ETV Bharat / politics

দেবের বিরুদ্ধে গরুপাচারের টাকা নেওয়ার ‘তথ্য’ দিলেন শুভেন্দু, পালটা সরব ঘাটালের সাংসদও - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024

Lok Sabha Election 2024: বৃহস্পতিবার সকালে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একটি পোস্ট করেন সোশাল মিডিয়ায় ৷ সেখানে তিনি ঘাটালের তৃণমূল প্রার্থী দেবের বিরুদ্ধে গরুপাচারের টাকা নেওয়ার অভিযোগ করলেন ৷ দিলেন ‘তথ্য’ও ৷ এই নিয়ে দেবকে নিশানা করেন ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ ৷ পরে পালটা হিরণের বিরুদ্ধে তোপ দাগেন দেব ৷

Lok Sabha Election 2024
দেবের বিরুদ্ধে অভিযোগ শুভেন্দু-হিরণের, পালটা সরব দেবও (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : May 23, 2024, 2:42 PM IST

Updated : May 23, 2024, 3:59 PM IST

ঘাটাল, 23 মে: আগামী শনিবার পশ্চিম মেদিনীপুরের ঘাটাল লোকসভা আসনে ভোট ৷ তার আগে বৃহস্পতিবার প্রচারের শেষ দিন ছিল ৷ প্রচারের শেষ দিনের সকালেই ঘাটালের তৃণমূল প্রার্থী অভিনেতা দেব ওরফে দীপক অধিকারীর বিরুদ্ধে গরুপাচারে মূল অভিযুক্ত এনামুল হকের থেকে টাকা নেওয়ার অভিযোগ উঠল ৷ এই অভিযোগ তুলেছেন ঘাটালের বিজেপি প্রার্থী অভিনেতা হিরণ ওরফে হিরন্ময় চট্টোপাধ্যায় ৷

দেবের বিরুদ্ধে গরুপাচারের টাকা নেওয়ার ‘তথ্য’ দিলেন শুভেন্দু (ইটিভি ভারত)

যদিও তাঁর এই দাবির নেপথ্যে রয়েছে বৃহস্পতিবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর তরফে সোশাল মিডিয়ায় করা একটি পোস্ট ৷ ওই পোস্টে দু’টি ছবি আপলোড করেছেন শুভেন্দু ৷ সঙ্গে লিখেছেন, ‘‘দেবের কীর্তি ৷’’ যে ছবি দু’টি ওই পোস্টে শুভেন্দু অধিকারী দিয়েছেন, তার একটিতে রয়েছে আরণ্যক ট্রেডার্স নামে একটি সংস্থা থেকে একটি ব্যাংক অ্যাকাউন্টে 25-25 করে 50 লক্ষ টাকা পাঠানোর নথি ৷ আর দ্বিতীয় ছবিতে একটি ডায়েরির পাতা রয়েছে ৷ সেখানে দেবের নাম রয়েছে ৷ নামের পাশে ঘড়ি ও মোবাইল দেওয়ার তথ্য রয়েছে ৷ সেখানে দামও লেখা রয়েছে ৷

উল্লেখ্য, শুভেন্দু অধিকারী দিনকয়েক আগে হুঁশিয়ারি দিয়েছিলেন 23 মে সকাল ন’টার সময় তিনি ঘাটালের হিরোকে জিরো করা যায় এমন একটি জিনিস পোস্ট করবেন তাঁর এক্স হ্যান্ডেলে ৷ যা দেখে ঘাটালের সাংসদ আর ঘর থেকে বেরোবেন না বলেও হুঁশিয়ারি দিয়েছিলেন বিরোধী দলনেতা । সেই কথামতো এ দিন তিনি সকাল ন’টা নাগাদ তার এক্স হ্যান্ডেলে ‘দেবের কীর্তি’ শীর্ষক পোস্টটি করেন ৷

Lok Sabha Election 2024
দেবের বিরুদ্ধে সোশাল মিডিয়ায় পোস্ট শুভেন্দু অধিকারীর৷ (সৌজন্যে- এক্স)

এর পরই এই নিয়ে আসরে নামেন ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ ৷ তিনি সরাসরি আক্রমণ করেন দেবকে ৷ তিনি বলেন, ‘‘এনামুল হকের কোম্পানি আরণ্যক ট্রেডার্স থেকে দেব ভেঞ্চার্স প্রাইভেট লিমিটেডে দুই দফায় 50 লক্ষ টাকা ট্রান্সফার করা হয়েছে ।’’ তাঁর দাবি, এটা যে ব্যালেন্স সিট ইডির কাছে জমা দিয়েছেন দেব, সেই ব্যালেন্স সিটের তথ্য । এই কারণেই ইডি সাড়ে আট ঘণ্টা ধরে দেবকে বসিয়ে রেখেছিল । আর যে ডায়েরির পাতা শুভেন্দু অধিকারী পোস্ট করেছেন, সেই ডায়েরির পাতাও এনামুল হকের বলে দাবি হিরণের ।

নির্বাচনের আরও খবরের জন্য...

পাশাপাশি হিরণের চ্যালেঞ্জ, ‘‘দেব বলেছিলেন এনামুল হকের সঙ্গে তাঁর যোগাযোগ বা লেনদেন প্রমাণ করতে পারলে উনি সিনেমা ছেড়ে দেবেন । আর আমি প্রমাণ করতে না পারলে আমাকে রাজনীতি ছাড়তে হবে । আজ সারা দেশের মানুষ দেখতে পাচ্ছে, এবার উনিই বলুন উনি কী করবেন ?’’

এই নিয়ে পালটা সরব হয়েছেন দেবও ৷ তিনিও সোশাল মিডিয়ায় পোস্ট করে হিরণের বিরুদ্ধে তোপ দাগেন ৷ প্রথমে শুভেন্দুর পোস্টটি রিপোস্ট করে তিনি লেখেন, ‘‘ও শুভেন্দু দা, তুমি নাকি কোথায় মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছো, হিরণের পাল্লায় পড়ে তোমাকে তো কাউন্সিলরে নামিয়ে দিচ্ছে । ভালোবাসি বলে বললাম, আমিও জানি তুমি আমাকে ভালোবাসো । আর রইলো কথা গরু চুরির টাকা, তোমার কোলের ছেলে হিরো হিরণ সেও পিন্টু মণ্ডলের থেকে টাকা নিয়েছেন, তাহলে উনিও.. ’’

Lok Sabha Election 2024
সোশাল মিডিয়ায় হিরণের বিরুদ্ধে দেবের পোস্ট (সৌজন্যে- এক্স)

কিছুক্ষণ পর নিজের করা পোস্টটি রিপোস্ট করেন দেব ৷ সেখানে তিনি লেখেন, ‘‘তাহলে উনিও কি গরু চোর ? শুভেচ্ছা দুজনকেই । আর একটা কথা আমার ভদ্রতা ৷ কিন্তু আমার দুর্বলতা নয় ।’’ পরে আরও একটি পোস্টে দেব লিখেছেন, ‘‘ও শুভেন্দুদা তোমার প্রার্থী তো প্রথম থেকেই মিথ্যা কথা বলছে, ঢপের ডক্টর ৷ আর কতো বোকা বানাবে ঘাটালের মানুষকে ৷’’

ঘাটালের প্রার্থী হওয়ার আগে থেকেই দেবের বিরুদ্ধে তোপ দাগতে দেখা গিয়েছে হিরণকে ৷ প্রার্থী হওয়ার পর দেবের বিরুদ্ধে তাঁর আক্রমণের ঝাঁঝ আরও বাড়ে ৷ দেব কখনও জবাব দিয়েছেন, কখনও জবাব দেননি ৷ সেই আক্রমণ, পালটা আক্রমণের লড়াই প্রচারের শেষলগ্ন পর্যন্ত অব্যাহত রইল ৷

আরও পড়ুন:

  1. রাত 3টেয় আপ্ত সহায়কের বাড়িতে পুলিশি হানা ! যেন পাক জঙ্গি ঢুকেছে, কটাক্ষ হিরণের
  2. গো-ব্যাক স্লোগানের পালটা 'নমস্কার' দাওয়াই, অন্য মেজাজে বিজেপি প্রার্থী হিরণ
  3. ভাইপোকে জেলে ঢোকাতে না-পারলে আমার নাম শুভেন্দু নয়, তৃণমূলের বিক্ষোভে অগ্নিশর্মা অধিকারী

ঘাটাল, 23 মে: আগামী শনিবার পশ্চিম মেদিনীপুরের ঘাটাল লোকসভা আসনে ভোট ৷ তার আগে বৃহস্পতিবার প্রচারের শেষ দিন ছিল ৷ প্রচারের শেষ দিনের সকালেই ঘাটালের তৃণমূল প্রার্থী অভিনেতা দেব ওরফে দীপক অধিকারীর বিরুদ্ধে গরুপাচারে মূল অভিযুক্ত এনামুল হকের থেকে টাকা নেওয়ার অভিযোগ উঠল ৷ এই অভিযোগ তুলেছেন ঘাটালের বিজেপি প্রার্থী অভিনেতা হিরণ ওরফে হিরন্ময় চট্টোপাধ্যায় ৷

দেবের বিরুদ্ধে গরুপাচারের টাকা নেওয়ার ‘তথ্য’ দিলেন শুভেন্দু (ইটিভি ভারত)

যদিও তাঁর এই দাবির নেপথ্যে রয়েছে বৃহস্পতিবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর তরফে সোশাল মিডিয়ায় করা একটি পোস্ট ৷ ওই পোস্টে দু’টি ছবি আপলোড করেছেন শুভেন্দু ৷ সঙ্গে লিখেছেন, ‘‘দেবের কীর্তি ৷’’ যে ছবি দু’টি ওই পোস্টে শুভেন্দু অধিকারী দিয়েছেন, তার একটিতে রয়েছে আরণ্যক ট্রেডার্স নামে একটি সংস্থা থেকে একটি ব্যাংক অ্যাকাউন্টে 25-25 করে 50 লক্ষ টাকা পাঠানোর নথি ৷ আর দ্বিতীয় ছবিতে একটি ডায়েরির পাতা রয়েছে ৷ সেখানে দেবের নাম রয়েছে ৷ নামের পাশে ঘড়ি ও মোবাইল দেওয়ার তথ্য রয়েছে ৷ সেখানে দামও লেখা রয়েছে ৷

উল্লেখ্য, শুভেন্দু অধিকারী দিনকয়েক আগে হুঁশিয়ারি দিয়েছিলেন 23 মে সকাল ন’টার সময় তিনি ঘাটালের হিরোকে জিরো করা যায় এমন একটি জিনিস পোস্ট করবেন তাঁর এক্স হ্যান্ডেলে ৷ যা দেখে ঘাটালের সাংসদ আর ঘর থেকে বেরোবেন না বলেও হুঁশিয়ারি দিয়েছিলেন বিরোধী দলনেতা । সেই কথামতো এ দিন তিনি সকাল ন’টা নাগাদ তার এক্স হ্যান্ডেলে ‘দেবের কীর্তি’ শীর্ষক পোস্টটি করেন ৷

Lok Sabha Election 2024
দেবের বিরুদ্ধে সোশাল মিডিয়ায় পোস্ট শুভেন্দু অধিকারীর৷ (সৌজন্যে- এক্স)

এর পরই এই নিয়ে আসরে নামেন ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ ৷ তিনি সরাসরি আক্রমণ করেন দেবকে ৷ তিনি বলেন, ‘‘এনামুল হকের কোম্পানি আরণ্যক ট্রেডার্স থেকে দেব ভেঞ্চার্স প্রাইভেট লিমিটেডে দুই দফায় 50 লক্ষ টাকা ট্রান্সফার করা হয়েছে ।’’ তাঁর দাবি, এটা যে ব্যালেন্স সিট ইডির কাছে জমা দিয়েছেন দেব, সেই ব্যালেন্স সিটের তথ্য । এই কারণেই ইডি সাড়ে আট ঘণ্টা ধরে দেবকে বসিয়ে রেখেছিল । আর যে ডায়েরির পাতা শুভেন্দু অধিকারী পোস্ট করেছেন, সেই ডায়েরির পাতাও এনামুল হকের বলে দাবি হিরণের ।

নির্বাচনের আরও খবরের জন্য...

পাশাপাশি হিরণের চ্যালেঞ্জ, ‘‘দেব বলেছিলেন এনামুল হকের সঙ্গে তাঁর যোগাযোগ বা লেনদেন প্রমাণ করতে পারলে উনি সিনেমা ছেড়ে দেবেন । আর আমি প্রমাণ করতে না পারলে আমাকে রাজনীতি ছাড়তে হবে । আজ সারা দেশের মানুষ দেখতে পাচ্ছে, এবার উনিই বলুন উনি কী করবেন ?’’

এই নিয়ে পালটা সরব হয়েছেন দেবও ৷ তিনিও সোশাল মিডিয়ায় পোস্ট করে হিরণের বিরুদ্ধে তোপ দাগেন ৷ প্রথমে শুভেন্দুর পোস্টটি রিপোস্ট করে তিনি লেখেন, ‘‘ও শুভেন্দু দা, তুমি নাকি কোথায় মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছো, হিরণের পাল্লায় পড়ে তোমাকে তো কাউন্সিলরে নামিয়ে দিচ্ছে । ভালোবাসি বলে বললাম, আমিও জানি তুমি আমাকে ভালোবাসো । আর রইলো কথা গরু চুরির টাকা, তোমার কোলের ছেলে হিরো হিরণ সেও পিন্টু মণ্ডলের থেকে টাকা নিয়েছেন, তাহলে উনিও.. ’’

Lok Sabha Election 2024
সোশাল মিডিয়ায় হিরণের বিরুদ্ধে দেবের পোস্ট (সৌজন্যে- এক্স)

কিছুক্ষণ পর নিজের করা পোস্টটি রিপোস্ট করেন দেব ৷ সেখানে তিনি লেখেন, ‘‘তাহলে উনিও কি গরু চোর ? শুভেচ্ছা দুজনকেই । আর একটা কথা আমার ভদ্রতা ৷ কিন্তু আমার দুর্বলতা নয় ।’’ পরে আরও একটি পোস্টে দেব লিখেছেন, ‘‘ও শুভেন্দুদা তোমার প্রার্থী তো প্রথম থেকেই মিথ্যা কথা বলছে, ঢপের ডক্টর ৷ আর কতো বোকা বানাবে ঘাটালের মানুষকে ৷’’

ঘাটালের প্রার্থী হওয়ার আগে থেকেই দেবের বিরুদ্ধে তোপ দাগতে দেখা গিয়েছে হিরণকে ৷ প্রার্থী হওয়ার পর দেবের বিরুদ্ধে তাঁর আক্রমণের ঝাঁঝ আরও বাড়ে ৷ দেব কখনও জবাব দিয়েছেন, কখনও জবাব দেননি ৷ সেই আক্রমণ, পালটা আক্রমণের লড়াই প্রচারের শেষলগ্ন পর্যন্ত অব্যাহত রইল ৷

আরও পড়ুন:

  1. রাত 3টেয় আপ্ত সহায়কের বাড়িতে পুলিশি হানা ! যেন পাক জঙ্গি ঢুকেছে, কটাক্ষ হিরণের
  2. গো-ব্যাক স্লোগানের পালটা 'নমস্কার' দাওয়াই, অন্য মেজাজে বিজেপি প্রার্থী হিরণ
  3. ভাইপোকে জেলে ঢোকাতে না-পারলে আমার নাম শুভেন্দু নয়, তৃণমূলের বিক্ষোভে অগ্নিশর্মা অধিকারী
Last Updated : May 23, 2024, 3:59 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.