কলকাতা, 19 ফেব্রুয়ারি: সর্বভারতীয় দলের তকমা অনেক আগেই হারিয়েছে তৃণমূল ৷ তবুও, আসন্ন লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের বাইরে একাধিক রাজ্যে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে রাজ্যের শাসকদল ৷ তৃণমূল সূত্রে খবর, পশ্চিমবঙ্গের 42 আসনে প্রতিদ্বন্দ্বিতার পাশাপাশি তৃণমূল মেঘালয়, অসম ও উত্তরপ্রদেশে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তুতি নিচ্ছে ৷ অসমে কংগ্রেসে ভাঙন জারি রয়েছে ৷ একের পর এক কংগ্রেস নেতা ও বিধায়ক বিজেপিতে যোগ দিচ্ছেন ৷ ফলে অসমে কংগ্রেস ক্রমশ দূর্বল হচ্ছে ৷
এক্ষেত্রে তৃণমূল কংগ্রেস সেই শূন্যস্থান নিতে চাইছে ৷ কাজেই এবার লোকসভা নির্বাচনে অসমের 14টির মধ্যে দু’টি আসনে প্রার্থী দিতে পারে রাজ্যের শাসকদল ৷ এ প্রসঙ্গে তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার প্রার্থী সুস্মিতা দেব জানিয়েছেন, "আমরা লোকসভা নির্বাচনের লড়াইয়ের জন্য প্রস্তুত ৷ দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ইতিমধ্যেই এই সিদ্ধান্ত জানিয়েছি ৷ বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে আমরা এক ইঞ্চিও জমি ছাড়ব না ৷"
একইসঙ্গে মেঘালয়ে এই মুহূর্তে তৃণমূল নিজেদের প্রধান বিরোধী শক্তি হিসেবে দাবি করছে ৷ সেক্ষেত্রে এই রাজ্যেও লোকসভা নির্বাচনে সর্বশক্তি দিয়ে ঝাঁপাতে চাইছে বলে তৃণমূল সূত্রে খবর ৷ এই দুই রাজ্যের বাইরে আরও একটি রাজ্যে আসন্ন লোকসভা নির্বাচনে প্রার্থী দিতে পারে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল ৷ কয়েকদিন আগেই প্রকাশ্যে এসেছিল 'ইন্ডিয়া' জোটের অন্যতম সঙ্গী সমাজবাদী পার্টি আসন্ন লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে একটি আসন ছাড়তে পারে ৷ এক্ষেত্রে উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কমলাপতি ত্রিপাঠির নাতি রাজেশ ত্রিপাঠি তৃণমূলের হয়ে প্রার্থী হওয়ার সম্ভাবনা রয়েছে ওই আসনে ৷
ফলে শুধু পশ্চিমবঙ্গ নয়, বাইরের তিন রাজ্যেও প্রচারের জন্য ঝাঁপাতে পারে তৃণমূল ৷ এখন দেখার লোকসভা নির্বাচনের প্রচারে পশ্চিমবঙ্গের বাইরে কোনও রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রচারে যান কি না ৷
যতদূর জানা যাচ্ছে, আপাতত কৃষক আন্দোলনের জন্য এই মুহূর্তে পঞ্জাব সফর স্থগিত হলেও, লোকসভা নির্বাচনের আগে মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে যেতে পারেন ৷ এমনকি পঞ্জাবের আঞ্চলিক দলগুলিকে নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকও করতে পারেন বলে সূত্রের খবর ৷ তবে, এই মুহূর্তে মুখ্যমন্ত্রীর জেলা সফর চলবে ৷ বীরভূমের পর মমতা বন্দ্যোপাধ্যায়ের পরবর্তী গন্তব্য পুরুলিয়া, বাঁকুড়া এবং ঝাড়গ্রাম ৷ সাম্প্রতিক অতীতে মাধ্যমিক পরীক্ষার জন্য এই তিন জেলা সফর তিনি স্থগিত রেখেছিলেন ৷
আরও পড়ুন: