কলকাতা, 19 ফেব্রুয়ারি: শুভেন্দু অধিকারীর সন্দেশখালি সংক্রান্ত মামলা দায়ের করার পর থেকেই রহস্যজনক কারণে হাইকোর্টের আইনজীবীকে তলব করল লালবাজার । আইনজীবী সূর্যনীল দাসের তরফে বিচারপতি কৌশিক চন্দের আদালতে মামলা দায়ের করার আবেদন জানানো হয়েছে । অভিযোগ, তিনি শুভেন্দু অধিকারীর সন্দেশখালি যাওয়া নিয়ে মামলা দায়ের করার পর থেকে তাঁকে বিভিন্ন ভাবে হেনস্থার চেষ্টা করা হচ্ছে । 21 ফেব্রুয়ারি তাঁকে হাজির হতে বলা হয়েছে লালবাজারে ।
সন্দেশখালি যাওয়ার পথে সায়েন্স সিটি মোড়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে আটকে দিয়েছিল পুলিশ । সেই ঘটনার পরিপ্রেক্ষিতে শুভেন্দু অধিকারীর আইনজীবী সূর্যনীল দাসকে নোটিশ পাঠায় লালবাজার । সূর্যনীল দাসকে একুশে ফেব্রুয়ারি লালবাজারে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে । কলকাতা পুলিশের তলব পাওয়ার পরই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন শুভেন্দুর আইনজীবী সূর্যনীল দাস । তাঁকে মামলা দায়ের করার অনুমতি দেওয়া হয়েছে । মঙ্গলবার এই মামলার শুনানি হবে ৷
এ বিষয়ে লালবাজারের বিরুদ্ধে অভিযোগ করে বলা হয়েছে যে, সম্প্রতি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে সন্দেশখালিতে যাওয়ার তোরজোর করেছিল বিজেপি । এই সময়ে শুভেন্দু অধিকারীকে সায়েন্স সিটির কাছে আটকে দেয় কলকাতা পুলিশ । এই ঘটনায় প্রশ্ন তুলতেই এ বার লালবাজারে জিজ্ঞাসাবাদের সম্মুখীন হতে হচ্ছে বিরোধী দলনেতার আইনজীবী সূর্যনীল দাসকে ।
এই বিষয়ে নিজের নাম প্রকাশে অনিচ্ছুক কলকাতা পুলিশের আইনশৃঙ্খলার দায়িত্বে থাকা একজন উচ্চপদস্থ আধিকারিক বলেন, শুধুমাত্র তাঁকে কিছু বিষয়ে জিজ্ঞাসাবাদ করার জন্যই এই নোটিশ দেওয়া হয়েছে । ইতিমধ্যেই শুভেন্দু অধিকারীকে সন্দেশখালি যাওয়ার পথে একাধিকবার পুলিশ আটকে দেওয়ার ঘটনায় শুভেন্দু নিজেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন । যদিও এই বিষয়ে রাজ্য পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, সন্দেশখালির যে সমস্ত জায়গায় বর্তমানে 144 ধারার প্রয়োজন নেই, সেইখানে 144 ধারা পুরোপুরি উঠিয়ে দেওয়া হয়েছে রাজ্য পুলিশের তরফে । পাশাপাশি সেখানকার মানুষ যাতে সাধারণ জীবনযাপনে ফিরে আসতে পারে তার প্রচেষ্টা চালাচ্ছে রাজ্য পুলিশ ।
আরও পড়ুন: