ঘাটাল, 3 মার্চ: নাম ঘোষণা হতেই রাত থেকে হিরণের সমর্থনে দেওয়াল লেখা শুরু ঘাটাল ও দাসপুরে । শনিবার লোকসভা ভোটে পশ্চিমবঙ্গের 20টি আসনে প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিজেপি ৷ এই তালিকা অনুযায়ী এবার ঘাটাল থেকে বিজেপির প্রার্থী হচ্ছেন অভিনেতা হিরন্ময় চট্টোপাধ্যায় ওরফে হিরণ ৷ তিনি বর্তমানে খড়গপুরের বিধায়ক ৷ আর সকলেরই জানা ঘাটাল কেন্দ্রে তৃণমূলের সাংসদ রয়েছেন অভিনেতা দেব ৷ তবে কি ঘাটালে দেব-হিরণ দ্বৈরথ দেখা যাবে ? সে তো সময় বলবে ৷ কারণ তৃণমূলের প্রার্থী তালিকা এখনও ঘোষণা হয়নি ৷
লোকসভা ভোটে আর বেশিদিন বাকি নেই ৷ যদিও ভোটের নির্ঘণ্ট এখনও ঘোষণা হয়নি ৷ তবে তার আগেই শনিবার সন্ধ্যায় সারাদেশে প্রথম দফায় 195টি আসনের প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিজেপি । দেশের 195টি আসনের মধ্যে পশ্চিমবঙ্গের 20টি আসনের প্রার্থী তালিকাও ঘোষণা করা হয়েছে । এই 20টি আসনের মধ্যে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল লোকসভা কেন্দ্রের প্রার্থী হিসাবে হিরণের নাম ঘোষণা করা হয় । ঘাটাল লোকসভা কেন্দ্রে প্রার্থীর নাম ঘোষণা হতেই শনিবার রাতে এই কেন্দ্রের অন্তর্ভুক্ত দাসপুর বিধানসভার খাঞ্জাপুরে হিরণের সমর্থনে দেওয়াল লেখার মাধ্যমে প্রচার শুরু করে দিলেন বিজেপির নেতা কর্মীরা ।
বিজেপির ঘাটাল সাংগঠনিক জেলার সম্পাদক ও দাসপুর বিধানসভার কনভেনার প্রশান্ত বেরা বলেন, "ঘাটাল লোকসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী হিসেবে হিরন্ময় চট্টোপাধ্যায়ের নাম ঘোষণা হওয়ায় বিজেপির নেতা কর্মীরাই নন সেই সঙ্গে ঘাটালবাসীও খুশি । আমরা আশাবাদী ঘাটাল লোকসভা কেন্দ্রের সাধারণ মানুষ দু'হাত ভরে মোদিজির মনোনীত প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়কে সমর্থন করবেন এবং আগামী নির্বাচনে হিরণ চট্টোপাধ্যায় জয়লাভ করবেন । ঘাটালের মানুষের হয়ে কথা বলবেন ও ঘাটাল মাস্টার প্ল্যানে সাফল্য আসবে ।"
কেবল দাসপুর বিধানসভাই নয়, ঘাটাল পৌরসভার 13 নম্বর ওয়ার্ড এলাকায় দেওয়াল লিখন করা হয় বিজেপির তরফে । হিরণের সমর্থনে দেওয়াল লিখলেন ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাট । তিনি বলেন, "ভারতীয় জনতা পার্টি সবদিক দিয়েই প্রস্তুত ৷ আজকেই হিরন্ময় চট্টোপাধ্যায়ের নাম ঘোষণা হয়েছে ঘাটাল লোকসভার প্রার্থী হিসেবে ৷ আর আজ রাতেই ওঁনার সমর্থনে আমরা দেওয়াল লিখনের মাধ্যমে প্রচার শুরু করে দিয়েছি ৷ আমরা খুশি ও গর্বিত তিনি প্রার্থী হচ্ছেন । ঘাটাল বিধানসভার সর্বত্রই জোরকদমে প্রচার চলবে ৷ আমাদের একটাই লক্ষ্য এই প্রার্থীকে জয়লাভ করানো ।"
প্রার্থীর নাম ঘোষণা হতেই একদিকে যেমন ঘাটাল ও দাসপুরে হিরণের সমর্থনে দেওয়াল লিখনের মধ্যে দিয়ে প্রচার শুরু করে দিয়েছে বিজেপি, অপরদিকে হেভিওয়েট প্রার্থী হিসেবে হিরণের নাম ঘোষণা হতেই ঘাটাল শহরের বিভিন্ন দোকানগুলিতেও শুরু হয়ে গিয়েছে ফ্লেক্স তৈরির কাজ ।
আরও পড়ুন: