সন্দেশখালি, 20 ফেব্রুয়ারি: অবশেষে সন্দেশখালিতে পৌঁছেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ সেখানে যাওয়ার আগে মঙ্গলবার পুলিশি বাধার মুখে পড়তে হয় তাঁকে ৷ সেই সময় রাস্তায় বসে বিক্ষোভও দেখান তিনি ৷ সেখান থেকেই সন্দেশখালির নারীশক্তির পাশে থাকার বার্তা দেন শুভেন্দু অধিকারী ৷ একই সঙ্গে দাবি করেন যে শেখ শাহজাহান ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি জেলে পাঠাবেনই ৷
উল্লেখ্য, চলতি মাসের গোড়ার দিক থেকে উত্তপ্ত হয়েছে উত্তর 24 পরগনার সন্দেশখালি ৷ প্রথমে তিনদিন ধরে বিক্ষোভ দেখান স্থানীয় মহিলারা ৷ তার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সন্দেশখালি 2 ব্লকে 144 ধারা জারি করে দেয় প্রশাসন ৷ এই সময় থেকেই একাধিকবার ওই এলাকায় পৌঁছানোর চেষ্টা করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ কিন্তু পুলিশি বাধায় তাঁকে বরাবরই মাঝপথ থেকে ফিরতে হয় ৷
শেষে সোমবার কলকাতা হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দ নির্দেশ দেন যে শুভেন্দু অধিকারী সন্দেশখালিতে যেতে পারবেন ৷ সেই মতো মঙ্গলবার সকালে সেখানে পৌঁছেও যান বিরোধী দলনেতা ৷ তার পরও তাঁকে ধামাখালিতে আটকে দেওয়া হয় বলে অভিযোগ ৷
এর পর সেখানেই অবস্থানে বসে পড়েন শুভেন্দু অধিকারী ৷ তাঁর সঙ্গে বিজেপির একাধিক বিধায়ক ছিলেন ৷ সেখানে বসেই শুভেন্দু হুঁশিয়ারি দেন ৷ তিনি বলেন, ‘‘সন্দেশখালিতে যাব ৷ সেখানকার নারীশক্তির পাশে থাকবে ৷ শাহজাহান ও মমতাকে হেফাজতে পাঠাবোই পাঠাব ৷ এটা আমাদের সংকল্প ৷’’
পরে কলকাতা হাইকোর্টের নির্দেশে শুভেন্দু অধিকারী সন্দেশখালি যান ৷ তাঁর সঙ্গে ছিলেন শিলিগুড়ির বিধায়ক শংকর ঘোষ ৷ সেখানে তাঁরা সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন ৷ তাঁদের পাশে থাকার বার্তা দেন ৷
আরও পড়ুন: