারা কর্মসূচি হাতে নিয়েছে বলে জানান ক্ষুদ্ধ মহিলাদের একাংশ ৷

কিন্তু, কী কেমন হল নতুন করে, যাতে ঝাঁটা, লাঠি হাতে নিতে হল মহিলাদের ? এর উত্তর লুকিয়ে আছে সন্দেশখালিতে গত কয়েকদিনের ঘটনা প্রবাহে ৷ প্রথমে সন্দেশখালি নিয়ে একের পর এক ভিডিয়ো ভাইরাল হয় ৷ যা ঘিরে রাজ‍্য রাজনীতিতে তোলপাড় তো হচ্ছেই ৷ তার সঙ্গে সমানে চলছে তৃণমূল-বিজেপি একে অপরকে দোষারোপ ৷ শাসক শিবির যেখানে ভাইরাল ভিডিয়োকে হাতিয়ার করে গেরুয়া শিবিরকে চেপে ধরতে মরিয়া ৷ সেখানে পাল্টা পদ্মশিবিরও তৃণমূলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তুলে সন্দেশখালির মহিলাদের অসম্মানের অভিযোগে সরব হয়েছে ৷

এর ঠিক পরেই, টাকার বিনিময়ে ফেক ভিডিয়ো বানিয়ে বিজেপি কর্মীদের ফাঁসানোর অভিযোগে সন্দেশখালি থানার সামনে বিক্ষোভ দেখানো হয় ৷ নেতৃত্বে ছিলেন বসিরহাট লোকসভাক বিজেপি প্রার্থী রেখা পাত্র ৷ সেই আন্দোলন চলাকালীন বিজেপির মহিলা কর্মী-সমর্থকদের একাংশ হঠাৎই, তৃণমূল নেতা দিলীপ মল্লিকের বাড়িতে চড়াও হয় ৷ মাটিতে ফেলে বেধড়ক মারধর করা হয় স্থানীয় এক তৃণমূল কর্মীকে ৷ রেহাই পাননি তৃণমূল নেতা দিলীপ মল্লিকও ৷ সেই সময় ঘটনাস্থলেই ছিলেন সন্দেশখালির তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতো ৷ তাঁকেও হেনস্থা করা হয় বলে অভিযোগ ৷ সেই ঘটনায় চার বিজেপি কর্মীকে পুলিশ গ্রেফতার করতেই, সোমবার উত্তপ্ত হয়ে ওঠে সন্দেশখালির বেড়মজুরের কাঠপোল বাজার এলাকা ৷

উত্তপ্ত বেড়মজুরের পরিস্থিতি সামাল দিতে গিয়ে পুলিশ আন্দোলনকারী মহিলাদের বেশ কয়েকজন টেনে হিঁচড়ে তুলে নিয়ে যায় বলে অভিযোগ ৷ এমনকি সোমবার রাতে বেড়মজুর গ্রামে একের পর এক বাড়িতে ঢুকে ধরপাকড় শুরু করে পুলিশ ৷ যার নেতৃত্ব দেন বসিরহাটের অতিরিক্ত পুলিশ সুপার ৷ অভিযোগ পুলিশের এই অভিযানে সন্ত্রস্ত হয়ে পড়েন গ্রামের মহিলারা ৷ এরপরই পুলিশের অভিযান ঠেকাতে রাত জেগে পাহারা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন গ্রামের মহিলারা ৷

আগামী 1 জুন বসিরহাট লোকসভা কেন্দ্রে নির্বাচন ৷ তার আগে নতুন করে আবারও সন্দেশখালিতে প্রতিবাদের ঢেউ আছড়ে পড়েছে ৷ যা নিয়ে উদ্বেগ বেড়েছে জেলা প্রশাসনেও ৷ তবে, পুলিশের বক্তব্য, আইন ভাঙলে কড়া ব্যবস্থা নেওয়া হবে ৷ এই পরিস্থিতি পুলিশের বিরুদ্ধে গ্রামবাসীদের বিক্ষোভ সন্দেশখালি ইস্যুকে এক নয়ামোড় দিচ্ছে ৷

আরও পড়ুন:

  1. শ্লীলতাহানির 'মিথ্যে' অভিযোগ তুলতে চাওয়ায় মহিলাকে হুমকি ! অভিযুক্ত বিজেপির রেখা পাত্র
  2. সন্দেশখালিতে মহিলাদের বিক্ষোভে ব়্যাফ, টেনে হিঁচড়ে ভ্যানে তোলা হল আন্দোলনকারীদের
  3. মিথ্যে ভিডিয়ো বানানোর সঙ্গে জড়িতদের গ্রেফতারির দাবি বিজেপির, সন্দেশখালি থানার সামনে বিক্ষোভ

রাতের সন্দেশখালিতে লাঠি ও ঝাঁটা হাতে পাহারায় মহিলারা ৷ (ইটিভি ভারত)

সন্দেশখালি, 14 মে: রাতে গ্রামে 'পুলিশি অত‍্যাচার' ঠেকাতে এবার এক ভিন্ন আন্দোলন শুরু হল সন্দেশখালিতে ৷ ঝাঁটা, লাঠি হাতে নিয়ে 'রাতপাহারা' দেওয়ার কাজ শুরু করলেন বেড়মজুর গ্রামের মহিলারা ৷ উদ্দেশ্য একটাই, গ্রামে পুলিশের অভিযান ও তৃণমূলের দুষ্কৃতীদের আটকানো ৷ ইতিমধ্যে মহিলাদের 'রাতপাহারা' দেওয়ার সেই ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায় ৷ যেখানে দেখা যাচ্ছে, গ্রামের বেশকিছু মহিলার হাতে ঝাঁটা, লাঠি রয়েছে ৷

