ETV Bharat / politics

লোকসভা ভোট ঘোষণা এখনও হয়নি, তার আগেই উত্তর মালদায় ‘প্রচারে’ বিজেপি-তৃণমূলের সম্ভাব্য প্রার্থীরা - Malda

Lok Sabha Elections 2024: এখনও ঘোষণা হয়নি লোকসভা নির্বাচনের ৷ ফলে প্রার্থী তালিকাও ঘোষণা হয়নি ৷ কিন্তু তার আগেই কার্যত প্রচারে নেমে পড়েছেন বিজেপির খগেন মুর্মু ও তৃণমূলের মৌসম নুর ৷ আপাতত বাড়ি বাড়ি জনসংযোগ করছেন তাঁরা ৷ সাধারণ মানুষের কাছে তুলে ধরছেন দলের কথা ৷

BJP-TMC
BJP-TMC
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 20, 2024, 5:36 PM IST

Updated : Feb 20, 2024, 6:53 PM IST

লোকসভা ভোট ঘোষণা এখনও হয়নি, তার আগেই উত্তর মালদায় ‘প্রচারে’ বিজেপি-তৃণমূলের সম্ভাব্য প্রার্থীরা

মালদা, 20 ফেব্রুয়ারি: মূল প্রতিপক্ষ মৌসম হলে এবার লড়াইটা কঠিন হতে পারে ৷ সেকথা বিলক্ষণ বুঝেছেন উত্তর মালদার সাংসদ বিজেপির খগেন মুর্মু ৷ তাই দল কবে প্রার্থী ঘোষণা করবে কিংবা কমিশন কবে নির্বাচনের ডঙ্কা বাজাবে, তার অপেক্ষা করেননি তিনি ৷ নেমে পড়েছেন ময়দানে ৷ প্রতিদিনই সকাল থেকে সন্ধে পর্যন্ত কার্যত চষে বেড়াচ্ছেন নিজের সংসদীয় এলাকা ৷ অবশ্য বসে নেই রাজ্যসভায় তৃণমূলের সাংসদ মৌসম নুরও ৷ উত্তর মালদার বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি শুরু করে দিয়েছেন তিনিও ৷ ফলে নির্বাচন ঘোষণার আগেই উত্তর মালদায় বইতে শুরু করেছে ভোট রাজনীতির হাওয়াও ৷

BJP
পুরাতন মালদায় জনসংযোগ বিজেপি সাংসদ খগেন মুর্মুর৷

ক’দিন ধরেই দলের গ্রাম চলো অভিযান শুরু করেছেন খগেন মুর্মু ৷ তবে মঙ্গলবার তিনি কোনও গ্রামে নয়, অভিযান চালিয়েছেন পুরাতন মালদা পৌরসভার 3 নম্বর ওয়ার্ডের বিভিন্ন পাড়ায় ৷ সঙ্গে ছিলেন ওই ওয়ার্ডের দলীয় কাউন্সিলর স্বপ্না হালদার-সহ বিজেপির নেতা-কর্মীরা৷ হাতে গোলাপ ফুল নিয়ে সাংসদ পৌঁছে গিয়েছেন বাড়ির ভিতর পর্যন্ত ৷ যাঁরা কেন্দ্রীয় কোনও প্রকল্পের সুবিধে পেয়েছেন, তাঁদের বাড়ি গিয়েছেন তিনি ৷ লাল গোলাপ হাতে দিয়ে উপভোক্তাদের ধন্যবাদ জ্ঞাপন করেছেন ৷

BJP
পুরাতন মালদায় জনসংযোগ বিজেপি সাংসদ খগেন মুর্মুর৷

গত 10 বছরে প্রধানমন্ত্রী দেশবাসীর জন্য কী কী করেছেন, তার খতিয়ান তুলে ধরেছেন মানুষের কাছে ৷ যদিও সাংসদের এহেন মানসিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিতরা ৷ তাঁদের বক্তব্য, তবে কি খগেনবাবু তাঁদের সাংসদ নন ? যদিও এই প্রশ্নের উত্তর পাওয়া যায়নি সাংসদের কাছে ৷

TMC
তৃণমূলের ক্যাম্পে রাজ্যসভার সাংসদ মৌসম নুর৷ মালদার হবিবপুরে৷

খগেন মুর্মু বলেন, “খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নির্দেশ দিয়েছেন, যাঁরা তাঁর চালু করা প্রকল্পগুলির সুবিধা পেয়েছেন, তাঁদের গোলাপ ফুল দিয়ে প্রধানমন্ত্রীর তরফে ধন্যবাদ জ্ঞাপন করতে হবে ৷ আবাস যোজনা, উজ্জ্বলা, কিষাণনিধি প্রকল্প-সহ প্রচুর প্রকল্প চালু করেছেন আমাদের প্রধানমন্ত্রী ৷ এই ওয়ার্ডের বেশিরভাগ মানুষই কোনও না কোনও প্রকল্পের সুবিধা পেয়েছেন ৷ গতকাল (সোমবার) 2 নম্বর ওয়ার্ডেও একই ছবি ধরা পড়েছে ৷ মোদিজির নির্দেশেই আজ আমরা বাড়ি বাড়ি গিয়ে মানুষকে ধন্যবাদ জানাচ্ছি ৷”

TMC
তৃণমূলের ক্যাম্পে রাজ্যসভার সাংসদ মৌসম নুর৷ মালদার হবিবপুরে৷

এদিকে এ দিন হবিবপুরের বিস্তীর্ণ এলাকা চষে বেরিয়েছেন উত্তর মালদা কেন্দ্রে তৃণমূলের সম্ভাব্য প্রার্থী মৌসম নুরও ৷ এই মুহূর্তে জেলাজুড়ে ক্যাম্প করে 100 দিনের কাজ প্রকল্পের শ্রমিকদের নাম-সহ নথিপত্র জমা নিচ্ছে তৃণমূল ৷ বিশেষত যাঁরা ওই কাজ করে এখনও পারিশ্রমিক পাননি, তাঁদের জন্য 50 দিনের মজুরির কথা ঘোষণা করেছে রাজ্য সরকার ৷ বকেয়া পেতে ক্যাম্পগুলিতে যাচ্ছেন শ্রমিকরা ৷ মৌসম এ দিন সেই ক্যাম্পগুলিকেই জনসংযোগের নিশানা করেন ৷

একাধিক ক্যাম্পে, এমনকি অনেক বাড়িতে গিয়েও তিনি রাজ্যের এই উপকারের কথা মানুষকে মনে করিয়ে দেন ৷ কেন্দ্রের বঞ্চনার বিষয়টিও তুলে ধরেন ৷ ফোনে তিনি বলেন, “মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্তে গরিব মানুষের অনেক উপকার হয়েছে ৷ বঞ্চিত মানুষজনের সুবিধার জন্য দলের তরফে ক্যাম্প করে সাহায্য করা হচ্ছে ৷ আজ বিভিন্ন গ্রামে গিয়ে সেই ক্যাম্পগুলি পরিদর্শন করেছি ৷ সব জায়গায় সঠিক কাজ চলছে ৷ তবে এর সঙ্গে আমার প্রার্থী হওয়ার সম্পর্ক খোঁজা অর্থহীন ৷ সেটা দলের বিষয় ৷ একজন তৃণমূল সৈনিক হিসাবে আমি শুধু আমার কাজটুকু করে যাচ্ছি ৷”

আরও পড়ুন:

  1. জেলা সভাপতির পর প্রাক্তন সাংসদ, ভোট চাইতে গেলে খগেন মুর্মুকে আটকে রাখার নিদান অর্পিতার
  2. লোকসভা ভোটে দল প্রার্থী করলে নিজের পরিচিতিতেই জিতবেন, আশাবাদী তৃণমূলের মৌসম

লোকসভা ভোট ঘোষণা এখনও হয়নি, তার আগেই উত্তর মালদায় ‘প্রচারে’ বিজেপি-তৃণমূলের সম্ভাব্য প্রার্থীরা

মালদা, 20 ফেব্রুয়ারি: মূল প্রতিপক্ষ মৌসম হলে এবার লড়াইটা কঠিন হতে পারে ৷ সেকথা বিলক্ষণ বুঝেছেন উত্তর মালদার সাংসদ বিজেপির খগেন মুর্মু ৷ তাই দল কবে প্রার্থী ঘোষণা করবে কিংবা কমিশন কবে নির্বাচনের ডঙ্কা বাজাবে, তার অপেক্ষা করেননি তিনি ৷ নেমে পড়েছেন ময়দানে ৷ প্রতিদিনই সকাল থেকে সন্ধে পর্যন্ত কার্যত চষে বেড়াচ্ছেন নিজের সংসদীয় এলাকা ৷ অবশ্য বসে নেই রাজ্যসভায় তৃণমূলের সাংসদ মৌসম নুরও ৷ উত্তর মালদার বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি শুরু করে দিয়েছেন তিনিও ৷ ফলে নির্বাচন ঘোষণার আগেই উত্তর মালদায় বইতে শুরু করেছে ভোট রাজনীতির হাওয়াও ৷

BJP
পুরাতন মালদায় জনসংযোগ বিজেপি সাংসদ খগেন মুর্মুর৷

ক’দিন ধরেই দলের গ্রাম চলো অভিযান শুরু করেছেন খগেন মুর্মু ৷ তবে মঙ্গলবার তিনি কোনও গ্রামে নয়, অভিযান চালিয়েছেন পুরাতন মালদা পৌরসভার 3 নম্বর ওয়ার্ডের বিভিন্ন পাড়ায় ৷ সঙ্গে ছিলেন ওই ওয়ার্ডের দলীয় কাউন্সিলর স্বপ্না হালদার-সহ বিজেপির নেতা-কর্মীরা৷ হাতে গোলাপ ফুল নিয়ে সাংসদ পৌঁছে গিয়েছেন বাড়ির ভিতর পর্যন্ত ৷ যাঁরা কেন্দ্রীয় কোনও প্রকল্পের সুবিধে পেয়েছেন, তাঁদের বাড়ি গিয়েছেন তিনি ৷ লাল গোলাপ হাতে দিয়ে উপভোক্তাদের ধন্যবাদ জ্ঞাপন করেছেন ৷

