কলকাতা, 23 জুন: সাংসদদের শপথ অনুষ্ঠানে কেন্দ্রীয় সরকার তৈরি করা প্রোটেম স্পিকারদের তালিকায় নাম ছিল তৃণমূল কংগ্রেসের লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের । তবে সেই দায়িত্ব পালন করবেন না তিনি ৷ সে কথা স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন তৃণমূলের এই প্রবীণ নেতা । তাঁর কথায়, "দল চায় না 'ইন্ডিয়া' জোটের মধ্যে কোনও প্রভাব পড়ুক । আমি বরাবরই দলের অনুগত সৈনিক ৷ তাই দলের নির্দেশ মেনেই এই দায়িত্ব পালন করা আমার পক্ষে সম্ভব হচ্ছে না ।" একই সঙ্গে নিট ও নেটের দুর্নীতি নিয়েও সরব হয়েছেন সুদীপ বন্দোপাধ্যায় । দিল্লিতে তিনি জানিয়েছেন, এটা বিরাট দুর্নীতি । এর বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস চুপ করে বসে থাকবে না ।
সোমবার অর্থাৎ 24 জুন থেকে লোকসভায় বিশেষ অধিবেশন শুরু ৷ তার আগে এই প্রোটেম স্পিকারের প্রশ্নে কিছুটা হলেও বেকায়দায় কেন্দ্রের শাসক দল । শুধুমাত্র তৃণমূল কংগ্রেস নয়, প্রোটেম স্পিকারের প্রশ্নে একজোট 'ইন্ডিয়া'র শরিকরা । ইতিমধ্যেই সুদীপ বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি কংগ্রেসের তরফ থেকেও এই পদ গ্রহণ না করার কথা জানিয়ে দেওয়া হয়েছে । একই পথে হেঁটেছে ইন্ডিয়া শিবিরের অন্যতম বড় শরিক ডিএমকেও । ফলে অধিবেশন শুরুর আগেই একজোট বিরোধীরা ।
রবিবার দিল্লিতে তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যেপাধ্যায়ের বাড়িতে গিয়ে দেখা করেন সংসদ বিষয়ক মন্ত্রী কিরেণ রিজিজু । আসন্ন অধিবেশন যাতে সুষ্ঠুভাবে হতে পারে এবং সরকার বিরোধিতায় যেন সংসদ অচল হয়ে না পড়ে তা নিশ্চিত করতে তিনি এই তৃণমূল সাংসদের কাছে আহ্বান জানান । এদিকে তৃণমূলের তরফ থেকে সুদীপ বন্দ্যোপাধ্যায় পালটা বলেছেন যে, এটাও সরকারপক্ষকেই নিশ্চিত করতে হবে বিরোধীপক্ষ যেন তাদের বক্তব্য তুলে ধরার সুযোগ পায় ।
এদিন সুদীপ এটাও স্পষ্ট করে দিয়েছেন, নিট এবং নেট নিয়ে তাঁরা কোনওভাবেই ছেড়ে কথা বলবেন না । এই প্রবীণ তৃণমূল নেতার কথায়, "নিট দুর্নীতির পরিধি বিরাট। এর আগে ব্যাপম কেলেঙ্কারি হয়েছে । এই বিষয়ে ইন্ডিয়া জোটের নেতাদের সঙ্গে মিলেমিশেই এগোবে তৃণমূল।" তিনি এও বলেন , "নিট ও নেট কেলেঙ্কারি নিয়ে লোকসভার অধিবেশনে আলোচনার দাবি জানাব । প্রয়োজনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর কাছে জবাব চাইবে তৃণমূল । বিষয়টি আমরা সহজে ছেড়ে দেব না।"