ETV Bharat / politics

রায়গঞ্জে শুভেন্দু অধিকারীকে গো ব্যাক স্লোগান, কালো পতাকা দেখিয়ে কুশপুতুল দাহ তৃণমূলের - Suvendu Adhikari - SUVENDU ADHIKARI

Suvendu Adhikari: বৃহস্পতিবার উত্তর দিনাজপুরের রায়গঞ্জে নির্বাচনী প্রচারে যান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ সেখানে তাঁকে উদ্দেশ্য করে গো ব্যাক স্লোগান দেয় তৃণমূল ৷ কালো পতাকাও দেখানো হয় ৷

Suvendu Adhikari
রায়গঞ্জে তৃণমূল কংগ্রেসের বিক্ষোভের মুখে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 4, 2024, 5:31 PM IST

রায়গঞ্জ, 4 জুলাই: নির্বাচনী প্রচারে গিয়ে তৃণমূল কংগ্রেসের বিক্ষোভের মুখে পড়লেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ তাঁর কনভয় লক্ষ্য করে দেখানো হল কালো পতাকা ৷ উঠল গো ব্যাক স্লোগানও ৷ বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের রায়গঞ্জে ৷

রায়গঞ্জে তৃণমূল কংগ্রেসের বিক্ষোভের মুখে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (ইটিভি ভারত)

রায়গঞ্জ বিধানসভা আসনে আগামী 10 জুলাই উপ-নির্বাচন হবে ৷ ওই আসনে বিজেপির প্রার্থী মানসকুমার ঘোষ ৷ তাঁর হয়ে নির্বাচনী প্রচারে অংশ নিতেই এ দিন রায়গঞ্জে আসেন শুভেন্দু অধিকারী ৷ তাঁর কনভয় যখন পানিশালা এলাকা পার করে, সেই সময় সেখানে অবস্থিত টোলপ্লাজার সামনে বিক্ষোভ দেখায় তৃণমূল ৷

কালো পতাকা দেখিয়ে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মীরা৷ গো ব্যাক স্লোগানও দেন তাঁরা ৷ শুভেন্দু অবশ্য কনভয় না থামিয়ে এগিয়ে যান ৷ পরে বিরোধী দলনেতার কুশপুত্তলিকা দাহ করেন বিক্ষোভকারীরা ৷

Suvendu Adhikari
রায়গঞ্জে শুভেন্দু অধিকারীর কুশপুতুল দাহ করা হচ্ছে৷ (নিজস্ব চিত্র)

কিন্তু কী কারণে বিক্ষোভ, সেই বিষয়টি অবশ্য স্পষ্ট নয় বিক্ষোভকারীদের কথায় ৷ বিক্ষোভকারীদের মধ্যে একজন সঞ্জয় কুমার দেব ৷ তিনি দাবি করেন, ‘‘শুভেন্দু অধিকারী রায়গঞ্জে ভোট লুটের মাস্টারমাইন্ড ৷ উনি রায়গঞ্জকে অশান্ত করতে আবার এসেছেন ৷ আমরা রায়গঞ্জবাসী ওঁকে সমর্থন করি না ৷ আমরা শান্তিপ্রিয় মানুষ ৷ আমরা শান্তিপূর্ণ ভোট চাই ৷ এই জন্য়ই আমরা শুভেন্দু অধিকারীকে কালো পতাকা দেখালাম ৷’’

অন্যদিকে আনোয়ার আলি নামে আরেকজন বিক্ষোভকারীর দাবি, ‘‘আমরা শুভেন্দু অধিকারীকে কালো পতাকা দেখালাম ৷ তার কারণ হল, গত পুরসভা নির্বাচনে ভোট লুটের মাস্টারমাইন্ড হিসেবে কাজ করেছেন শুভেন্দু অধিকারী ৷ আবার গুন্ডাবাহিনী দিয়ে ভোট লুট করার পরিকল্পনা রয়েছে ৷’’

Suvendu Adhikari
রায়গঞ্জে তৃণমূল কংগ্রেসের বিক্ষোভের মুখে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (নিজস্ব চিত্র)

