কলকাতা, 6 ফেব্রুয়ারি: রাজ্যের বিভিন্ন জায়গায় কেন্দ্রীয় এজেন্সির তল্লাশি নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে তোপ দাগল তৃণমূল কংগ্রেস ৷ বাংলার শাসক দলের অন্যতম শীর্ষনেত্রী তথা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের মন্ত্রী শশী পাঁজার অভিযোগ, শুভেন্দু অধিকারীর ইন্ধনেই এই তল্লাশি অভিযান চালিয়ে বাংলার মানুষকে হেনস্তা করা হচ্ছে ৷
কেন্দ্রের মোদি সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে গত শুক্রবার থেকে কলকাতার রেড রোডে ধরনায় বসেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায় ৷ রেড রোডে ড. বিআর আম্বেদকরের মূর্তির পাদদেশে সেই ধরনা মঞ্চের সামনে দাঁড়িয়েই মঙ্গলবার শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এই অভিযোগ তুলেছেন শশী পাঁজা ৷
তিনি এ দিন কেন্দ্রীয় এজেন্সির তল্লাশি অভিযানের সঙ্গে শুভেন্দু অধিকারীর দিল্লি সফরকে একসূত্রে গেঁথেছেন ৷ শশী পাঁজা বলেন, ‘‘শুভেন্দু অধিকারী গতকাল (সোমবার) দিল্লি থেকে ধমকানি-চমকানি দিয়েছেন ৷ বিভিন্ন নেতাদের সঙ্গে দেখা করেছেন ৷ বিভিন্ন দফতরে গিয়েছেন ৷ তাঁর সাক্ষাতের বিষয়বস্তু বলছেন না ৷ কিন্তু বলছেন যে বাংলা দেখবে আগামিদিনে কী হতে চলেছে ৷’’
ফলে এটা স্পষ্ট যে এ দিনের তল্লাশি অভিযানের জন্য শুভেন্দুকেই সরাসরি কাঠগড়ায় তুলেছেন তিনি ৷ আসলে তিনি বলতে চাইছেন যে দিল্লিতে গিয়ে শুভেন্দু অধিকারী ইন্ধন দেওয়াতেই এই তল্লাশি অভিযান ৷ তাই তাঁর দাবি, ‘‘গতকাল (সোমবার) শুভেন্দু অধিকারীর বিভিন্ন দফতরে বৈঠক ৷ তার পর আজ ইডির অভিযান৷ ক্রোনোলজি বুঝতে হবে ৷’’
একই সঙ্গে শশী পাঁজা অভিযোগ করেছেন যে 21 লক্ষ বঞ্চিতকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বকেয়া টাকা দেওয়ার কথা বলার পরই বিজেপি রাজনৈতিক উদ্দেশ্য়প্রণোদিতভাবে বদলার মনোভাব নিয়েছে ৷ তিনি উত্তর ও মধ্যপ্রদেশের উদাহরণ টেনেছেন ৷ জানিয়েছেন, উত্তরপ্রদেশ-মধ্যপ্রদেশে বেশি জবকার্ড বাতিল করেছে কেন্দ্র ৷ তার পরও সেখানে একশো দিনের টাকা আটকানো হয়নি ৷ বাংলায় টাকা আটকানো হয়েছে৷ অথচ বিজেপি ইডি ও সিবিআই পাঠিয়ে বাংলার মানুষকে হেনস্তা করছে ৷
উল্লেখ্য, এ দিন সকাল থেকে বাংলার বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ৷ একশো দিনের কাজের দুর্নীতিতেই এই তল্লাশি অভিযান চলছে ৷ কোথাও সরকারি আধিকারিকের ফ্ল্যাটে তল্লাশি চলছে ৷ আবার তল্লাশি চলছে পঞ্চায়েত সদস্যদের বাড়িতেও ৷
আরও পড়ুন: