ETV Bharat / politics

একুশে জুলাইয়ের প্রচারে ব্যানার প্রকাশ তৃণমূল কংগ্রেসের - Trinamool Congress

author img

By ETV Bharat Bangla Team

Published : Jun 27, 2024, 5:13 PM IST

Trinamool Congress: 1993 সালে যুব কংগ্রেসের 13 জন কর্মীকে হত্যার প্রতিবাদে প্রতিবছর ধর্মতলায় শহিদ দিবস পালন করে তৃণমূল কংগ্রেস ৷ এবারও তার ব্য়তিক্রম হবে না ৷ এখন থেকে তৃণমূল একুশের প্রস্তুতি শুরু করে দিয়েছে ৷ বৃহস্পতিবার প্রকাশিত হল ব্যানার ৷

Trinamool Congress
তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (ইটিভি ভারত)

কলকাতা, 27 জুন: চব্বিশের লোকসভা নির্বাচনে জয় এখন অতীত । মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে যেমন আবার প্রশাসনিক কাজকর্মে অ্যাকশন মোডে ফেরত এসেছেন, একই সঙ্গে তৃণমূল কংগ্রেসও পরবর্তী কর্মসূচির প্রস্তুতি শুরু করেছে । জুলাই মাস সামনে । তার মানেই একুশে জুলাই । ইতিমধ্যেই এই একুশে জুলাইকে সামনে রেখেই শাসক দলের প্রস্তুতি তুঙ্গে ।

আজ বৃহস্পতিবার রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের তরফ থেকে আনুষ্ঠানিকভাবে একুশে জুলাই-এর প্রচারের জন্য ব্যানার প্রকাশ্যে আনা হল । একুশের সেই ঘটনার একটি দৃশ্য তুলে ধরে আর তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে এই প্রচারের ব্যানারটি শাসক দলের সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করা হয়েছে ।

Trinamool Congress
একুশে জুলাইয়ের প্রচারে তৃণমূল কংগ্রেসের ব্যানার (ইটিভি ভারত)

একই সঙ্গে জানিয়ে দেওয়া হয়েছে, এবারও প্রতিবছরের মতো ধর্মতলায় ভিক্টোরিয়া হাউজের সামনেই তৃণমূল কংগ্রেসের শহিদ তর্পণ অনুষ্ঠিত হবে । যেখানে প্রধান বক্তা অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায় । একই সঙ্গে ওই দিন এই লোকসভা নির্বাচনে বিপুল জয়কে রাজ্যের মা মাটি মানুষের উদ্দেশ্যে তুলে ধরবেন তৃণমূল নেত্রী ।

উল্লেখ্য, 1993 সালের 21 জুলাই ভোটার আইডি কার্ডের দাবিতে মমতা বন্দ্যোপাধ্য়ায়ের নেতৃত্বে মিছিল করেছিল যুব কংগ্রেস ৷ ভিক্টোরিয়া হাউজের সামনে সেদিন পুলিশের গুলিতে 13 জন যুব কংগ্রেস কর্মীর মৃত্যু হয় ৷ এর পর থেকে প্রতিবছর 21 জুলাই ভিক্টোরিয়া হাউজের সামনে শহিদ দিবস পালন করেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ প্রথমে কংগ্রেসের ব্যানারেই এই অনুষ্ঠান হত ৷ পরে তৃণমূল কংগ্রেস এই দিনটিতে শহিদ-স্মরণ করে ৷

প্রতিবারই মমতা বন্দ্যোপাধ্য়ায় শহিদ দিবসের মঞ্চ থেকে সারা বছরে তৃণমূলের কর্মসূচি ঘোষণা করেন ৷ বিরোধীদের বিভিন্ন ইস্যুতে জবাব দেন ৷ সেই কথা শুনতেই রাজ্যের বিভিন্ন প্রান্তের তৃণমূল কর্মীরা ভিড় করেন ধর্মতলায় ৷ সাম্প্রতিক কয়েক বছরে মমতার পাশাপাশি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তৃতা শুনতেই উৎসুক থাকেন শাসক দলের কর্মী-সমর্থকরা ৷ এবারও তাঁরা আসবেন আগামিদিনে রাজ্য তথা দেশের রাজনীতি নিয়ে মমতা-অভিষেকের বার্তা শুনতে ৷

কলকাতা, 27 জুন: চব্বিশের লোকসভা নির্বাচনে জয় এখন অতীত । মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে যেমন আবার প্রশাসনিক কাজকর্মে অ্যাকশন মোডে ফেরত এসেছেন, একই সঙ্গে তৃণমূল কংগ্রেসও পরবর্তী কর্মসূচির প্রস্তুতি শুরু করেছে । জুলাই মাস সামনে । তার মানেই একুশে জুলাই । ইতিমধ্যেই এই একুশে জুলাইকে সামনে রেখেই শাসক দলের প্রস্তুতি তুঙ্গে ।

আজ বৃহস্পতিবার রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের তরফ থেকে আনুষ্ঠানিকভাবে একুশে জুলাই-এর প্রচারের জন্য ব্যানার প্রকাশ্যে আনা হল । একুশের সেই ঘটনার একটি দৃশ্য তুলে ধরে আর তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে এই প্রচারের ব্যানারটি শাসক দলের সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করা হয়েছে ।

Trinamool Congress
একুশে জুলাইয়ের প্রচারে তৃণমূল কংগ্রেসের ব্যানার (ইটিভি ভারত)

একই সঙ্গে জানিয়ে দেওয়া হয়েছে, এবারও প্রতিবছরের মতো ধর্মতলায় ভিক্টোরিয়া হাউজের সামনেই তৃণমূল কংগ্রেসের শহিদ তর্পণ অনুষ্ঠিত হবে । যেখানে প্রধান বক্তা অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায় । একই সঙ্গে ওই দিন এই লোকসভা নির্বাচনে বিপুল জয়কে রাজ্যের মা মাটি মানুষের উদ্দেশ্যে তুলে ধরবেন তৃণমূল নেত্রী ।

উল্লেখ্য, 1993 সালের 21 জুলাই ভোটার আইডি কার্ডের দাবিতে মমতা বন্দ্যোপাধ্য়ায়ের নেতৃত্বে মিছিল করেছিল যুব কংগ্রেস ৷ ভিক্টোরিয়া হাউজের সামনে সেদিন পুলিশের গুলিতে 13 জন যুব কংগ্রেস কর্মীর মৃত্যু হয় ৷ এর পর থেকে প্রতিবছর 21 জুলাই ভিক্টোরিয়া হাউজের সামনে শহিদ দিবস পালন করেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ প্রথমে কংগ্রেসের ব্যানারেই এই অনুষ্ঠান হত ৷ পরে তৃণমূল কংগ্রেস এই দিনটিতে শহিদ-স্মরণ করে ৷

প্রতিবারই মমতা বন্দ্যোপাধ্য়ায় শহিদ দিবসের মঞ্চ থেকে সারা বছরে তৃণমূলের কর্মসূচি ঘোষণা করেন ৷ বিরোধীদের বিভিন্ন ইস্যুতে জবাব দেন ৷ সেই কথা শুনতেই রাজ্যের বিভিন্ন প্রান্তের তৃণমূল কর্মীরা ভিড় করেন ধর্মতলায় ৷ সাম্প্রতিক কয়েক বছরে মমতার পাশাপাশি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তৃতা শুনতেই উৎসুক থাকেন শাসক দলের কর্মী-সমর্থকরা ৷ এবারও তাঁরা আসবেন আগামিদিনে রাজ্য তথা দেশের রাজনীতি নিয়ে মমতা-অভিষেকের বার্তা শুনতে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.