ETV Bharat / politics

পশ্চিমবঙ্গ এখন আন্তর্জাতিক জঙ্গিদের মুক্তাঞ্চল, তোপ শুভেন্দু-মালব্যর; পালটা কুণালের - Suvendu slams Mamata - SUVENDU SLAMS MAMATA

Suvendu slams Mamata: মমতা বন্দ্যোপাধ্যায়ের অধীনে পশ্চিমবঙ্গ আন্তর্জাতিক সন্ত্রাসবাদীদের মুক্তাঞ্চল হয়ে উঠেছে ৷ অভিযোগ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ৷ একই অভিযোগ করেছেন বিজেপির আইটি সেলের নেতা অমিত মালব্য ৷

ETV BHARAT
ETV BHARAT
author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 12, 2024, 1:14 PM IST

Updated : Apr 12, 2024, 2:16 PM IST

পশ্চিমবঙ্গ এখন আন্তর্জাতিক জঙ্গিদের মুক্তাঞ্চল, তোপ শুভেন্দুর

কলকাতা, 12 এপ্রিল: পশ্চিমবঙ্গ আন্তর্জাতিক অপরাধীদের মুক্তাঞ্চল ৷ এটা আগেও প্রমাণিত হয়েছে ৷ বেঙ্গালুরুর রামেশ্বরম ক্যাফে বিস্ফোরণে জড়িত থাকার অভিযোগে এনআইএ কাঁথি থেকে দু'জনকে গ্রেফতার করার পর এমনই অভিযোগ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ বিজেপির আইটি সেলের নেতা অমিত মালব্যও এই একই সুরে তোপ দেগেছেন ৷ তিনি টুইটে লিখেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের অধীনে পশ্চিমবঙ্গ সন্ত্রাসবাদীদের নিরাপদ আশ্রয়স্থল হয়ে উঠেছে ৷ যদিও কাঁথি থেকে গ্রেফতার হওয়ায় এই নিয়ে শুভেন্দু অধিকারীর পরিবারের দিকে আঙুল তুলেছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ ৷

বেঙ্গালুরুর রামেশ্বরম ক্যাফে বিস্ফোরণে জড়িত থাকার অভিযোগে জাতীয় তদন্তকারী সংস্থা কলকাতা থেকে দু'জনকে গ্রেফতার করেছে ৷ রাজ্য পুলিশ সোশাল মিডিয়ায় জানিয়েছে, রামেশ্বরম ক্যাফে বিস্ফোরণ কাণ্ডে জড়িত দুই সন্দেহভাজনকে পূর্ব মেদিনীপুরের কাঁথি থেকে গ্রেফতার করা হয়েছে ৷ এই ঘটনায় রাজ্যের স্বরাষ্ট্র দফতরকে একহাত নিয়েছে বিজেপি ৷

বিরোধী দলনেতার এলাকার এই ঘটনা নিয়ে শুভেন্দু অধিকারীকে সাংবাদিকরা প্রশ্ন করায় তিনি বলেন, "আমি এটা জেনেছি । কাঁথি আমার হোমটাউন । পশ্চিমবঙ্গ আন্তর্জাতিক অপরাধীর মুক্তাঞ্চল, এটা আগেও প্রমাণিত । পঞ্জাব পুলিশ চপারে করে এখানে এসে পাঞ্জাবের দুষ্কৃতীদের এনকাউন্টার করেছে । মুজিবর রহমান খুনের দু'জন দণ্ডাদেশপ্রাপ্ত খুনির একজন হাওড়ায় হোমিওপ্যাথ ডাক্তার হিসেবে ছিল । পরে পার্ক সার্কাস থেকে মাজেদকেও ধরা হয় । পার্ক সার্কাস মানে শহরের প্রাণকেন্দ্র ।"

শুভেন্দুর দাবি, এ রাজ্য বিচ্ছিন্নতাবাগী ও সন্ত্রাসবাদীদের নিরাপদ আশ্রয়স্থল ৷ এ কথা বলে তিনি বলেন, "সিপিএমও তাই করত । এখন মমতা বন্দ্য়োপাধ্যায়ও তাই করছে । মমতা নিজে দেশবিরোধী কাজের সঙ্গে সরাসরি যুক্ত । দিল্লিতে জাহাঙ্গীরপুরীতে হনুমান জয়ন্তীর দিন যে ঘটনা ঘটেছিল, তার মূল অভিযুক্ত ফিরোজ ৷ যে আমাকে হলদিয়ায় পাথর ছোড়ায় অভিযুক্ত, তার বাড়ি তমলুকের একটি গ্রামে । লাল্টু শেখ, আবদুল মান্নান ফেক আই কার্ড তৈরি করত । তারা গত বছর সোনারপুর থেকে গ্রেফতার হয় । গত বছরে ইন্দোরে যে সেক্স ব়্যাকেট পাওয়া যায় তাঁদের সঙ্গে বাংলাদেশের যোগ প্রমাণিত হয় ।"

পুলিশকে দলদাস করে রেখে কাজ করতে না-দেওয়ার কারণেই রাজ্যের আজ এই পরিস্থিতি বলে দাবি করেন শুভেন্দু ৷ তিনি বলেন, "এইখানে রাষ্ট্রবিরোধী একটি সরকার থাকার জন্য তাদের পুলিশকে পার্টি ক্যাডারে পরিণত করে পুলিশের নিজস্ব কাজ না-করতে দেওয়ার কারণে এই অবস্থা হয়েছে । এই কারণে মমতা বন্দ্যোপাধ্যায় 72টি জায়গায় বিএসএফ-কে জমি দেননি । যাতে কাঁটাতারের বেড়া না লাগানো যায় ।"

তবে এ সব নাশকতা মূলক ঘটনাকে ঘিরে নির্বাচন নিয়ে আশঙ্কিত হওয়ার কিছু নেই বলে আশ্বস্ত করেছেন বিরোধী দলনেতা । একইসঙ্গে তিনি শাসকদলকে কটাক্ষ করে বলেছেন, "ওরা বলছে 26 তারিখের পর আমাদের সেন্ট্রাল বাহিনী থাকবে । এই সেন্ট্রাল বাহিনী কে ? শেখ শাহাজাহান, মেহেদি হাসান, মিনাখাঁর আয়ুব গাজি, বাসন্তীর রাজা গাজি, ফলতার জাহাঙ্গীর, আর ক্যানিং-এর শওকত মোল্লা ।"

এই ঘটনায় একই ভাষায় আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সোশাল মিডিয়ায় সরব হন বিজেপির মিডিয়া সেলের নেতা অমিত মালব্য ৷ তিনি টুইটে লিখেছেন, "রামেশ্বরম ক্যাফে বিস্ফোরণে দুই প্রধান সন্দেহভাজন, বোমারু মুসাভির হুসেন শাজিব এবং সহযোগী আবদুল মাথিন আহমেদ তাহাকে কলকাতা থেকে আটক করেছে এনআইএ । দু'জনেই সম্ভবত কর্ণাটকের শিবমোগায় আইসিস সেলের সদস্য । দুর্ভাগ্যবশত, মমতা বন্দ্যোপাধ্যায়ের অধীনে পশ্চিমবঙ্গ সন্ত্রাসীদের নিরাপদ আশ্রয়স্থল হয়ে উঠেছে ।"

যদিও তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ দাবি করেছেন যে, রাজ্য পুলিশ যে সহযোগিতা করেছে, তা মেনে নিয়েছে এনআইএ-ও ৷ এনআইএ কাঁথি থেকে দু'জনকে গ্রেফতার করায় এ প্রসঙ্গে শুভেন্দুকেও একহাত নিয়েছেন তিনি ৷ টুইটে কুণাল লিখেছেন, "এনাইএ-কেও মানতে হল রাজ্য পুলিশের সক্রিয় সহযোগিতার কথা । বেঙ্গালুরু বিস্ফোরণে জড়িত বলে যে গ্রেফতার তারা করেছে, তাতে তাদের প্রেস রিলিজেও রাজ্য পুলিশের সহযোগিতার উল্লেখ । আর কোথা থেকে ধরেছে ? কাঁথি । সবাই জানে সেখানে কোন পরিবার দুষ্কৃতীদের আনে, আশ্রয় দেয় । এসবে তাদের ভূমিকার তদন্ত হোক । বাংলার পুলিশ দেশবিরোধী অশুভ শক্তিকে দমন করতে অবিচল এবং অন্য এজেন্সিকে সহযোগিতা করতেও প্রস্তুত, আবার প্রমাণিত ।"

আরও পড়ুন:

  1. কাঁথি থেকে গ্রেফতার বেঙ্গালুরুর রামেশ্বরম ক্যাফে বিস্ফোরণের দুই অভিযুক্ত
  2. রামেশ্বরম ক্যাফে বিস্ফোরণ মামলায় জেল থেকে গ্রেফতার আরও এক অভিযুক্ত
  3. ভূপতিনগরে এনআইএ'র বিরুদ্ধে মহিলাদের সম্ভ্রমহানির অভিযোগ মমতার

পশ্চিমবঙ্গ এখন আন্তর্জাতিক জঙ্গিদের মুক্তাঞ্চল, তোপ শুভেন্দুর

কলকাতা, 12 এপ্রিল: পশ্চিমবঙ্গ আন্তর্জাতিক অপরাধীদের মুক্তাঞ্চল ৷ এটা আগেও প্রমাণিত হয়েছে ৷ বেঙ্গালুরুর রামেশ্বরম ক্যাফে বিস্ফোরণে জড়িত থাকার অভিযোগে এনআইএ কাঁথি থেকে দু'জনকে গ্রেফতার করার পর এমনই অভিযোগ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ বিজেপির আইটি সেলের নেতা অমিত মালব্যও এই একই সুরে তোপ দেগেছেন ৷ তিনি টুইটে লিখেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের অধীনে পশ্চিমবঙ্গ সন্ত্রাসবাদীদের নিরাপদ আশ্রয়স্থল হয়ে উঠেছে ৷ যদিও কাঁথি থেকে গ্রেফতার হওয়ায় এই নিয়ে শুভেন্দু অধিকারীর পরিবারের দিকে আঙুল তুলেছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ ৷

বেঙ্গালুরুর রামেশ্বরম ক্যাফে বিস্ফোরণে জড়িত থাকার অভিযোগে জাতীয় তদন্তকারী সংস্থা কলকাতা থেকে দু'জনকে গ্রেফতার করেছে ৷ রাজ্য পুলিশ সোশাল মিডিয়ায় জানিয়েছে, রামেশ্বরম ক্যাফে বিস্ফোরণ কাণ্ডে জড়িত দুই সন্দেহভাজনকে পূর্ব মেদিনীপুরের কাঁথি থেকে গ্রেফতার করা হয়েছে ৷ এই ঘটনায় রাজ্যের স্বরাষ্ট্র দফতরকে একহাত নিয়েছে বিজেপি ৷

বিরোধী দলনেতার এলাকার এই ঘটনা নিয়ে শুভেন্দু অধিকারীকে সাংবাদিকরা প্রশ্ন করায় তিনি বলেন, "আমি এটা জেনেছি । কাঁথি আমার হোমটাউন । পশ্চিমবঙ্গ আন্তর্জাতিক অপরাধীর মুক্তাঞ্চল, এটা আগেও প্রমাণিত । পঞ্জাব পুলিশ চপারে করে এখানে এসে পাঞ্জাবের দুষ্কৃতীদের এনকাউন্টার করেছে । মুজিবর রহমান খুনের দু'জন দণ্ডাদেশপ্রাপ্ত খুনির একজন হাওড়ায় হোমিওপ্যাথ ডাক্তার হিসেবে ছিল । পরে পার্ক সার্কাস থেকে মাজেদকেও ধরা হয় । পার্ক সার্কাস মানে শহরের প্রাণকেন্দ্র ।"

শুভেন্দুর দাবি, এ রাজ্য বিচ্ছিন্নতাবাগী ও সন্ত্রাসবাদীদের নিরাপদ আশ্রয়স্থল ৷ এ কথা বলে তিনি বলেন, "সিপিএমও তাই করত । এখন মমতা বন্দ্য়োপাধ্যায়ও তাই করছে । মমতা নিজে দেশবিরোধী কাজের সঙ্গে সরাসরি যুক্ত । দিল্লিতে জাহাঙ্গীরপুরীতে হনুমান জয়ন্তীর দিন যে ঘটনা ঘটেছিল, তার মূল অভিযুক্ত ফিরোজ ৷ যে আমাকে হলদিয়ায় পাথর ছোড়ায় অভিযুক্ত, তার বাড়ি তমলুকের একটি গ্রামে । লাল্টু শেখ, আবদুল মান্নান ফেক আই কার্ড তৈরি করত । তারা গত বছর সোনারপুর থেকে গ্রেফতার হয় । গত বছরে ইন্দোরে যে সেক্স ব়্যাকেট পাওয়া যায় তাঁদের সঙ্গে বাংলাদেশের যোগ প্রমাণিত হয় ।"

পুলিশকে দলদাস করে রেখে কাজ করতে না-দেওয়ার কারণেই রাজ্যের আজ এই পরিস্থিতি বলে দাবি করেন শুভেন্দু ৷ তিনি বলেন, "এইখানে রাষ্ট্রবিরোধী একটি সরকার থাকার জন্য তাদের পুলিশকে পার্টি ক্যাডারে পরিণত করে পুলিশের নিজস্ব কাজ না-করতে দেওয়ার কারণে এই অবস্থা হয়েছে । এই কারণে মমতা বন্দ্যোপাধ্যায় 72টি জায়গায় বিএসএফ-কে জমি দেননি । যাতে কাঁটাতারের বেড়া না লাগানো যায় ।"

তবে এ সব নাশকতা মূলক ঘটনাকে ঘিরে নির্বাচন নিয়ে আশঙ্কিত হওয়ার কিছু নেই বলে আশ্বস্ত করেছেন বিরোধী দলনেতা । একইসঙ্গে তিনি শাসকদলকে কটাক্ষ করে বলেছেন, "ওরা বলছে 26 তারিখের পর আমাদের সেন্ট্রাল বাহিনী থাকবে । এই সেন্ট্রাল বাহিনী কে ? শেখ শাহাজাহান, মেহেদি হাসান, মিনাখাঁর আয়ুব গাজি, বাসন্তীর রাজা গাজি, ফলতার জাহাঙ্গীর, আর ক্যানিং-এর শওকত মোল্লা ।"

এই ঘটনায় একই ভাষায় আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সোশাল মিডিয়ায় সরব হন বিজেপির মিডিয়া সেলের নেতা অমিত মালব্য ৷ তিনি টুইটে লিখেছেন, "রামেশ্বরম ক্যাফে বিস্ফোরণে দুই প্রধান সন্দেহভাজন, বোমারু মুসাভির হুসেন শাজিব এবং সহযোগী আবদুল মাথিন আহমেদ তাহাকে কলকাতা থেকে আটক করেছে এনআইএ । দু'জনেই সম্ভবত কর্ণাটকের শিবমোগায় আইসিস সেলের সদস্য । দুর্ভাগ্যবশত, মমতা বন্দ্যোপাধ্যায়ের অধীনে পশ্চিমবঙ্গ সন্ত্রাসীদের নিরাপদ আশ্রয়স্থল হয়ে উঠেছে ।"

যদিও তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ দাবি করেছেন যে, রাজ্য পুলিশ যে সহযোগিতা করেছে, তা মেনে নিয়েছে এনআইএ-ও ৷ এনআইএ কাঁথি থেকে দু'জনকে গ্রেফতার করায় এ প্রসঙ্গে শুভেন্দুকেও একহাত নিয়েছেন তিনি ৷ টুইটে কুণাল লিখেছেন, "এনাইএ-কেও মানতে হল রাজ্য পুলিশের সক্রিয় সহযোগিতার কথা । বেঙ্গালুরু বিস্ফোরণে জড়িত বলে যে গ্রেফতার তারা করেছে, তাতে তাদের প্রেস রিলিজেও রাজ্য পুলিশের সহযোগিতার উল্লেখ । আর কোথা থেকে ধরেছে ? কাঁথি । সবাই জানে সেখানে কোন পরিবার দুষ্কৃতীদের আনে, আশ্রয় দেয় । এসবে তাদের ভূমিকার তদন্ত হোক । বাংলার পুলিশ দেশবিরোধী অশুভ শক্তিকে দমন করতে অবিচল এবং অন্য এজেন্সিকে সহযোগিতা করতেও প্রস্তুত, আবার প্রমাণিত ।"

আরও পড়ুন:

  1. কাঁথি থেকে গ্রেফতার বেঙ্গালুরুর রামেশ্বরম ক্যাফে বিস্ফোরণের দুই অভিযুক্ত
  2. রামেশ্বরম ক্যাফে বিস্ফোরণ মামলায় জেল থেকে গ্রেফতার আরও এক অভিযুক্ত
  3. ভূপতিনগরে এনআইএ'র বিরুদ্ধে মহিলাদের সম্ভ্রমহানির অভিযোগ মমতার
Last Updated : Apr 12, 2024, 2:16 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.