ওই মহিলাদের মধ্যে একজনকে বলতে শোনা যাচ্ছে, "সন্দেশখালির মা-বোনদের উপর পুলিশের অত‍্যাচার দিনদিন বাড়ছে ৷ মিথ্যা মামলা দিয়ে একের পর এক আন্দোলনকারীকে রাতের অন্ধকারে পুলিশ তুলে নিয়ে যাচ্ছে ৷ কাউকেই রেয়াত করা হচ্ছে না ৷ পুলিশ-তৃণমূলের আঁতাতেই এই ধরণের ঘটনা ঘটছে ৷" তাই, তাঁরা পুলিশ ও তৃণমূলের গুন্ডাবাহিনীর হামলা থেকে গ্রামের লোকজনকে বাঁচাতে 'রাত্রি জাগো' পাহারা কর্মসূচি হাতে নিয়েছে বলে জানান ক্ষুদ্ধ মহিলাদের একাংশ ৷

কিন্তু, কী কেমন হল নতুন করে, যাতে ঝাঁটা, লাঠি হাতে নিতে হল মহিলাদের ? এর উত্তর লুকিয়ে আছে সন্দেশখালিতে গত কয়েকদিনের ঘটনা প্রবাহে ৷ প্রথমে সন্দেশখালি নিয়ে একের পর এক ভিডিয়ো ভাইরাল হয় ৷ যা ঘিরে রাজ‍্য রাজনীতিতে তোলপাড় তো হচ্ছেই ৷ তার সঙ্গে সমানে চলছে তৃণমূল-বিজেপি একে অপরকে দোষারোপ ৷ শাসক শিবির যেখানে ভাইরাল ভিডিয়োকে হাতিয়ার করে গেরুয়া শিবিরকে চেপে ধরতে মরিয়া ৷ সেখানে পাল্টা পদ্মশিবিরও তৃণমূলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তুলে সন্দেশখালির মহিলাদের অসম্মানের অভিযোগে সরব হয়েছে ৷

এর ঠিক পরেই, টাকার বিনিময়ে ফেক ভিডিয়ো বানিয়ে বিজেপি কর্মীদের ফাঁসানোর অভিযোগে সন্দেশখালি থানার সামনে বিক্ষোভ দেখানো হয় ৷ নেতৃত্বে ছিলেন বসিরহাট লোকসভাক বিজেপি প্রার্থী রেখা পাত্র ৷ সেই আন্দোলন চলাকালীন বিজেপির মহিলা কর্মী-সমর্থকদের একাংশ হঠাৎই, তৃণমূল নেতা দিলীপ মল্লিকের বাড়িতে চড়াও হয় ৷ মাটিতে ফেলে বেধড়ক মারধর করা হয় স্থানীয় এক তৃণমূল কর্মীকে ৷ রেহাই পাননি তৃণমূল নেতা দিলীপ মল্লিকও ৷ সেই সময় ঘটনাস্থলেই ছিলেন সন্দেশখালির তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতো ৷ তাঁকেও হেনস্থা করা হয় বলে অভিযোগ ৷ সেই ঘটনায় চার বিজেপি কর্মীকে পুলিশ গ্রেফতার করতেই, সোমবার উত্তপ্ত হয়ে ওঠে সন্দেশখালির বেড়মজুরের কাঠপোল বাজার এলাকা ৷

উত্তপ্ত বেড়মজুরের পরিস্থিতি সামাল দিতে গিয়ে পুলিশ আন্দোলনকারী মহিলাদের বেশ কয়েকজন টেনে হিঁচড়ে তুলে নিয়ে যায় বলে অভিযোগ ৷ এমনকি সোমবার রাতে বেড়মজুর গ্রামে একের পর এক বাড়িতে ঢুকে ধরপাকড় শুরু করে পুলিশ ৷ যার নেতৃত্ব দেন বসিরহাটের অতিরিক্ত পুলিশ সুপার ৷ অভিযোগ পুলিশের এই অভিযানে সন্ত্রস্ত হয়ে পড়েন গ্রামের মহিলারা ৷ এরপরই পুলিশের অভিযান ঠেকাতে রাত জেগে পাহারা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন গ্রামের মহিলারা ৷

আগামী 1 জুন বসিরহাট লোকসভা কেন্দ্রে নির্বাচন ৷ তার আগে নতুন করে আবারও সন্দেশখালিতে প্রতিবাদের ঢেউ আছড়ে পড়েছে ৷ যা নিয়ে উদ্বেগ বেড়েছে জেলা প্রশাসনেও ৷ তবে, পুলিশের বক্তব্য, আইন ভাঙলে কড়া ব্যবস্থা নেওয়া হবে ৷ এই পরিস্থিতি পুলিশের বিরুদ্ধে গ্রামবাসীদের বিক্ষোভ সন্দেশখালি ইস্যুকে এক নয়ামোড় দিচ্ছে ৷

আরও পড়ুন:

  1. শ্লীলতাহানির 'মিথ্যে' অভিযোগ তুলতে চাওয়ায় মহিলাকে হুমকি ! অভিযুক্ত বিজেপির রেখা পাত্র
  2. সন্দেশখালিতে মহিলাদের বিক্ষোভে ব়্যাফ, টেনে হিঁচড়ে ভ্যানে তোলা হল আন্দোলনকারীদের
  3. মিথ্যে ভিডিয়ো বানানোর সঙ্গে জড়িতদের গ্রেফতারির দাবি বিজেপির, সন্দেশখালি থানার সামনে বিক্ষোভ
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.