ETV Bharat / politics

বিজেপি না-ছাড়ার শোধ নিচ্ছে তৃণমূল, সন্দেশখালি 'স্টিং অপারেশন' নিয়ে অভিযোগ গঙ্গাধরের স্ত্রীর - Sandeshkhali Sting Operation - SANDESHKHALI STING OPERATION

Sandeshkhali Sting Operation: সন্দেশখালির স্টিং অপারেশনের ভাইরাল ভিডিয়ো আসল না নকল, তা নিয়ে তর্কবিতর্ক চলছে ৷ তদন্তকারীরা সংস্থা ও আদালত এনিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ৷ তবে, ভিডিয়োতে যে গঙ্গাধরা কয়ালকে দেখা গিয়েছে, তাঁর স্ত্রীর বক্তব্য কী ? আসুন জানা যাক ৷

ETV BHARAT
সন্দেশখালি স্টিং অপারেশ (ফাইল ও নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : May 6, 2024, 11:02 AM IST

তৃণমূলের বিরুদ্ধে ষড়যন্ত্র বলে অভিযোগ বিজেপি নেতা গঙ্গাধর কয়ালের স্ত্রী বিমলা কয়ালের (ইটিভি ভারত)

সন্দেশখালি, 6 মে: সন্দেশখালির স্টিং অপারেশন-কাণ্ডে তৃণমূলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ করলেন বিজেপির মণ্ডল সভাপতি গঙ্গাধর কয়ালের স্ত্রী বিমলা কয়াল ৷ স্বামীর পাশে দাঁড়িয়ে তাঁর বক্তব্য, "আমার স্বামী সম্পূর্ণ নির্দোষ ৷ বিজেপি করার জন‍্যই তৃণমূল প্ল্যান করে ফাঁসিয়েছে ওকে ৷ ঘটনার সত‍্যতা সামনে আনুক সিবিআই ৷ সেটাই আমরা চাই ৷"

কেন তাঁর স্বামীকে ফাঁসাল তৃণমূল ? এই প্রশ্নের জবাবে বিমলা বলেন, "দীর্ঘদিন ধরেই বিজেপি দলটা করি ৷ সেটাই আমাদের অপরাধ ৷ বিজেপি না ছাড়লে দেখে নেওয়ার হুমকিও দেওয়া হয়েছিল ৷ কিন্তু, তৃণমূলের সেই হুমকির কাছে আমরা মাথানত করিনি ৷ এর পরপরই এই ভিডিয়ো-কাণ্ড ৷ এখন এসব দেখে তৃণমূলের ষড়যন্ত্র স্পষ্ট বোঝা যাচ্ছে ৷ ওদের চক্রান্ত ছাড়া, অন‍্য কোনও ঘটনা নেই এর পিছনে ৷"

বিমলা কয়াল অভিযোগ করেছেন, পঞ্চায়েত ভোটে ও তারপরে তৃণমূলের হাতে তাদের আক্রান্ত হতে হয়েছিল ৷ গঙ্গাধর কয়ালের স্ত্রী বলেন, "সেই সময় পুলিশের সামনেই মারধর করা হয়েছিল আমার স্বামী গঙ্গাধরকে ৷ বাড়ি বয়ে হুমকিও দিয়ে গিয়েছিল তৃণমূলের লোকজন ৷ বলেছিল বিজেপি না ছাড়লে, ফল ভালো হবে না ৷ ওরা আমাদের উপর অনেক অত‍্যাচার করেছে ৷ সবকিছু মুখে বুজে সহ‍্য করতে হয়েছে ৷ কারণ, ওরা ক্ষমতাশালী ৷"

তবে, কি সন্দেশখালির আন্দোলন দমানোর উদ্দেশ্যে এই স্টিং ভিডিয়ো করা হয়েছিল ? এই প্রশ্নের উত্তরে তাঁর দাবি, "হতে পারে সেটা ৷ কিন্তু, এসব করে সন্দেশখালির আন্দোলন দমানো যাবে না ৷ কারণ, সেই আন্দোলন ছিল সঠিক ৷" দরমার এই ঘরেই স্টিং ভিডিয়ো করা হয়েছিল কিনা, তা জানতে চাইলে ওই মহিলা অবশ্য তা অস্বীকার করতে পারেননি ৷ তাঁর কথায়, "ভাইরাল হওয়া ভিডিয়োটি দেখে তো মনে হচ্ছে এই ঘরেই করা ৷"

ভিডিয়োতে যে নির্যাতিতার নাম শোনা গিয়েছে, তাঁকে কি এই ঘরেই নিয়ে আসা হয়েছিল ? যাঁরা স্টিং অপারেশন করলেন তাঁদের সম্পর্কে কি কিছু জানেন বিমলা কয়াল ? এই প্রশ্নের উত্তরে মণ্ডল সভাপতি গঙ্গাধর কয়ালের স্ত্রীর সোজাসাপ্টা জবাব, "আমি একজন আশা কর্মী ৷ ঘটনার সময় আমি আমার কর্মস্থলে ছিলাম ৷ তাই এই বিষয়ে আমি কিছুই জানি না ৷ আমার স্বামী সিবিআইয়ের কাছে অভিযোগ জানিয়েছে ৷ আশা করব, তাঁরা সঠিক ঘটনাটি সামনে আনবে ৷"

প্রসঙ্গত, স্টিং অপারেশনের ভাইরাল হওয়া ভিডিয়ো ইস্যুতে ইতিমধ্যে বিজেপি নেতা গঙ্গাধর কয়ালের গ্রেফতারি চেয়ে সুর চড়িয়েছেন তৃণমূল নেতৃত্ব ৷ গতকালও অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন, "বিজেপি 2000 টাকার বিনিময়ে মা-বোনেদের ইজ্জত বিক্রি করেছে ৷" পুলিশ প্রশাসনের কাছে যথাযথ ব্যবস্থা নেওয়ারও আরজিও জানিয়েছেন তিনি ৷ পাল্টা এই ঘটনায় আই-প‍্যাকের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তুলে শাসকদলের বিরুদ্ধে আন্দোলনেও নেমেছে গেরুয়া শিবির ৷ স্বভাবতই ভোট-বঙ্গে সন্দেশখালির স্টিং অপারেশন-কাণ্ডে রাজনৈতিক উত্তাপ বাড়তে শুরু করেছে ৷ ফলে, পরিস্থিতি শেষ পর্যন্ত কোন দিকে গড়ায়, সেটাই এখন দেখার ৷

আরও পড়ুন:

  1. 'ক্ষমতা থাকলে সিবিআই তুলে নিয়ে যাক', শুভেন্দুকে পালটা হুঁশিয়ারি অভিষেকের
  2. সন্দেশখালিতে নারী নির্যাতনের অভিযোগ সাজানো! ভাইরাল ভিডিয়োয় বিজেপি নেতার দাবি ঘিরে তরজা
  3. হাতিয়ার সন্দেশখালির ভিডিয়ো, বিজেপিকে উচিত শিক্ষা দেওয়ার ডাক অভিষেকের

তৃণমূলের বিরুদ্ধে ষড়যন্ত্র বলে অভিযোগ বিজেপি নেতা গঙ্গাধর কয়ালের স্ত্রী বিমলা কয়ালের (ইটিভি ভারত)

সন্দেশখালি, 6 মে: সন্দেশখালির স্টিং অপারেশন-কাণ্ডে তৃণমূলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ করলেন বিজেপির মণ্ডল সভাপতি গঙ্গাধর কয়ালের স্ত্রী বিমলা কয়াল ৷ স্বামীর পাশে দাঁড়িয়ে তাঁর বক্তব্য, "আমার স্বামী সম্পূর্ণ নির্দোষ ৷ বিজেপি করার জন‍্যই তৃণমূল প্ল্যান করে ফাঁসিয়েছে ওকে ৷ ঘটনার সত‍্যতা সামনে আনুক সিবিআই ৷ সেটাই আমরা চাই ৷"

কেন তাঁর স্বামীকে ফাঁসাল তৃণমূল ? এই প্রশ্নের জবাবে বিমলা বলেন, "দীর্ঘদিন ধরেই বিজেপি দলটা করি ৷ সেটাই আমাদের অপরাধ ৷ বিজেপি না ছাড়লে দেখে নেওয়ার হুমকিও দেওয়া হয়েছিল ৷ কিন্তু, তৃণমূলের সেই হুমকির কাছে আমরা মাথানত করিনি ৷ এর পরপরই এই ভিডিয়ো-কাণ্ড ৷ এখন এসব দেখে তৃণমূলের ষড়যন্ত্র স্পষ্ট বোঝা যাচ্ছে ৷ ওদের চক্রান্ত ছাড়া, অন‍্য কোনও ঘটনা নেই এর পিছনে ৷"

