ETV Bharat / politics

ইউসুফকে মালা পরানো নিয়ে বাক-বিতণ্ডা, ভোটের মুখে প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব - Lok Sabha Election 2024

TMC factionalism: ইউসুফ পাঠানকে মালা পরানো নিয়ে তীব্র বাক-বিতণ্ডা বাঁধল বড়ঞায় ৷ এই ঘটনায় ভোটের মুখে প্রকাশ্যে এল তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব ৷

ETV BHARAT
ETV BHARAT
author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 18, 2024, 6:24 PM IST

Updated : Apr 18, 2024, 8:32 PM IST

ইউসুফকে মালা পরানো নিয়ে প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব

বড়ঞা, 18 এপ্রিল: দলীয় প্রার্থী ইউসুফ পাঠানকে মালা পরানো নিয়ে মুর্শিদাবাদে প্রকাশ্যে চলে এল তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব ৷ পরস্পরের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন দলের ব্লক সভাপতি ও গ্রাম পঞ্চায়েত প্রধানের মধ্যে ৷

বৃহস্পতিবার গোলাপ আর রজনীগন্ধার মালাতে দলীয় প্রার্থী ইউসুফ পাঠানকে অভ্যর্থনা জানাবেন বলে প্রস্তুত ছিলেন পঞ্চায়েত প্রধান ও তাঁর অনুগামীরা । হুডখোলা গাড়িতে প্রার্থীর সঙ্গে ছিলেন তৃণমূলের ব্লক সভাপতি । পঞ্চায়েত প্রধান ও তাঁর অনুগামীরা অপেক্ষা করলেও তৃণমূল কংগ্রেস প্রার্থীর গাড়ি থামানো হয়নি বলে অভিযোগ । গোটা পরিকল্পনাই হয়েছে ব্লক সভাপতির ইন্ধনে, এমনটাই অভিযোগ পঞ্চায়েত প্রধানের । যদিও পরবর্তীতে পঞ্চায়েত প্রধান, তাঁর স্বামী ও অনুগামীরা প্রায় জোর করে গাড়িতে উঠে ইউসুফকে মালা পরান । তাঁর বিরুদ্ধে যাবতীয় অভিযোগ উড়িয়ে দিয়ে এই ঘটনাকে 'অবাঞ্ছিত নাটক' বলে কটাক্ষ করেছেন ব্লক সভাপতি ।

বৃহস্পতিবার বড়ঞা বিধানসভার অন্তর্গত কুলি গ্রাম পঞ্চায়েতের কুমরাই গ্রাম থেকে ভোটের নির্বাচনী প্রচার শুরু করেন বহরমপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী ইউসুফ পাঠান । তৃণমূল প্রার্থীকে মালা পরাতে গেলে বড়ঞা উত্তর ব্লকের তৃণমূল সভাপতি গোলাম মোর্শেদ জর্জের সঙ্গে বাক-বিতণ্ডায় জড়িয়ে পড়েন কুলি গ্রাম পঞ্চায়েতের প্রধান জেসমিনা আহমেদ ও তাঁর স্বামী তৃণমূল নেতা আবু বাক্কার । পরবর্তীতে প্রধানের অনুগামীরা গাড়ি থামিয়ে প্রায় 'জোরপূর্বক' গাড়িতে উঠে প্রার্থীকে মালা পরান । যদিও পরবর্তীতে বিতর্ক সামলে স্বাভাবিক গতিতেই চলতে থাকে প্রচার ।

গ্রাম পঞ্চায়েত প্রধান জেসমিনা আহমেদের অভিযোগ, "ব্লক সভাপতি গোলাম মোর্শেদ জর্জ, নিজে ইউসুফ পাঠানের গাড়ি দাঁড় করাতে চাননি ৷ ইচ্ছাকৃত ভাবে এটা করা হয়েছে । তবে আগামী দিনে নির্দিষ্ট জায়গায় অভিযোগ করা হবে ৷" অভিযোগ উড়িয়ে দিয়ে গোলাম মোর্শেদ জানান, " উনি তো মালা পরালেন, তবে বিতর্ক কীসের ? এ সব অবাঞ্ছিত নাটক কেন ?"

