ETV Bharat / politics

দিল্লিতে ম্যারাথন জেরা, প্রায় 8 ঘণ্টা পর ইডি দফতর ছাড়লেন দেব - ED interrogation

Actor turned MP Dev faced ED interrogation: গরুপাচারকাণ্ডে আবারও হাজিরা দিলেন তৃণমূল সাংসদ। বছর দেড়েক আগেও এই মামলাতেই কেন্দ্রীয় তদন্ত সংস্থার মুখোমুখি হয়েছিলেন দেব।

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 21, 2024, 11:04 PM IST

Updated : Feb 22, 2024, 8:35 AM IST

নয়াদিল্লি, 21 ফেব্রুয়ারি: ম্যারাথন জেরার মুখে পড়লেন তৃণমূল সাংসদ দীপক অধিকার ওরফে দেব। গরুপাচারের তদন্তে বুধবার দেবকে দিল্লিতে ডেকে পাঠিয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সেই মতো বুধবার সকাল 11টার কিছু আগে দিল্লির ইডি দফতরে এসে হাজিরা দেন দেব। এরপর প্রায় 8 ঘণ্টারও বেশি সময় ইডি দফতরেই ছিলেন। রাত 9টা নাগাদ এই কেন্দ্রীয় তদন্ত সংস্থার দফতর থেকে বেরিয়ে আসেন দেব। সংবাদমাধ্যমে সংক্ষিপ্ত প্রতিক্রিয়া দিয়েই বিমানবন্দরের দিকে চলে যান ঘাটালের তৃণমূল সাংসদ।

গত কয়েক বছর ধরেই গরুপাচার সংক্রান্ত বহু অভিযোগকে ঘিরে উত্তাল হয়েছে রাজ্য তথা জাতীয় রাজনীতি। এই অভিযোগে আগেও ইডি'র মুখোমুখি হন দেব । 2022 সালে কলকাতার সিজিও কমপ্লেক্সে গিয়ে হাজিরা দিয়েছিলেন দেব। এবারও এলেন। সকালে হাজিরা দেওয়ার আগে দেব জানান, ইডি যতবার ডাকবে ততবারই তিনি আসবেন। ফেরার সময়ও তিনি বলেন, "হাসি মুখে এসেছিলাম। হাসি মুখেই যাচ্ছি।" পাশাপাশি তিনি জানান, শুটিংয়ের কাজ থেকে বিরতি নিয়েই তিনি হাজিরা দিতে এসেছেন। খানিকক্ষণ কথা বলার পরই বিমান ধরতে চলে যান তৃণমূলের এই তারকা সাংসদ।

এমনিতেই গত কয়েকদিন ধরে শিরোনামে রয়েছেন দেব। সপ্তাহদু'য়েক আগে মনে করা হচ্ছিল রাজনীতি থেকে সরে যেতে চাইছেন নায়ক। এমন ভাবনার কারণ অবশ্য তিনি নিজেই। প্রথমে সোশাল মিডিয়ায় একটি পোস্ট করে জানিয়েদেন সংসদে তাঁর মেয়াদ শেষ হয়ে গিয়েছে। এর একদিন বাদে লোকসভা কক্ষেও নিজের বিদায়ের জোরালো ইঙ্গিত দেন দেব। তবে পরিস্থিতি তারপর থেকেই বদলাতে শুরু করে। প্রথমে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেন দেব। আরও পরে দেবকে পাশে নিয়েই ঘাটাল মাস্টার প্ল্যানের ঘোষণা করে দেন মমতা। এরপর নিজের সিদ্ধান্ত থেকে সরে আসেন দেব। রাজনীতি থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত ফিরিয়ে নেন অভিনেতা। এমনই আবহে তাঁকে ডেকে পাঠায় ইডি। আর সেইমতো এদিন হাজিরা দেন তিনি।

আরও পড়ুন:

  1. 'পার্লামেন্টে আজ আমার শেষদিন', ঘাটালের মানুষের অধিকার চেয়ে সংসদে বাংলায় সরব দেব
  2. মমতা- অভিষেকের সঙ্গে দেখা! লোকসভায় প্রার্থী হতে রাজি দেব

নয়াদিল্লি, 21 ফেব্রুয়ারি: ম্যারাথন জেরার মুখে পড়লেন তৃণমূল সাংসদ দীপক অধিকার ওরফে দেব। গরুপাচারের তদন্তে বুধবার দেবকে দিল্লিতে ডেকে পাঠিয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সেই মতো বুধবার সকাল 11টার কিছু আগে দিল্লির ইডি দফতরে এসে হাজিরা দেন দেব। এরপর প্রায় 8 ঘণ্টারও বেশি সময় ইডি দফতরেই ছিলেন। রাত 9টা নাগাদ এই কেন্দ্রীয় তদন্ত সংস্থার দফতর থেকে বেরিয়ে আসেন দেব। সংবাদমাধ্যমে সংক্ষিপ্ত প্রতিক্রিয়া দিয়েই বিমানবন্দরের দিকে চলে যান ঘাটালের তৃণমূল সাংসদ।

গত কয়েক বছর ধরেই গরুপাচার সংক্রান্ত বহু অভিযোগকে ঘিরে উত্তাল হয়েছে রাজ্য তথা জাতীয় রাজনীতি। এই অভিযোগে আগেও ইডি'র মুখোমুখি হন দেব । 2022 সালে কলকাতার সিজিও কমপ্লেক্সে গিয়ে হাজিরা দিয়েছিলেন দেব। এবারও এলেন। সকালে হাজিরা দেওয়ার আগে দেব জানান, ইডি যতবার ডাকবে ততবারই তিনি আসবেন। ফেরার সময়ও তিনি বলেন, "হাসি মুখে এসেছিলাম। হাসি মুখেই যাচ্ছি।" পাশাপাশি তিনি জানান, শুটিংয়ের কাজ থেকে বিরতি নিয়েই তিনি হাজিরা দিতে এসেছেন। খানিকক্ষণ কথা বলার পরই বিমান ধরতে চলে যান তৃণমূলের এই তারকা সাংসদ।

এমনিতেই গত কয়েকদিন ধরে শিরোনামে রয়েছেন দেব। সপ্তাহদু'য়েক আগে মনে করা হচ্ছিল রাজনীতি থেকে সরে যেতে চাইছেন নায়ক। এমন ভাবনার কারণ অবশ্য তিনি নিজেই। প্রথমে সোশাল মিডিয়ায় একটি পোস্ট করে জানিয়েদেন সংসদে তাঁর মেয়াদ শেষ হয়ে গিয়েছে। এর একদিন বাদে লোকসভা কক্ষেও নিজের বিদায়ের জোরালো ইঙ্গিত দেন দেব। তবে পরিস্থিতি তারপর থেকেই বদলাতে শুরু করে। প্রথমে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেন দেব। আরও পরে দেবকে পাশে নিয়েই ঘাটাল মাস্টার প্ল্যানের ঘোষণা করে দেন মমতা। এরপর নিজের সিদ্ধান্ত থেকে সরে আসেন দেব। রাজনীতি থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত ফিরিয়ে নেন অভিনেতা। এমনই আবহে তাঁকে ডেকে পাঠায় ইডি। আর সেইমতো এদিন হাজিরা দেন তিনি।

আরও পড়ুন:

  1. 'পার্লামেন্টে আজ আমার শেষদিন', ঘাটালের মানুষের অধিকার চেয়ে সংসদে বাংলায় সরব দেব
  2. মমতা- অভিষেকের সঙ্গে দেখা! লোকসভায় প্রার্থী হতে রাজি দেব
Last Updated : Feb 22, 2024, 8:35 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.