বিমলা কয়াল অভিযোগ করেছেন, পঞ্চায়েত ভোটে ও তারপরে তৃণমূলের হাতে তাদের আক্রান্ত হতে হয়েছিল ৷ গঙ্গাধর কয়ালের স্ত্রী বলেন, "সেই সময় পুলিশের সামনেই মারধর করা হয়েছিল আমার স্বামী গঙ্গাধরকে ৷ বাড়ি বয়ে হুমকিও দিয়ে গিয়েছিল তৃণমূলের লোকজন ৷ বলেছিল বিজেপি না ছাড়লে, ফল ভালো হবে না ৷ ওরা আমাদের উপর অনেক অত‍্যাচার করেছে ৷ সবকিছু মুখে বুজে সহ‍্য করতে হয়েছে ৷ কারণ, ওরা ক্ষমতাশালী ৷"

তবে, কি সন্দেশখালির আন্দোলন দমানোর উদ্দেশ্যে এই স্টিং ভিডিয়ো করা হয়েছিল ? এই প্রশ্নের উত্তরে তাঁর দাবি, "হতে পারে সেটা ৷ কিন্তু, এসব করে সন্দেশখালির আন্দোলন দমানো যাবে না ৷ কারণ, সেই আন্দোলন ছিল সঠিক ৷" দরমার এই ঘরেই স্টিং ভিডিয়ো করা হয়েছিল কিনা, তা জানতে চাইলে ওই মহিলা অবশ্য তা অস্বীকার করতে পারেননি ৷ তাঁর কথায়, "ভাইরাল হওয়া ভিডিয়োটি দেখে তো মনে হচ্ছে এই ঘরেই করা ৷"

ভিডিয়োতে যে নির্যাতিতার নাম শোনা গিয়েছে, তাঁকে কি এই ঘরেই নিয়ে আসা হয়েছিল ? যাঁরা স্টিং অপারেশন করলেন তাঁদের সম্পর্কে কি কিছু জানেন বিমলা কয়াল ? এই প্রশ্নের উত্তরে মণ্ডল সভাপতি গঙ্গাধর কয়ালের স্ত্রীর সোজাসাপ্টা জবাব, "আমি একজন আশা কর্মী ৷ ঘটনার সময় আমি আমার কর্মস্থলে ছিলাম ৷ তাই এই বিষয়ে আমি কিছুই জানি না ৷ আমার স্বামী সিবিআইয়ের কাছে অভিযোগ জানিয়েছে ৷ আশা করব, তাঁরা সঠিক ঘটনাটি সামনে আনবে ৷"

প্রসঙ্গত, স্টিং অপারেশনের ভাইরাল হওয়া ভিডিয়ো ইস্যুতে ইতিমধ্যে বিজেপি নেতা গঙ্গাধর কয়ালের গ্রেফতারি চেয়ে সুর চড়িয়েছেন তৃণমূল নেতৃত্ব ৷ গতকালও অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন, "বিজেপি 2000 টাকার বিনিময়ে মা-বোনেদের ইজ্জত বিক্রি করেছে ৷" পুলিশ প্রশাসনের কাছে যথাযথ ব্যবস্থা নেওয়ারও আরজিও জানিয়েছেন তিনি ৷ পাল্টা এই ঘটনায় আই-প‍্যাকের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তুলে শাসকদলের বিরুদ্ধে আন্দোলনেও নেমেছে গেরুয়া শিবির ৷ স্বভাবতই ভোট-বঙ্গে সন্দেশখালির স্টিং অপারেশন-কাণ্ডে রাজনৈতিক উত্তাপ বাড়তে শুরু করেছে ৷ ফলে, পরিস্থিতি শেষ পর্যন্ত কোন দিকে গড়ায়, সেটাই এখন দেখার ৷

আরও পড়ুন:

  1. 'ক্ষমতা থাকলে সিবিআই তুলে নিয়ে যাক', শুভেন্দুকে পালটা হুঁশিয়ারি অভিষেকের
  2. সন্দেশখালিতে নারী নির্যাতনের অভিযোগ সাজানো! ভাইরাল ভিডিয়োয় বিজেপি নেতার দাবি ঘিরে তরজা
  3. হাতিয়ার সন্দেশখালির ভিডিয়ো, বিজেপিকে উচিত শিক্ষা দেওয়ার ডাক অভিষেকের
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.