রামপুরহাট, 10 মে: "সন্দেশখালির ফেক ভিডিও নিয়ে সিবিআই তদন্ত হলে আইপ্যাক ও ভাইপোকে প্যাক করব ৷" হুঁশিয়ারি দিলেন শুভেন্দু অধিকারীর ৷ রামপুরহাটে বীরভূম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দেবতনু ভট্টাচার্যর সমর্থনে সভায় বক্তব্য রাখতে গিয়ে সন্দেশখালির 'বদলা' নেওয়ার নিদান দেন রাজ্যের বিরোধী দলনেতা। বিজেপি করতে গিয়ে যারা মিথ্যা মামলায় জড়িয়েছেন, ক্ষমতায় এলে তাদের পাঁচ হাজার টাকা সংগ্রামী ভাতা দেওয়ার প্রতিশ্রুতি দেন শুভেন্দু অধিকারী।
13 মে চতুর্থ দফায় বীরভূম লোকসভা নির্বাচন। এই কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী দেবতনু ভট্টাচার্য। তাঁর সমর্থনে রামপুরহাটের চাকপাড়ায় জনসভার আয়োজন করা হয় ৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সভায় উপস্থিত হওয়ার আগে মঞ্চে বক্তব্য রাখেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ তিনি বলেন, "সন্দেশখালি নিয়ে ফেক ভিডিয়ো বানিয়েছে আইপ্যাক ও ভাইপো মিলে। আমাদের নেতা গঙ্গাধর কয়াল এই নিয়ে সিবিআই তদন্ত চেয়ে হাইকোর্টে গিয়েছে। হাইকোর্ট সিবিআই তদন্ত দিলে আইপ্যাক ও ভাইপোকে প্যাক করব। সন্দেশখালির বদলা আপনাদের নিতে হবে ৷ তৃণমূলের পিঠে খাওয়া বন্ধ করতে হবে ৷"
শুভেন্দু অধিকারী প্রতিশ্রুতি দিয়ে আরও বলেন, "তৃণমূলের দুটো অস্ত্র, হামলা ও মামলা ৷ আগে অনুব্রত মণ্ডলের কথায় মামলা করত পুলিশ ৷ এখন কাজল শেখ ও রানা সিংয়ের কথায় মামলা করে ৷ বিজেপি করতে গিয়ে যারা মিথ্যা মামলা খেয়েছেন, বিজেপি ক্ষমতায় এলে তাদের আমরা পাঁচ হাজার টাকা করে সংগ্রামী ভাতা দেব ৷"
পাশাপাশি, সিভিক ভলিন্টিয়ারদের বেতন নয় হাজার থেকে বাড়িয়ে 20 হাজার টাকা করে দেওয়ার প্রতিশ্রুতিও দেন রাজ্যের বিরোধী দলনেতা। সভা মঞ্চ থেকে পুলিশকেও হুঁশিয়ারিও দেন তিনি ৷
আরও পড়ুন
রেখা-স্বপনের মনোনয়ন, দলীয় প্রার্থীর সমর্থনে রোড-শো শুভেন্দুর; দেখুন সরাসরি
'পিসি প্রাক্তন হবে, ভাইপো জেলে যাবে', মমতা-অভিষেককে হুঁশিয়ারি শুভেন্দুর