কলকাতা, 28 ফেব্রুয়ারি: সন্দেশখালির ‘নিখোঁজ’ তৃণমূল নেতা শেখ শাহজাহানকে নিয়ে বিস্ফোরক দাবি করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ তাঁর দাবি, মঙ্গলবার মধ্যরাত থেকে পুলিশের ‘সুরক্ষিত হেফাজতে’ রয়েছেন ওই নেতা ৷ গ্রেফতার করার পর যাতে বহাল তবিয়তে রাখা হয়, সেই বিষয়টি নিয়ে পুলিশের সঙ্গে শাহজাহানের সমঝোতাও হয়েছে ৷ প্রয়োজনে এসএসকেএম হাসপাতালের উডবার্ন ওয়ার্ডেও শাহজাহানকে ভরতি করার আগাম ব্যবস্থা করে রাখা হয়েছে বলেও দাবি করেছেন বিরোধী দলনেতা ৷
শুভেন্দু অধিকারী তাঁর এই দাবি তুলে ধরেছেন সোশাল মিডিয়ার মাধ্যমে ৷ তাঁর এক্স হ্যান্ডেলে বুধবার বেলা 11টা 59 মিনিটে তিনি এই নিয়ে একটি পোস্ট করেন ৷ সেই পোস্টে লেখেন, ‘‘...শেখ শাহজাহান গতকাল রাত 12টা থেকে মমতা পুলিশের হেফাজতে সুরক্ষিত রয়েছেন । তাঁকে বেড়মজুর-2 গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে নিয়ে যাওয়া হয়েছে ৷ তিনি প্রভাবশালী মধ্যস্থতাকারীদের মাধ্যমে মমতা পুলিশের সঙ্গে একটি সমঝোতা করেছেন ৷’’
তবে ওই পোস্টে শুভেন্দু উল্লেখ করেননি যে কোন প্রভাবশালী মধ্যস্থতাকারীদের মাধ্যমে পশ্চিমবঙ্গ পুলিশের সঙ্গে শেখ শাহজাহান সমঝোতা করেছেন ৷ তবে তিনি জানিয়েছেন যে এই দুই পক্ষের মধ্যে কী সমঝোতা হয়েছে ৷ বিরোধী দলনেতার দাবি, ‘‘পুলিশ ও বিচার বিভাগীয় হেফাজতে থাকাকালীন তাঁর যথাযথ যত্ন নেওয়া হবে । কারাগারে থাকাকালীন তাঁকে ফাইভ স্টার সুবিধা বাড়ানো হবে এবং একটি মোবাইল ফোনের ব্যবস্থা করা হবে, যার মাধ্যমে তিনি ভার্চুয়ালি তৃণমূলকে নেতৃত্ব দেবেন ৷’’
এখানেই শেষ নয়, শুভেন্দু অধিকারীর আরও দাবি, প্রয়োজনে এসএসকেএমের উডবার্ন ওয়ার্ডেও ভরতি করা হতে পারে সন্দেশখালির শেখ শাহজাহানকে ৷ সেই কারণে সেখানে একটি বেডের ব্যবস্থা আগে থেকেই করা হয়েছে ৷
শুভেন্দু অধিকারীর এই বিস্ফোরক দাবির ঘণ্টা দেড়েকের মধ্যে এই নিয়ে পালটা সরব হন তৃণমূল কংগ্রেসের নেতা তথা ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং ৷ এ দিন দুপুর 1টা 24 মিনিটে শুভেন্দু অধিকারীর পোস্টটিকে রিপোস্ট করেন অর্জুন ৷ সেখানে তিনি লেখেন, ‘‘শেখ শাহজাহানের অবস্থান সম্পর্কে আপনার কাছে বিস্তারিত তথ্য আছে বলে মনে হচ্ছে । তাহলে, ইডি-সিবিআই-এর সঙ্গে কেন শেয়ার করলেন না ? তাদের পদক্ষেপ করতে কী বাধা দিচ্ছে ? অথবা, আপনি কি পরামর্শ দিচ্ছেন যে রাজ্য তদন্তকারী সংস্থাগুলি বিজেপি-নিয়ন্ত্রিত ইডি ও সিবিআইয়ের চেয়ে বেশি সক্ষম ?’’
আরও পড়ুন: