কলকাতা, 10 মে: কলকাতা উত্তর লোকসভা আসনের জন্য শুক্রবার মনোনয়ন পেশ করলেন দুই প্রার্থী ৷ এই দু’জনের মধ্যে একজন তৃণমূল কংগ্রেসের সুদীপ বন্দ্যোপাধ্যায় ৷ দ্বিতীয়জন বিজেপির তাপস রায় ৷ সুদীপের সঙ্গে ছিলেন মন্ত্রী শশী পাঁজা-সহ তৃণমূলের একাধিক কাউন্সিলর ৷ অন্যদিকে তাপস রায়ের সঙ্গে ছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা, বিধায়ক অশোক লাহিড়ী-সহ অনেকে ৷
শুক্রবার অক্ষয় তৃতীয়া ৷ মনোনয়নের জন্য তাই এই দিনটিই বেছে নিয়েছিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায় ৷ এ দিন সকাল সাড়ে দশটা নাগাদ তাঁর মনোনয়ন জমা দেওয়ার জন্য আসার কথা ছিল ৷ তবে নির্ধারিত সময়ের সামান্য কিছু দেরিতে তিনি এসে পৌঁছান । মনোনয়ন জমা দেওয়ার সময় তাঁর সঙ্গে ছিলেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা এবং উত্তর কলকাতার একাধিক কাউন্সিলর ৷ মনোনয়ন জমা দেওয়ার পর সুদীপ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, উত্তর কলকাতার মানুষ তাঁকে বারবার ভালোবাসা দিয়েছে । এবারও তিনি আশা করছেন মানুষ তাঁকেই সমর্থন জানাবেন ।
সুদীপ বন্দ্যোপাধ্যায়ের কথায়, ‘‘জয় নিয়ে ভাবছি না । উত্তর কলকাতায় সাংসদ হিসেবে বিগত সময়ে যতটা সম্ভব কাজ করার চেষ্টা করেছি । আর তাই বারবার মানুষের আশীর্বাদ পেয়েছি ।’’ এ দিন তাঁকে তাঁর প্রতিপক্ষ বিজেপি প্রার্থী তাপস রায় নিয়ে প্রশ্ন করা হয় । সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘প্রতিপক্ষকে নিয়ে ভাবনার সময় নেই । নিজের জয় নিয়ে ব্যস্ত থাকার চেষ্টা করছি । আমি জানি আমার বিরুদ্ধে অনেক প্রতিপক্ষ দাঁড়িয়েছে ৷ তবে আমি শুধু নিজের জয়ের ব্যাপারে লক্ষ্য রাখি । অন্যের দিকে নজর রাখে না ।’’
এ দিন মনোনয়ন দিয়ে বেরনোর সময় উত্তর কলকাতার কাউন্সিলররা সুদীপ বন্দ্যোপাধ্যায়কে সাদরে বরণ করে নেন ৷ সুদীপের মনোনয়ন ঘিরে দলীয় কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ছিল ।
এদিকে এ দিন সুদীপ বন্দ্যোপাধ্যায় ছাড়াও মনোনয়ন জমা করেছেন উত্তর কলকাতায় বিজেপি প্রার্থী তাপস রায় । তিনিও এ দিন মিছিল করে মনোনয়ন জমা দিতে আসেন । তাঁর সঙ্গে ছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা, ছিলেন বিশিষ্ট অর্থনীতিবিদ তথা বিধায়ক অশোক লাহিড়ী । ছিলেন রামমন্দিরের প্রথম শহিদদের বোন পূর্ণিমা কোঠারিও । আর ছিলেন উত্তর কলকাতায় বিজেপির সভাপতি তমোঘ্ন ঘোষ ।
এ দিন মনোনয়ন জমা করার পর তাপস রায় সরাসরি সুদীপ বন্দোপাধ্যায়কে পালটা জবাব দিয়েছেন । তিনি বলেন, ‘‘ঠিকই বলেছেন সুদীপ বন্দ্যোপাধ্যায় । তিনি নিজেকে আর তাঁর বউকে ছাড়া আর কাউকেই দেখতে পান না । এক্ষেত্রে উত্তর কলকাতার মানুষ তাঁদের চাহিদাও তিনি দেখতে পান না । এর জবাব এই নির্বাচনে মানুষ দেবে প্রস্তুত থাকুন ।’’
অন্যদিকে এ দিন তাপস রায়ের জয়ের ব্যাপারে আশাবাদী ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা । তিনি বলেন, ‘‘উত্তর কলকাতায় যেভাবে তাপস রায়ের মনোনয়নের সময় সাধারণ মানুষ বাইরে বেরিয়ে এসেছিলেন, তাতে একটা জিনিস স্পষ্ট এখানে তাপস রায় জিতছেন । প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত শক্ত করতে তাপস রায়ের জয় খুব জরুরি ।’’
আরও পড়ুন: