ETV Bharat / politics

মমতার দেওয়া সুবিধা নিয়ে প্রশ্ন তৃণমূলের, দেবাংশুর বিরুদ্ধে মহিলা কমিশনে রেখা - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024

TMC Slams Rekha Patra: স্বাস্থ্যসাথী কার্ড রয়েছে ৷ রেখা পাত্র পশ্চিমবঙ্গ সরকারের প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডারেরও উপভোক্তা ৷ তা নিয়েই এবার বসিরহাটের বিজেপি প্রার্থীকে বিঁধল রাজ্যের শাসকদল ৷

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 28, 2024, 6:11 PM IST

Updated : Mar 28, 2024, 7:57 PM IST

বসিরহাট, 28 মার্চ: কয়েকদিন আগে ফোনে খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে কথা বলেছেন তিনি ৷ 'শক্তি স্বরূপা' হিসাবে তাঁকে বর্ণনাও করেন মোদি ৷ বসিরহাটের সেই বিজেপি প্রার্থী রেখা পাত্রের বিরুদ্ধে সরকারি সুবিধা ভোগের অভিযোগ তুলল তৃণমূল কংগ্রেস ৷ বিজেপি প্রার্থীর স্বাস্থ্য সাথী কার্ডের তথ্য প্রকাশ্য়ে এনে তৃণমূলের দাবি, সরকারি পরিষেবা লক্ষ্মী ভাণ্ডার ও স্বাস্থ্যসাথী প্রাপকের তালিকায় নাম রয়েছে তাঁর ৷ পালটা তমলুকের তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্যের বিরুদ্ধে জাতীয় মহিলা কমিশনে নালিশ রেখা পাত্রর ৷

এই বিষয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে রাজ্যের শাসক দল । তৃণমূলের দাবি, 2021 সালের 25 অগস্ট 'দুয়ারে সরকার' ক্যাম্প থেকে স্বাস্থ্যসাথীর সুবিধা পাওয়ার জন্য আবেদন করেছিলেন রেখা পাত্র । সেই আবেদনের ভিত্তিতে এই পরিষেবা পান তিনি ।

বিজেপি প্রার্থীকে খোঁচা দিয়ে সন্দেশখালির তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতো বলেন, ‘‘রেখা পাত্র, বসিরহাট লোকসভার বিজেপির প্রার্থী শুনলাম অসুস্থ হয়েছেন । রাজ্যে মুখ্যমন্ত্রীর তৈরি স্বাস্থ্যসাথী কার্ড রয়েছে । তিনি লক্ষ্মীর ভাণ্ডারও পান । চাইলে তিনিও এর সাহায্য নিতে পারেন । অতএব এক্ষেত্রে যাঁরা মুখ্যমন্ত্রীর প্রকল্পের সুবিধা পেয়েও দিদির বিরোধিতা করবেন, তাঁদের বলব একটু ভেবে দেখুন ।’’

অন্য়দিকে, তৃণমূলের এই অভিযোগের কড়া জবাব দিয়েছে বিজেপি ৷ রাহুল সিনহা বলেন, ‘‘খ্য়মন্ত্রী যা দিয়েছেন হয় তা জনগনের করের টাকায় দিয়েছেন, নয় কেন্দ্রীয় সরকারের প্রকল্পের টাকায় দিয়েছেন ৷ সুতরাং ওরা যে সরকারি সমস্ত সুযোগ-সুবিধাকে দলের তহবিল মনে করছে, এই অভিযোগ করে সেটা তাঁরা বুঝিয়ে দিয়েছে ৷ রেখা যা সুবিধা নিয়েছে, তা সরকারের কাছ থেকে নিয়েছে ৷’’

আরও পড়ুন:

  1. বসিরহাটের প্রার্থীকে ফোন মোদির, মণিপুর প্রসঙ্গ টেনে মোদিকে খোঁচা শশী পাঁজার
  2. বসিরহাটের বিজেপি প্রার্থীকে শক্তি-স্বরূপ আখ্যা 'ভগবান' মোদির, অবাধে ভোট চান সন্দেশখালির রেখা
  3. বসিরহাটের বিজেপি প্রার্থী নিয়ে ক্ষোভ, ভুল বোঝাবুঝি মিটে গিয়েছে দাবি রেখার

বসিরহাট, 28 মার্চ: কয়েকদিন আগে ফোনে খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে কথা বলেছেন তিনি ৷ 'শক্তি স্বরূপা' হিসাবে তাঁকে বর্ণনাও করেন মোদি ৷ বসিরহাটের সেই বিজেপি প্রার্থী রেখা পাত্রের বিরুদ্ধে সরকারি সুবিধা ভোগের অভিযোগ তুলল তৃণমূল কংগ্রেস ৷ বিজেপি প্রার্থীর স্বাস্থ্য সাথী কার্ডের তথ্য প্রকাশ্য়ে এনে তৃণমূলের দাবি, সরকারি পরিষেবা লক্ষ্মী ভাণ্ডার ও স্বাস্থ্যসাথী প্রাপকের তালিকায় নাম রয়েছে তাঁর ৷ পালটা তমলুকের তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্যের বিরুদ্ধে জাতীয় মহিলা কমিশনে নালিশ রেখা পাত্রর ৷

এই বিষয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে রাজ্যের শাসক দল । তৃণমূলের দাবি, 2021 সালের 25 অগস্ট 'দুয়ারে সরকার' ক্যাম্প থেকে স্বাস্থ্যসাথীর সুবিধা পাওয়ার জন্য আবেদন করেছিলেন রেখা পাত্র । সেই আবেদনের ভিত্তিতে এই পরিষেবা পান তিনি ।

বিজেপি প্রার্থীকে খোঁচা দিয়ে সন্দেশখালির তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতো বলেন, ‘‘রেখা পাত্র, বসিরহাট লোকসভার বিজেপির প্রার্থী শুনলাম অসুস্থ হয়েছেন । রাজ্যে মুখ্যমন্ত্রীর তৈরি স্বাস্থ্যসাথী কার্ড রয়েছে । তিনি লক্ষ্মীর ভাণ্ডারও পান । চাইলে তিনিও এর সাহায্য নিতে পারেন । অতএব এক্ষেত্রে যাঁরা মুখ্যমন্ত্রীর প্রকল্পের সুবিধা পেয়েও দিদির বিরোধিতা করবেন, তাঁদের বলব একটু ভেবে দেখুন ।’’

অন্য়দিকে, তৃণমূলের এই অভিযোগের কড়া জবাব দিয়েছে বিজেপি ৷ রাহুল সিনহা বলেন, ‘‘খ্য়মন্ত্রী যা দিয়েছেন হয় তা জনগনের করের টাকায় দিয়েছেন, নয় কেন্দ্রীয় সরকারের প্রকল্পের টাকায় দিয়েছেন ৷ সুতরাং ওরা যে সরকারি সমস্ত সুযোগ-সুবিধাকে দলের তহবিল মনে করছে, এই অভিযোগ করে সেটা তাঁরা বুঝিয়ে দিয়েছে ৷ রেখা যা সুবিধা নিয়েছে, তা সরকারের কাছ থেকে নিয়েছে ৷’’

আরও পড়ুন:

  1. বসিরহাটের প্রার্থীকে ফোন মোদির, মণিপুর প্রসঙ্গ টেনে মোদিকে খোঁচা শশী পাঁজার
  2. বসিরহাটের বিজেপি প্রার্থীকে শক্তি-স্বরূপ আখ্যা 'ভগবান' মোদির, অবাধে ভোট চান সন্দেশখালির রেখা
  3. বসিরহাটের বিজেপি প্রার্থী নিয়ে ক্ষোভ, ভুল বোঝাবুঝি মিটে গিয়েছে দাবি রেখার
Last Updated : Mar 28, 2024, 7:57 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.