ETV Bharat / politics

তমলুকে প্রার্থী দেবাংশু, নাম ঘোষণা হতেই দেওয়াল লিখন শুরু তৃণমূলের - Lok Sabha Elections 2024

Wall postering for TMC candidate Debangshu Bhattacharya: তমলুকে তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য ৷ তাঁর নাম ঘোষণা হতেই দেওয়াল লিখন শুরু করে দিয়েছে তৃণমূল কংগ্রেস ৷

ETV BHARAT
ETV BHARAT
author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 10, 2024, 5:51 PM IST

তমলুক, 10 মার্চ: ব্রিগেডের মঞ্চ থেকে লোকসভা নির্বাচনে তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণা করেছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ 42টি কেন্দ্রে প্রার্থীদের নাম ঘোষণা করেন তিনি ৷ তখনই জানা যায়, তমলুক কেন্দ্রে প্রার্থী হচ্ছেন দেবাংশু ভট্টাচার্য ৷ তাঁর নাম ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গেও পূর্ব মেদিনীপুরের এই কেন্দ্রে দেওয়াল লিখন শুরু করে দেন তৃণমূল নেতা-কর্মীরা ৷

এ বার তৃণমূলের তরফ থেকে তমলুক লোকসভা কেন্দ্রের প্রার্থী হচ্ছেন দেবাংশু ভট্টাচার্য । এটা জানার পর ইতিমধ্যেই তৃণমূলের কর্মী সমর্থকরা তমলুক লোকসভা কেন্দ্রে খারুই অঞ্চলে দেওয়াল লিখনের কাজ শুরু করে দিয়েছেন । এই তমলুক লোকসভা কেন্দ্রে এখনও বিজেপির তরফ থেকে আনুষ্ঠানিক ভাবে কোনও প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি । তা সত্ত্বেও বিজেপির কর্মী সমর্থকরা তমলুক লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী হিসেবে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নাম লিখে প্রচার শুরু করে দিয়েছেন ।

তাই এ বার তৃণমূল কংগ্রেসের প্রার্থীর নাম ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গেই তারা দেওয়াল লিখন করে প্রচার শুরু করে দিল । তবে বাম ও কংগ্রেস প্রার্থীর নাম নিয়ে এখনও স্পষ্টভাবে কিছু জানা যায়নি ।

এই কেন্দ্রে দু'বারের সাংসদ রয়েছেন অধিকারী পরিবারের সেজো ছেলে দিব্যেন্দু অধিকারী । শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগদান করার পর পুরো আধিকারী পরিবারটাই কার্যত কোণঠাসা হয়ে পড়ে তৃণমূলের কাছে । খাতায় কলমে তৃণমূলের সাংসদ থাকলেও বিভিন্ন সময় দিব্যেন্দু অধিকারীকে তৃণমূলের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করতে দেখা গিয়েছে । কিন্তু তৃণমূলের তরফ থেকে এখনও পর্যন্ত দিব্যেন্দু অধিকারীর বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি । তবে এ বারে কি বিজেপির হয়ে প্রচারে নামবেন শুভেন্দু অধিকারীর সেজো ভাই দিব্যেন্দু অধিকারী ? তা নিয়ে জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে ৷

আরও পড়ুন:

  1. তৃণমূলের নায়িকা সংবাদ! প্রার্থী তালিকা থেকে বাদ মিমি-নুসরত, জুড়ল রচনা-সায়নী-জুনের নাম
  2. বিচারব্যবস্থাকে সম্মান করি, বিচারের চেয়ারে বসা কেউটেকে নয়:মমতা
  3. 'জনগণের গর্জন, বাংলায় বিরোধীদের বিসর্জন', ব্রিগেডের মঞ্চে হুঙ্কার অভিষেকের

তমলুক, 10 মার্চ: ব্রিগেডের মঞ্চ থেকে লোকসভা নির্বাচনে তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণা করেছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ 42টি কেন্দ্রে প্রার্থীদের নাম ঘোষণা করেন তিনি ৷ তখনই জানা যায়, তমলুক কেন্দ্রে প্রার্থী হচ্ছেন দেবাংশু ভট্টাচার্য ৷ তাঁর নাম ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গেও পূর্ব মেদিনীপুরের এই কেন্দ্রে দেওয়াল লিখন শুরু করে দেন তৃণমূল নেতা-কর্মীরা ৷

এ বার তৃণমূলের তরফ থেকে তমলুক লোকসভা কেন্দ্রের প্রার্থী হচ্ছেন দেবাংশু ভট্টাচার্য । এটা জানার পর ইতিমধ্যেই তৃণমূলের কর্মী সমর্থকরা তমলুক লোকসভা কেন্দ্রে খারুই অঞ্চলে দেওয়াল লিখনের কাজ শুরু করে দিয়েছেন । এই তমলুক লোকসভা কেন্দ্রে এখনও বিজেপির তরফ থেকে আনুষ্ঠানিক ভাবে কোনও প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি । তা সত্ত্বেও বিজেপির কর্মী সমর্থকরা তমলুক লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী হিসেবে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নাম লিখে প্রচার শুরু করে দিয়েছেন ।

তাই এ বার তৃণমূল কংগ্রেসের প্রার্থীর নাম ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গেই তারা দেওয়াল লিখন করে প্রচার শুরু করে দিল । তবে বাম ও কংগ্রেস প্রার্থীর নাম নিয়ে এখনও স্পষ্টভাবে কিছু জানা যায়নি ।

এই কেন্দ্রে দু'বারের সাংসদ রয়েছেন অধিকারী পরিবারের সেজো ছেলে দিব্যেন্দু অধিকারী । শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগদান করার পর পুরো আধিকারী পরিবারটাই কার্যত কোণঠাসা হয়ে পড়ে তৃণমূলের কাছে । খাতায় কলমে তৃণমূলের সাংসদ থাকলেও বিভিন্ন সময় দিব্যেন্দু অধিকারীকে তৃণমূলের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করতে দেখা গিয়েছে । কিন্তু তৃণমূলের তরফ থেকে এখনও পর্যন্ত দিব্যেন্দু অধিকারীর বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি । তবে এ বারে কি বিজেপির হয়ে প্রচারে নামবেন শুভেন্দু অধিকারীর সেজো ভাই দিব্যেন্দু অধিকারী ? তা নিয়ে জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে ৷

আরও পড়ুন:

  1. তৃণমূলের নায়িকা সংবাদ! প্রার্থী তালিকা থেকে বাদ মিমি-নুসরত, জুড়ল রচনা-সায়নী-জুনের নাম
  2. বিচারব্যবস্থাকে সম্মান করি, বিচারের চেয়ারে বসা কেউটেকে নয়:মমতা
  3. 'জনগণের গর্জন, বাংলায় বিরোধীদের বিসর্জন', ব্রিগেডের মঞ্চে হুঙ্কার অভিষেকের
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.