ETV Bharat / politics

তিন বিধানসভার কর্মী-সমর্থকদের নিয়ে শ্যামবাজার থেকে ধর্মতলার পথে শশী-অতীনরা - TMC 21 July Rally - TMC 21 JULY RALLY

TMC 21 July Rally: অতিন ঘোষ এবং শশী পাঁজার নেতৃত্বে শ্যামবাজার পাঁচমাথার মোড় থেকে তৃণমূলের বিশাল মিছিল ৷ মানিকতলা, শ্যামপুকুর এবং কাশিপুর-বেলগাছিয়া বিধানসভার তৃণমূলের নেতা-কর্মীরা মিছিল করে ধর্মতলায় তৃণমূলের শহিদ দিবসের মঞ্চে রওনা দেয় ৷

ETV BHARAT
শ্যামবাজার পাঁচমাথার মোড় থেকে ধর্মতলার দিকে তৃণমূলের মিছিল ৷ (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 21, 2024, 12:47 PM IST

কলকাতা, 21 জুলাই: আজ একুশে জুলাইয়ে তৃণমূল কংগ্রেসের হাইভোল্টেজ শো ৷ গত দু’দিন ধরে রাজ্যের বিভিন্ন জেলা থেকে মানুষজন আসছে ধর্মতলার ওয়াই চ্যানেলে তৃণমূলের শহিদ দিবসে মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা শুনতে ৷ আজ সকাল থেকেই কলকাতার বিভিন্ন রাস্তার মতো, শ্যামবাজার মোড়ের দখল নিয়েছে তৃণমূলের কর্মীরা ৷

শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে বিভিন্ন দিক থেকে একের পর এক তৃণমূল কংগ্রেসের পতাকা লাগানো বাস এসে থামছে ৷ সেই সঙ্গে শ্যামবাজার মোড়ে জায়েন্ট স্ক্রিনে চলছে একুশে জুলাইয়ের তথ্যচিত্র ৷ শ্যামবাজার মোড় থেকে তিন বিধানসভা কেন্দ্র মানিকতলা, শ্যামপুকুর এবং কাশিপুর-বেলগাছিয়ার তৃণমূলের নেতা কর্মীরা মিছিল করে ধর্মতলার ওয়াই চ্যানেলের দিকে রওনা দেয় ৷ এই মিছিলের নেতৃত্বে ছিলেন অতীন ঘোষ, শশী পাঁজা এবং শক্তি পান্ডে ৷

এদিন শশী পাঁজা জানিয়েছেন, "আজ একুশে জুলাই আমাদের শহিদ স্মরণ করার দিন ৷ লাল সন্ত্রাসের বলি হতে হয়েছিল আমাদের একাধিক কর্মীকে ৷ রক্ত ঝরে ছিল, আহত আক্রান্ত হয়েছিলেন বহু কর্মী ৷ সেই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন মা-মাটি-মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ প্রতিবছরই তিনি এই দিনটি শহিদদের যেমন স্মরণ করেন, একইভাবে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা কর্মীদের তিনি আগামী দিনের দিক নির্দেশন করবেন ৷ আগামী দিনে তারা নিজের নিজের এলাকায় গিয়ে তৃণমূল নেত্রীর নির্দেশ মতো কাজ করবেন ৷"

তিনি আরও বলেন, "তৃণমূল কংগ্রেসের হয়ে প্রচার করবেন জেলার নেতৃত্ব ও কর্মীরা ৷ সরকারি প্রকল্পগুলিকে মানুষের কাছে নিয়ে যাবেন ৷ মানুষের পাশে থাকবেন ৷ এ বছরও সেই রসদ সংগ্রহ করতেই আমরা মিছিল করে যাব ধর্মতলা একুশের সভার স্থলে ৷ দিদি যে বার্তা দেবেন, সেই বার্তা আমরা শুনব এবং সেই অনুযায়ী আগামী দিনে পথ চলব ৷ পাশাপাশি, সম্প্রতি লোকসভায় এক বিরাট জয় এসেছে ৷ সেই জয়ে উন্মাদনা ও উচ্ছ্বাস লক্ষ্য করা যাচ্ছে কর্মীদের মধ্যে ৷ অগণিত কর্মী তারা কলকাতার বুকে এসে পৌঁছেছে ৷ আজ কলকাতার সব রাস্তার একটাই মুখ, ধর্মতলা ৷"

কলকাতা, 21 জুলাই: আজ একুশে জুলাইয়ে তৃণমূল কংগ্রেসের হাইভোল্টেজ শো ৷ গত দু’দিন ধরে রাজ্যের বিভিন্ন জেলা থেকে মানুষজন আসছে ধর্মতলার ওয়াই চ্যানেলে তৃণমূলের শহিদ দিবসে মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা শুনতে ৷ আজ সকাল থেকেই কলকাতার বিভিন্ন রাস্তার মতো, শ্যামবাজার মোড়ের দখল নিয়েছে তৃণমূলের কর্মীরা ৷

শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে বিভিন্ন দিক থেকে একের পর এক তৃণমূল কংগ্রেসের পতাকা লাগানো বাস এসে থামছে ৷ সেই সঙ্গে শ্যামবাজার মোড়ে জায়েন্ট স্ক্রিনে চলছে একুশে জুলাইয়ের তথ্যচিত্র ৷ শ্যামবাজার মোড় থেকে তিন বিধানসভা কেন্দ্র মানিকতলা, শ্যামপুকুর এবং কাশিপুর-বেলগাছিয়ার তৃণমূলের নেতা কর্মীরা মিছিল করে ধর্মতলার ওয়াই চ্যানেলের দিকে রওনা দেয় ৷ এই মিছিলের নেতৃত্বে ছিলেন অতীন ঘোষ, শশী পাঁজা এবং শক্তি পান্ডে ৷

এদিন শশী পাঁজা জানিয়েছেন, "আজ একুশে জুলাই আমাদের শহিদ স্মরণ করার দিন ৷ লাল সন্ত্রাসের বলি হতে হয়েছিল আমাদের একাধিক কর্মীকে ৷ রক্ত ঝরে ছিল, আহত আক্রান্ত হয়েছিলেন বহু কর্মী ৷ সেই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন মা-মাটি-মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ প্রতিবছরই তিনি এই দিনটি শহিদদের যেমন স্মরণ করেন, একইভাবে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা কর্মীদের তিনি আগামী দিনের দিক নির্দেশন করবেন ৷ আগামী দিনে তারা নিজের নিজের এলাকায় গিয়ে তৃণমূল নেত্রীর নির্দেশ মতো কাজ করবেন ৷"

তিনি আরও বলেন, "তৃণমূল কংগ্রেসের হয়ে প্রচার করবেন জেলার নেতৃত্ব ও কর্মীরা ৷ সরকারি প্রকল্পগুলিকে মানুষের কাছে নিয়ে যাবেন ৷ মানুষের পাশে থাকবেন ৷ এ বছরও সেই রসদ সংগ্রহ করতেই আমরা মিছিল করে যাব ধর্মতলা একুশের সভার স্থলে ৷ দিদি যে বার্তা দেবেন, সেই বার্তা আমরা শুনব এবং সেই অনুযায়ী আগামী দিনে পথ চলব ৷ পাশাপাশি, সম্প্রতি লোকসভায় এক বিরাট জয় এসেছে ৷ সেই জয়ে উন্মাদনা ও উচ্ছ্বাস লক্ষ্য করা যাচ্ছে কর্মীদের মধ্যে ৷ অগণিত কর্মী তারা কলকাতার বুকে এসে পৌঁছেছে ৷ আজ কলকাতার সব রাস্তার একটাই মুখ, ধর্মতলা ৷"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.