কলকাতা, 4 মে: রাজ্যের সাংবিধানিক প্রধান তথা রাজ্যপালের বিরুদ্ধে রাজভবনের এক অস্থায়ী মহিলা কর্মীকে শ্লীলতাহানি করার অভিযোগ উঠেছে ৷ এই নিয়ে তৃণমূল কংগ্রেস রাজ্যপালের বিরুদ্ধে তেড়েফুঁড়ে নেমেছে ৷ কিন্তু যারা সব সময় নারী নির্যাতন নিয়ে সরব হয়, সেই বামেরাই এই নিয়ে এখনও কোনও মন্তব্য় করেনি ৷ এই ঘটনা নিয়ে কার্যত সেই সাবধানী প্রতিক্রিয়ায় শোনা গিয়েছে রাজ্য বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুর গলায় । তিনি এই বিষয়ে বলেন, "রাজ্যপালের ঘটনা দুর্ভাগ্যজনক । সবটা না জেনে এখনই কোনও মন্তব্য করব না ।"
কেন এই সাবধানী অবস্থান, সেই প্রশ্ন স্বাভাবিকভাবেই উঠছে৷ এই প্রশ্নের জবাব অবশ্য মিলেছে সিপিএম তথা বামেদের একাধিক নেতার বক্তব্যে, সিপিএম মহিলা সংগঠনের নেত্রী তথা রাজ্য কমিটির সদস্য কনিনীকা ঘোষ বোস বলেন, "এই ধরনের অভিযোগের দ্রুত তদন্ত হওয়া উচিত । আইন পদ-ব্যক্তির জন্য আলাদা আলাদা নয় । সকলের জন্য সমান । ফলে, পদ্ধতি মেনে আইন অনুযায়ী পদক্ষেপ করা হোক ।"
সিপিএমের এক কেন্দ্রীয় কমিটির নেতা বলেন, "বিচারপতি অশোক গঙ্গোপাধ্যায়-সহ এর আগেও এমন বহু পদস্থ ব্যক্তিকে কালিমালিপ্ত করার চেষ্টা করা হয়েছে । পরে দেখা গিয়েছে সর্বৈব মিথ্যা । ফলে, আগাম কিছু আলটপকা মন্তব্য না করাই ভালো । ঘটনার তদন্ত হওয়া উচিত ।"
ফলে বোঝাই যাচ্ছে যে সিপিএম আগে বুঝে নিতে চাইছে এই অভিযোগের সারবত্তা কতটা ৷ সারবত্তা থাকলে এই নিয়ে অবশ্যই সরব হবে বামেরা ৷ কিন্তু তার আগে সরব হলে লাভ হতে পারে তৃণমূলের, এমনটাই তাদের মত ৷ কারণ, নির্যাতিতার অভিযোগ প্রকাশ্যে আসার আধঘণ্টার মধ্যে তৃণমূলের সাংসদ থেকে রাজ্যের মন্ত্রীরা টুইট করেন, সাংবাদিক বৈঠক ডেকে সরব হন । পালটা রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যর রাজভবনে প্রবেশের বিষয়ে নিষেধাজ্ঞা জারি করেছেন রাজ্যপাল । এই নিয়ে তিনি মানহানির মামলার হুঁশিয়ারিও দিয়েছেন ।
এক সিপিএম নেতা বলেন, "বিষয়টা অত্যন্ত জটিল । প্রথম এই ধরনের অভিযোগ এড়িয়ে যাওয়া যায় না । কিন্তু শাসক দল তৃণমূলের ভূমিকা নিয়েও প্রশ্ন থাকছে । ফলে, ঘটনা এড়িয়ে গেলে রাজ্যপালের পক্ষ নেওয়া । অন্যদিকে, এই অভিযোগ নিয়ে বেশি বাড়াবাড়ি করলে তৃণমূলের পক্ষ নেওয়া হবে । ফলে, সাবধানী প্রতিক্রিয়া দেওয়া ছাড়া উপায় নেই ।’’
সেই কারণেই সিপিএমের মুখপত্রতেও প্রথম পাতায় এই খবর জায়গা পায়নি । 3 তারিখের দৈনিকে সাতের পাতার শেষ কোনায় এই অভিযোগের বিষয়ে খবর প্রকাশ করেছে । যে খবরে এমন অভিযোগের বিষয়ে কোনও বাম নেতার প্রতিক্রিয়া নেই ।
আরও পড়ুন: