ETV Bharat / politics

1 লক্ষ টাকা আর্থিক সাহায্যের ঘোষণা, তৃণমূল বিধায়কের বিরুদ্ধে কমিশনে বিজেপি - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024

Lok Sabha Election 2024: মৃতদের পরিবারকে এক লক্ষ টাকা ক্ষতিপূরণের আশ্বাস ৷ প্রকাশ্যে বিধায়কের এমন প্রতিশ্রুতি ভোটে সাধারণ মানুষকে প্রভাবিত করতে পারে বলে অভিযোগ উঠেছে।

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 5, 2024, 7:37 AM IST

তৃণমূল বিধায়কের বিরুদ্ধে কমিশনের দ্বারস্থ বিজেপি

আসানসোল, 5 এপ্রিল: নির্বাচন ঘোষণা হয়ে গিয়েছে। চালু হয়েছে আদর্শ আচরণবিধিও। অভিযোগ সেই আদর্শ আচরণবিধিকে তোয়াক্কা না-করেই তৃণমূল বিধায়ক হরেরাম সিং কুলটির চিনাকুড়িতে খনি দুর্ঘটনায় মৃত শ্রমিক পরিবারগুলিকে এক লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন। প্রকাশ্যে তৃণমূল বিধায়কের এই ঘোষণা সাধারণ মানুষকে ভোটদানে প্রভাবিত করতে পারে। এই অভিযোগেই নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে বিজেপি।

গত মঙ্গলবার ইসিএলের সোদপুর এরিয়ার অন্তর্গত চিনাকুড়ি এক ও দু’নম্বর কোরিয়ারিতে দুর্ঘটনায় দুই শ্রমিকের মৃত্যু হয়। এই ঘটনার পর বুধবার চিনাকুড়ি খনিতে গিয়ে ধর্না অবস্থানে বসে বিজেপি, তৃণমূল, সিপিএম সব দলই। ভোটের আগে বিষয়টিতে রাজনীতির রং ছড়াতে সব দলই প্রায় শ্রমিকদরদী হয়ে ওঠে। অভিযোগ, সেই ধর্না অবস্থান চলাকালীন তৃণমূল বিধায়ক হরেরাম সিং প্রকাশ্যেই প্রতিশ্রুতি দেন, তৃণমূল কংগ্রেসের শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে মৃত দুই শ্রমিক পরিবারকে দাহকার্য এবং অন্যান্য পারলৌকিক ক্রিয়া করার জন্য এক লক্ষ টাকা করে সহায়তা করা হবে।
যেহেতু নির্বাচনী বিধি কার্যকর, সেখানে প্রকাশ্যে বিধায়কের এমন প্রতিশ্রুতি ভোটে সাধারণ মানুষকে প্রভাবিত করতে পারে বলে অভিযোগ উঠেছে। বিধায়ক হরেরাম সিং নির্বাচনী বিধি ভেঙেছেন বলেও দাবি করেছেন বিজেপির আসানসোল সাংগঠনিক জেলার সভাপতি বাপ্পা চট্টোপাধ্যায়।

এই অভিযোগে বিজেপি নির্বাচন কমিশনের দারস্থ হয়েছে। অভিযুক্ত বিধায়কের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার জন্য নির্বাচন কমিশনকে চিঠি লিখেছে বিজেপির আসানসোল সাংগঠনিক জেলা কমিটি। বাপ্পা চট্টোপাধ্যায় বলেন, "জীবিত অবস্থায় তৃণমূল কারও পাশে থাকে না। মৃতদের নিয়ে রাজনীতি করতে গিয়ে এক লক্ষ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে নির্বাচন বিধি ভাঙছেন তৃণমূল বিধায়ক। আমরা নির্বাচন কমিশনের কাছে দৃষ্টান্তমূলক শাস্তি চেয়েছি।" অন্যদিকে বিষয়টি নিয়ে পরে হরেরাম সিংয়ের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, "মানবিক কারণে দরিদ্র মানুষদের দাহকার্যের জন্য তিনি আর্থিক সাহায্য দেবেন বলেছিলেন। এর মধ্যে কোথাও কোনও রাজনীতি ছিল না বলেও দাবি বিধায়কের ।

আরও পড়ুন:

  1. শিক্ষামন্ত্রীকে অপসারণের সুপারিশ, কী বলছেন প্রাক্তন রাজ্যপাল থেকে শুরু করে শিক্ষাবিদরা ?
  2. জোট না হওয়ার দায় বামেদের! ডায়মন্ড হারবার-যাদবপুর-সহ 5 আসনে প্রার্থী আইএসএফের

তৃণমূল বিধায়কের বিরুদ্ধে কমিশনের দ্বারস্থ বিজেপি

আসানসোল, 5 এপ্রিল: নির্বাচন ঘোষণা হয়ে গিয়েছে। চালু হয়েছে আদর্শ আচরণবিধিও। অভিযোগ সেই আদর্শ আচরণবিধিকে তোয়াক্কা না-করেই তৃণমূল বিধায়ক হরেরাম সিং কুলটির চিনাকুড়িতে খনি দুর্ঘটনায় মৃত শ্রমিক পরিবারগুলিকে এক লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন। প্রকাশ্যে তৃণমূল বিধায়কের এই ঘোষণা সাধারণ মানুষকে ভোটদানে প্রভাবিত করতে পারে। এই অভিযোগেই নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে বিজেপি।

গত মঙ্গলবার ইসিএলের সোদপুর এরিয়ার অন্তর্গত চিনাকুড়ি এক ও দু’নম্বর কোরিয়ারিতে দুর্ঘটনায় দুই শ্রমিকের মৃত্যু হয়। এই ঘটনার পর বুধবার চিনাকুড়ি খনিতে গিয়ে ধর্না অবস্থানে বসে বিজেপি, তৃণমূল, সিপিএম সব দলই। ভোটের আগে বিষয়টিতে রাজনীতির রং ছড়াতে সব দলই প্রায় শ্রমিকদরদী হয়ে ওঠে। অভিযোগ, সেই ধর্না অবস্থান চলাকালীন তৃণমূল বিধায়ক হরেরাম সিং প্রকাশ্যেই প্রতিশ্রুতি দেন, তৃণমূল কংগ্রেসের শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে মৃত দুই শ্রমিক পরিবারকে দাহকার্য এবং অন্যান্য পারলৌকিক ক্রিয়া করার জন্য এক লক্ষ টাকা করে সহায়তা করা হবে।
যেহেতু নির্বাচনী বিধি কার্যকর, সেখানে প্রকাশ্যে বিধায়কের এমন প্রতিশ্রুতি ভোটে সাধারণ মানুষকে প্রভাবিত করতে পারে বলে অভিযোগ উঠেছে। বিধায়ক হরেরাম সিং নির্বাচনী বিধি ভেঙেছেন বলেও দাবি করেছেন বিজেপির আসানসোল সাংগঠনিক জেলার সভাপতি বাপ্পা চট্টোপাধ্যায়।

এই অভিযোগে বিজেপি নির্বাচন কমিশনের দারস্থ হয়েছে। অভিযুক্ত বিধায়কের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার জন্য নির্বাচন কমিশনকে চিঠি লিখেছে বিজেপির আসানসোল সাংগঠনিক জেলা কমিটি। বাপ্পা চট্টোপাধ্যায় বলেন, "জীবিত অবস্থায় তৃণমূল কারও পাশে থাকে না। মৃতদের নিয়ে রাজনীতি করতে গিয়ে এক লক্ষ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে নির্বাচন বিধি ভাঙছেন তৃণমূল বিধায়ক। আমরা নির্বাচন কমিশনের কাছে দৃষ্টান্তমূলক শাস্তি চেয়েছি।" অন্যদিকে বিষয়টি নিয়ে পরে হরেরাম সিংয়ের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, "মানবিক কারণে দরিদ্র মানুষদের দাহকার্যের জন্য তিনি আর্থিক সাহায্য দেবেন বলেছিলেন। এর মধ্যে কোথাও কোনও রাজনীতি ছিল না বলেও দাবি বিধায়কের ।

আরও পড়ুন:

  1. শিক্ষামন্ত্রীকে অপসারণের সুপারিশ, কী বলছেন প্রাক্তন রাজ্যপাল থেকে শুরু করে শিক্ষাবিদরা ?
  2. জোট না হওয়ার দায় বামেদের! ডায়মন্ড হারবার-যাদবপুর-সহ 5 আসনে প্রার্থী আইএসএফের
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.