BJP
পুরাতন মালদায় জনসংযোগ বিজেপি সাংসদ খগেন মুর্মুর৷

গত 10 বছরে প্রধানমন্ত্রী দেশবাসীর জন্য কী কী করেছেন, তার খতিয়ান তুলে ধরেছেন মানুষের কাছে ৷ যদিও সাংসদের এহেন মানসিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিতরা ৷ তাঁদের বক্তব্য, তবে কি খগেনবাবু তাঁদের সাংসদ নন ? যদিও এই প্রশ্নের উত্তর পাওয়া যায়নি সাংসদের কাছে ৷

TMC
তৃণমূলের ক্যাম্পে রাজ্যসভার সাংসদ মৌসম নুর৷ মালদার হবিবপুরে৷

খগেন মুর্মু বলেন, “খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নির্দেশ দিয়েছেন, যাঁরা তাঁর চালু করা প্রকল্পগুলির সুবিধা পেয়েছেন, তাঁদের গোলাপ ফুল দিয়ে প্রধানমন্ত্রীর তরফে ধন্যবাদ জ্ঞাপন করতে হবে ৷ আবাস যোজনা, উজ্জ্বলা, কিষাণনিধি প্রকল্প-সহ প্রচুর প্রকল্প চালু করেছেন আমাদের প্রধানমন্ত্রী ৷ এই ওয়ার্ডের বেশিরভাগ মানুষই কোনও না কোনও প্রকল্পের সুবিধা পেয়েছেন ৷ গতকাল (সোমবার) 2 নম্বর ওয়ার্ডেও একই ছবি ধরা পড়েছে ৷ মোদিজির নির্দেশেই আজ আমরা বাড়ি বাড়ি গিয়ে মানুষকে ধন্যবাদ জানাচ্ছি ৷”

TMC
তৃণমূলের ক্যাম্পে রাজ্যসভার সাংসদ মৌসম নুর৷ মালদার হবিবপুরে৷

এদিকে এ দিন হবিবপুরের বিস্তীর্ণ এলাকা চষে বেরিয়েছেন উত্তর মালদা কেন্দ্রে তৃণমূলের সম্ভাব্য প্রার্থী মৌসম নুরও ৷ এই মুহূর্তে জেলাজুড়ে ক্যাম্প করে 100 দিনের কাজ প্রকল্পের শ্রমিকদের নাম-সহ নথিপত্র জমা নিচ্ছে তৃণমূল ৷ বিশেষত যাঁরা ওই কাজ করে এখনও পারিশ্রমিক পাননি, তাঁদের জন্য 50 দিনের মজুরির কথা ঘোষণা করেছে রাজ্য সরকার ৷ বকেয়া পেতে ক্যাম্পগুলিতে যাচ্ছেন শ্রমিকরা ৷ মৌসম এ দিন সেই ক্যাম্পগুলিকেই জনসংযোগের নিশানা করেন ৷

একাধিক ক্যাম্পে, এমনকি অনেক বাড়িতে গিয়েও তিনি রাজ্যের এই উপকারের কথা মানুষকে মনে করিয়ে দেন ৷ কেন্দ্রের বঞ্চনার বিষয়টিও তুলে ধরেন ৷ ফোনে তিনি বলেন, “মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্তে গরিব মানুষের অনেক উপকার হয়েছে ৷ বঞ্চিত মানুষজনের সুবিধার জন্য দলের তরফে ক্যাম্প করে সাহায্য করা হচ্ছে ৷ আজ বিভিন্ন গ্রামে গিয়ে সেই ক্যাম্পগুলি পরিদর্শন করেছি ৷ সব জায়গায় সঠিক কাজ চলছে ৷ তবে এর সঙ্গে আমার প্রার্থী হওয়ার সম্পর্ক খোঁজা অর্থহীন ৷ সেটা দলের বিষয় ৷ একজন তৃণমূল সৈনিক হিসাবে আমি শুধু আমার কাজটুকু করে যাচ্ছি ৷”

আরও পড়ুন:

  1. জেলা সভাপতির পর প্রাক্তন সাংসদ, ভোট চাইতে গেলে খগেন মুর্মুকে আটকে রাখার নিদান অর্পিতার
  2. লোকসভা ভোটে দল প্রার্থী করলে নিজের পরিচিতিতেই জিতবেন, আশাবাদী তৃণমূলের মৌসম
Last Updated : Feb 20, 2024, 6:53 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.