বিক্ষোভকারীদের একাংশ, 2017 সালের পুরসভা নির্বাচনের কথা বলছেন ৷ তাঁদের বক্তব্য, ওই নির্বাচনে তৃণমূলের সন্ত্রাসের মাস্টারমাইন্ড ছিলেন শুভেন্দু ৷ অধুনা বিজেপি নেতা শুভেন্দু সেই সময় তৃণমূলেই ছিলেন ৷ প্রশ্ন উঠছে, সাত বছর পর কেন এই বিক্ষোভ ? এই নিয়ে অবশ্য কেউ সদুত্তর দিতে পারেননি ৷

রায়গঞ্জ, 4 জুলাই: নির্বাচনী প্রচারে গিয়ে তৃণমূল কংগ্রেসের বিক্ষোভের মুখে পড়লেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ তাঁর কনভয় লক্ষ্য করে দেখানো হল কালো পতাকা ৷ উঠল গো ব্যাক স্লোগানও ৷ বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের রায়গঞ্জে ৷

রায়গঞ্জে তৃণমূল কংগ্রেসের বিক্ষোভের মুখে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (ইটিভি ভারত)

রায়গঞ্জ বিধানসভা আসনে আগামী 10 জুলাই উপ-নির্বাচন হবে ৷ ওই আসনে বিজেপির প্রার্থী মানসকুমার ঘোষ ৷ তাঁর হয়ে নির্বাচনী প্রচারে অংশ নিতেই এ দিন রায়গঞ্জে আসেন শুভেন্দু অধিকারী ৷ তাঁর কনভয় যখন পানিশালা এলাকা পার করে, সেই সময় সেখানে অবস্থিত টোলপ্লাজার সামনে বিক্ষোভ দেখায় তৃণমূল ৷

কালো পতাকা দেখিয়ে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মীরা৷ গো ব্যাক স্লোগানও দেন তাঁরা ৷ শুভেন্দু অবশ্য কনভয় না থামিয়ে এগিয়ে যান ৷ পরে বিরোধী দলনেতার কুশপুত্তলিকা দাহ করেন বিক্ষোভকারীরা ৷

Suvendu Adhikari
রায়গঞ্জে শুভেন্দু অধিকারীর কুশপুতুল দাহ করা হচ্ছে৷ (নিজস্ব চিত্র)

কিন্তু কী কারণে বিক্ষোভ, সেই বিষয়টি অবশ্য স্পষ্ট নয় বিক্ষোভকারীদের কথায় ৷ বিক্ষোভকারীদের মধ্যে একজন সঞ্জয় কুমার দেব ৷ তিনি দাবি করেন, ‘‘শুভেন্দু অধিকারী রায়গঞ্জে ভোট লুটের মাস্টারমাইন্ড ৷ উনি রায়গঞ্জকে অশান্ত করতে আবার এসেছেন ৷ আমরা রায়গঞ্জবাসী ওঁকে সমর্থন করি না ৷ আমরা শান্তিপ্রিয় মানুষ ৷ আমরা শান্তিপূর্ণ ভোট চাই ৷ এই জন্য়ই আমরা শুভেন্দু অধিকারীকে কালো পতাকা দেখালাম ৷’’

অন্যদিকে আনোয়ার আলি নামে আরেকজন বিক্ষোভকারীর দাবি, ‘‘আমরা শুভেন্দু অধিকারীকে কালো পতাকা দেখালাম ৷ তার কারণ হল, গত পুরসভা নির্বাচনে ভোট লুটের মাস্টারমাইন্ড হিসেবে কাজ করেছেন শুভেন্দু অধিকারী ৷ আবার গুন্ডাবাহিনী দিয়ে ভোট লুট করার পরিকল্পনা রয়েছে ৷’’

Suvendu Adhikari
রায়গঞ্জে তৃণমূল কংগ্রেসের বিক্ষোভের মুখে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (নিজস্ব চিত্র)

বিক্ষোভকারীদের একাংশ, 2017 সালের পুরসভা নির্বাচনের কথা বলছেন ৷ তাঁদের বক্তব্য, ওই নির্বাচনে তৃণমূলের সন্ত্রাসের মাস্টারমাইন্ড ছিলেন শুভেন্দু ৷ অধুনা বিজেপি নেতা শুভেন্দু সেই সময় তৃণমূলেই ছিলেন ৷ প্রশ্ন উঠছে, সাত বছর পর কেন এই বিক্ষোভ ? এই নিয়ে অবশ্য কেউ সদুত্তর দিতে পারেননি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.