ETV Bharat / politics

ঠেলায় পড়ে রামনবমীতে ছুটি ঘোষণা রাজ্যের, কটাক্ষ শুভেন্দুর

Suvendu Adhikari criticised TMC: রামনবমী উপলক্ষ্যে ছুটি দিয়েছে রাজ্য সরকার ৷ যার পালটা তৃণমূল সরকারকে তীব্র কটাক্ষে বিদ্ধ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 10, 2024, 8:16 AM IST

Updated : Mar 10, 2024, 9:09 AM IST

কলকাতা, 10 মার্চ: লোকসভা নির্বাচনের আগে রামনবমী নিয়ে বড় ঘোষণা করেছে মমতা সরকার ৷ এই প্রথম রামনবমীতে ছুটি ঘোষণা করেছে রাজ্য সরকার। যা নিয়ে তৃণমূল সরকারকে তীব্র কটাক্ষ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ বিজেপির চাপে কার্যত বাধ্য হয়েই রাজ্য রামনবমীতে ছুটি দিয়েছে বলে দাবি করেছেন বিরোধী দলনেতা ৷ এক্স হ্যান্ডেলে পোস্ট করে শুভেন্দু লিখেছেন, "ঠেলায় না পড়লে বেড়াল গাছে ওঠে না ৷"

শনিবার সন্ধ্যায় এক বিজ্ঞপ্তি জারি করে নবান্নের তরফে জানানো হয়েছে, আগামী 17 এপ্রিল রামনবমী। ওই দিন জরুরি পরিষেবা বাদ দিয়ে রাজ্য সরকারি এবং সরকার পোষিত সমস্ত প্রতিষ্ঠান ছুটি থাকবে ৷ রাতে যার পালটা এক্স হ্যান্ডেলে পোস্ট করে শুভেন্দু অধিকারী লিখেছেন, "চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে শ্রীরামনবমী উৎসবের দিন মর্যাদা পুরুষোত্তম শ্রী রামচন্দ্রের সম্মানে এই প্রথম বার রাজ্য সরকার ছুটি ঘোষণা করল। আমি জানুয়ারি মাসে রামনবমীর দিন ছুটি না দেওয়ার জন্য রাজ্য সরকারের সমালোচনা করেছিলাম, আজ রাজ্য সরকার বাধ্য হয়ে ছুটি ঘোষণা করল। ঠেলায় না পড়লে বেড়াল গাছে ওঠে না ৷"

একইসঙ্গেই রাজ্য সরকারের আগের ছুটির তালিকার ছবি এবং নিজের পুরনো পোস্টও শেয়ার করেছেন শুভেন্দু ৷ এখানেই শেষ নয় বিধানসভার বিরোধী দলনেতা বিষয়টি পর্যবেক্ষণ করে তাঁর পোস্টে 'সময় বদলাচ্ছে' শব্দদু'টিও ব্য়বহার করেছেন ৷ এর আগে চলতি বছরের সরকারি ছুটির একটি তালিকা পোস্ট করেছিলেন শুভেন্দু অধিকারী ৷ সেখানে তিনি দাবি করেছিলেন, শবেবরাতে ছুটি দেওয়া হলেও মকর সংক্রান্তি এবং রামনবমীতে রাজ্য সরকার ছুটি দেয়নি ৷ এখানেই শেষ নয়, পাকিস্তান সরকারের ছুটির তালিকার সঙ্গে রাজ্য সরকারের ছুটির তালিকার মিল অনেক বলেও দাবি করেছিলেন শুভেন্দু ৷ এরপরই দেখা গেল শনিবার রামনবমীর জন্য রাজ্য সরকার ছুটি ঘোষণা করেছে ৷ এরপরই রাজ্য সরকারকে তীব্র কটাক্ষে বিদ্ধ করেছেন শুভেন্দু ৷

আরও পড়ুন:

  1. রামনবমীতে ছুটি ঘোষণা রাজ্য সরকারের, ভোটের মুখে বড় সিদ্ধান্ত
  2. তৃণমূলের ব্রিগেড সভাকে 'জলসা ও ফ্যাশন প্যারেড' বলে কটাক্ষ শুভেন্দুর, পালটা ফিরহাদের

কলকাতা, 10 মার্চ: লোকসভা নির্বাচনের আগে রামনবমী নিয়ে বড় ঘোষণা করেছে মমতা সরকার ৷ এই প্রথম রামনবমীতে ছুটি ঘোষণা করেছে রাজ্য সরকার। যা নিয়ে তৃণমূল সরকারকে তীব্র কটাক্ষ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ বিজেপির চাপে কার্যত বাধ্য হয়েই রাজ্য রামনবমীতে ছুটি দিয়েছে বলে দাবি করেছেন বিরোধী দলনেতা ৷ এক্স হ্যান্ডেলে পোস্ট করে শুভেন্দু লিখেছেন, "ঠেলায় না পড়লে বেড়াল গাছে ওঠে না ৷"

শনিবার সন্ধ্যায় এক বিজ্ঞপ্তি জারি করে নবান্নের তরফে জানানো হয়েছে, আগামী 17 এপ্রিল রামনবমী। ওই দিন জরুরি পরিষেবা বাদ দিয়ে রাজ্য সরকারি এবং সরকার পোষিত সমস্ত প্রতিষ্ঠান ছুটি থাকবে ৷ রাতে যার পালটা এক্স হ্যান্ডেলে পোস্ট করে শুভেন্দু অধিকারী লিখেছেন, "চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে শ্রীরামনবমী উৎসবের দিন মর্যাদা পুরুষোত্তম শ্রী রামচন্দ্রের সম্মানে এই প্রথম বার রাজ্য সরকার ছুটি ঘোষণা করল। আমি জানুয়ারি মাসে রামনবমীর দিন ছুটি না দেওয়ার জন্য রাজ্য সরকারের সমালোচনা করেছিলাম, আজ রাজ্য সরকার বাধ্য হয়ে ছুটি ঘোষণা করল। ঠেলায় না পড়লে বেড়াল গাছে ওঠে না ৷"

একইসঙ্গেই রাজ্য সরকারের আগের ছুটির তালিকার ছবি এবং নিজের পুরনো পোস্টও শেয়ার করেছেন শুভেন্দু ৷ এখানেই শেষ নয় বিধানসভার বিরোধী দলনেতা বিষয়টি পর্যবেক্ষণ করে তাঁর পোস্টে 'সময় বদলাচ্ছে' শব্দদু'টিও ব্য়বহার করেছেন ৷ এর আগে চলতি বছরের সরকারি ছুটির একটি তালিকা পোস্ট করেছিলেন শুভেন্দু অধিকারী ৷ সেখানে তিনি দাবি করেছিলেন, শবেবরাতে ছুটি দেওয়া হলেও মকর সংক্রান্তি এবং রামনবমীতে রাজ্য সরকার ছুটি দেয়নি ৷ এখানেই শেষ নয়, পাকিস্তান সরকারের ছুটির তালিকার সঙ্গে রাজ্য সরকারের ছুটির তালিকার মিল অনেক বলেও দাবি করেছিলেন শুভেন্দু ৷ এরপরই দেখা গেল শনিবার রামনবমীর জন্য রাজ্য সরকার ছুটি ঘোষণা করেছে ৷ এরপরই রাজ্য সরকারকে তীব্র কটাক্ষে বিদ্ধ করেছেন শুভেন্দু ৷

আরও পড়ুন:

  1. রামনবমীতে ছুটি ঘোষণা রাজ্য সরকারের, ভোটের মুখে বড় সিদ্ধান্ত
  2. তৃণমূলের ব্রিগেড সভাকে 'জলসা ও ফ্যাশন প্যারেড' বলে কটাক্ষ শুভেন্দুর, পালটা ফিরহাদের
Last Updated : Mar 10, 2024, 9:09 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.