আরও পড়ুন:

  1. অধীরের গলায় বাম উত্তরীয়, সেলিমের মনোনয়নে জোটের বার্তা
  2. মমতার 'মাথা খারাপ' আর কুণাল 'নর্দমা', তোপ মহাগুরুর
  3. অধীরের গলায় বাম উত্তরীয়, সেলিমের মনোনয়নে জোটের বার্তা

ইউসুফকে মালা পরানো নিয়ে প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব

বড়ঞা, 18 এপ্রিল: দলীয় প্রার্থী ইউসুফ পাঠানকে মালা পরানো নিয়ে মুর্শিদাবাদে প্রকাশ্যে চলে এল তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব ৷ পরস্পরের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন দলের ব্লক সভাপতি ও গ্রাম পঞ্চায়েত প্রধানের মধ্যে ৷

বৃহস্পতিবার গোলাপ আর রজনীগন্ধার মালাতে দলীয় প্রার্থী ইউসুফ পাঠানকে অভ্যর্থনা জানাবেন বলে প্রস্তুত ছিলেন পঞ্চায়েত প্রধান ও তাঁর অনুগামীরা । হুডখোলা গাড়িতে প্রার্থীর সঙ্গে ছিলেন তৃণমূলের ব্লক সভাপতি । পঞ্চায়েত প্রধান ও তাঁর অনুগামীরা অপেক্ষা করলেও তৃণমূল কংগ্রেস প্রার্থীর গাড়ি থামানো হয়নি বলে অভিযোগ । গোটা পরিকল্পনাই হয়েছে ব্লক সভাপতির ইন্ধনে, এমনটাই অভিযোগ পঞ্চায়েত প্রধানের । যদিও পরবর্তীতে পঞ্চায়েত প্রধান, তাঁর স্বামী ও অনুগামীরা প্রায় জোর করে গাড়িতে উঠে ইউসুফকে মালা পরান । তাঁর বিরুদ্ধে যাবতীয় অভিযোগ উড়িয়ে দিয়ে এই ঘটনাকে 'অবাঞ্ছিত নাটক' বলে কটাক্ষ করেছেন ব্লক সভাপতি ।

বৃহস্পতিবার বড়ঞা বিধানসভার অন্তর্গত কুলি গ্রাম পঞ্চায়েতের কুমরাই গ্রাম থেকে ভোটের নির্বাচনী প্রচার শুরু করেন বহরমপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী ইউসুফ পাঠান । তৃণমূল প্রার্থীকে মালা পরাতে গেলে বড়ঞা উত্তর ব্লকের তৃণমূল সভাপতি গোলাম মোর্শেদ জর্জের সঙ্গে বাক-বিতণ্ডায় জড়িয়ে পড়েন কুলি গ্রাম পঞ্চায়েতের প্রধান জেসমিনা আহমেদ ও তাঁর স্বামী তৃণমূল নেতা আবু বাক্কার । পরবর্তীতে প্রধানের অনুগামীরা গাড়ি থামিয়ে প্রায় 'জোরপূর্বক' গাড়িতে উঠে প্রার্থীকে মালা পরান । যদিও পরবর্তীতে বিতর্ক সামলে স্বাভাবিক গতিতেই চলতে থাকে প্রচার ।

গ্রাম পঞ্চায়েত প্রধান জেসমিনা আহমেদের অভিযোগ, "ব্লক সভাপতি গোলাম মোর্শেদ জর্জ, নিজে ইউসুফ পাঠানের গাড়ি দাঁড় করাতে চাননি ৷ ইচ্ছাকৃত ভাবে এটা করা হয়েছে । তবে আগামী দিনে নির্দিষ্ট জায়গায় অভিযোগ করা হবে ৷" অভিযোগ উড়িয়ে দিয়ে গোলাম মোর্শেদ জানান, " উনি তো মালা পরালেন, তবে বিতর্ক কীসের ? এ সব অবাঞ্ছিত নাটক কেন ?"

আরও পড়ুন:

  1. অধীরের গলায় বাম উত্তরীয়, সেলিমের মনোনয়নে জোটের বার্তা
  2. মমতার 'মাথা খারাপ' আর কুণাল 'নর্দমা', তোপ মহাগুরুর
  3. অধীরের গলায় বাম উত্তরীয়, সেলিমের মনোনয়নে জোটের বার্তা
Last Updated : Apr 18, 2024, 8:32 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.