বসিরহাট, 12 ফেব্রুয়ারি: শনিবার গ্রেফতার ! তার একদিন পর সোমবার জামিন শাহজাহান ঘনিষ্ঠ সাসপেন্ডেড তৃণমূল নেতা উত্তম সর্দারের। তবে তাঁর সেই স্বস্তি স্থায়ী হল না। জামিন পাওয়ার অব্যবহিত পরই অন্য একটি মামলায় গ্রেফতার করা হল তাঁকে। জামিন পাওয়ার পর আবারও গ্রেফতার হলেন বিজেপি নেতা বিকাশ সিংহও। দু'জনকেই আদালত চত্বর থেকে পুলিশ একপ্রকার জোর করে তুলে নিয়ে যায় বলে অভিযোগ। তবে সন্দেশখালি মামলায় এখনও জামিন পাননি সিপিএমের প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দারের। সোমবার তাঁর জামিনের বিরোধিতা করেন সরকারি আইনজীবী। দু'পক্ষের সওয়াল জবাব শোনার পর বিচারক সিপিএম নেতা নিরাপদ সর্দারকে তিনদিনের জেল হেফাজতের নির্দেশ দেন।
আদালত সূত্রে খবর, এদিন উত্তম এবং বিকাশকে 2 হাজার টাকার বন্ডে জামিন দিয়েছিল বসিরহাট আদালত। সন্দেশখালি থানার স্বতঃপ্রণোদিত মামলায় গ্রেফতার করা হয়েছিল শাহজাহানের ডানহাত বলে পরিচিত উত্তম সর্দার এবং বিজেপির বসিরহাট লোকসভা কেন্দ্রের কনভেনর বিকাশ সিংহকে। অন্যদিকে, বেপাত্তা তৃণমূলের দাপুটে নেতা শিবু হাজরার অভিযোগের ভিত্তিতে রবিবার পুলিশের হাতে গ্রেফতার হন সিপিএমের প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দার।কিন্তু গ্রেফতারের পর থেকেই সন্দেশখালি মামলায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছিল।
এনিয়ে উষ্মা প্রকাশ করতে দেখা যায় খোদ বসিরহাট আদালতের বিচারককে। এর কারণও যথেষ্ট রয়েছে। পর্যাপ্ত নথি এবং মামলার কেস ডায়রি ছাড়াই রবি ও সোমবার পরপর দু'দিন ধৃত উত্তম, বিকাশ এবং নিরাপদকে বসিরহাট আদালতে পেশ করে পুলিশ। কীভাবে নথি ছাড়াই এই তিনজনকে আদালতে পেশ করা হল, তা নিয়ে সরব হয়েছিলেন আইনজীবীদের একাংশও। বিচারক মামলার তদন্তকারী অফিসারকে ভর্ৎসনা পর্যন্ত করেন। কিন্তু তাতেও কোনও হেলদোল ছিল না সন্দেশখালি থানার পুলিশের।
আইনজীবীদের একাংশ মনে করছেন, পর্যাপ্ত নথি না থাকার কারণেই জামিন পান তৃণমূলের বহিষ্কৃত নেতা উত্তম সর্দার। সবচেয়ে অবাক করা বিষয়, তাঁর জামিনের বিরোধিতাও করেননি মামলার সরকারি আইনজীবী। তাহলে কি উত্তমের জামিনের পথ প্রশস্ত করতেই পুলিশ আদালতে নথি জমা দেওয়ার ক্ষেত্রে গড়িমসি করে সুযোগ তৈরি করে দিল, নাকি সবটাই পরিকল্পিত চিত্রনাট্য ? এমনই সব প্রশ্ন ঘুরপাক খেতে শুরু করেছিল রাজনৈতিক মহলের অন্দরে ৷ এরইমধ্য়ে আবারও গ্রেফতার হন উত্তম ও বিকাশ। এদিকে, আদালতে এদিন জামিন পেয়েছেন তিনজন গ্রামবাসীও। রেজিস্ট্রার সিকিউরিটি বন্ডে দুই হাজার টাকায় জামিন দেওয়া হয় তিনজনকে। যেদিন অশান্তি হয় সন্দেশখালিতে, সেদিনই গ্রেফতার করা হয়েছিল এই তিনজনকে।
আরও পড়ুন
'শাহজাহান-শিবু গ্রেফতার না হলে অত্যাচার আরও বাড়বে', রাজ্যপালের সামনে ক্ষোভ প্রকাশ মহিলাদের
ক্যাগের দাবি খারিজ, বিধানসভায় 65 টি ইউসি জমা পঞ্চায়েত মন্ত্রীর
শাহজাহান শেখের জামিন মামলা, "ঠাকুর ঘরে কে আমি তো কলা খাইনি" কটাক্ষ ইডির