নয়াদিল্লি, 5 মার্চ: আর্থিক তছরুপ মামলায় রেহাই পেলেন ডিকে শিবকুমার ৷ কর্ণাটকের উপ-মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে 2018 সালে আর্থিক তছরুপের মামলাটি হয়েছিল ৷ সেই মামলায় মঙ্গলবার তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট ৷ এই রায়ের পর শীর্ষ আদালতকে ধন্যবাদ জানিয়েছেন কর্ণাটক কংগ্রেসের সভাপতি শিবকুমার ৷ একই সঙ্গে তিনি জানিয়েছেন যে কেন্দ্রীয় এজেন্সি এই রায়ের বিরুদ্ধে ফের আদালতে আবেদন করার পরিকল্পনা করছে ৷ তবে তিনিও প্রস্তুত রয়েছে ৷
এই মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তাঁকে তলব করায় তিনি কর্ণাটক হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন ৷ ইডি-র সমন খারিজ করার আবেদন জানিয়েছিলেন তিনি ৷ কিন্তু কর্ণাটক হাইকোর্ট তাঁর আবেদন খারিজ করে দেয় ৷ হাইকোর্টের রায়ের বিরুদ্ধে তিনি সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেন ৷ সেই মামলায় হাইকোর্টের নির্দেশ খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্য কান্ত ও কেভি বিশ্বনাথনের বেঞ্চ ৷
সুপ্রিম কোর্টে একই আবেদন করেছিলেন দিল্লিতে কর্ণাটক ভবনের এক আধিকারিক এ হনুমানতাইয়া ৷ তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগও খারিজ করে দিয়েছে শীর্ষ আদালত ৷
শিবকুমার বলেন, "আমি সুপ্রিম কোর্ট থেকে পাওয়া স্বস্তি সম্পর্কে তথ্য পেয়েছি । আমি জানতে পেরেছি যে আমার বিরুদ্ধে করা মামলাগুলি ভুল বলে পাওয়া গিয়েছে । জীবনের অনেক অসুবিধার পরে আজ একটি আনন্দের দিন । আমি আত্মবিশ্বাসের সঙ্গে জেলে গিয়েছিলাম । তারা আমাকে যত বেশি কষ্ট দেবে, আমি ততই রাজনৈতিকভাবে বড় হব । আমি এখান থেকে সুপ্রিম কোর্টে বিচারকদের সামনে প্রণাম করছি । আমি বলে আসছি যে আমি কিছুই করিনি ৷ কিন্তু তবুও আমি অনেক সমস্যার সম্মুখীন হয়েছি ।"
2017 সালের অগস্টে দিল্লির একাধিক জায়গায় তল্লাশি চালায় আয়কর দফতর ৷ সেদিন অভিযান চলে শিবকুমার-সহ বেশ কয়েকজনের ঠিকানায় ৷ উদ্ধার হয় প্রায় সাড়ে আট কোটি টাকা ৷ তার মধ্যে 41 লক্ষ টাকা এখন শিবকুমার না দেওয়া কর হিসেবে নেওয়া হয়েছে ৷
আয়কর বিভাগ পরে সমস্ত অভিযুক্তের বিরুদ্ধে কর ফাঁকির অভিযোগে বেঙ্গালুরু আদালতে একটি চার্জশিট দাখিল করে এবং 2018 সালে একটি আর্থিক তছরুপের মামলা দায়ের করার জন্য ইডি এই অভিযোগটি বিবেচনা করে । সেই মামলায় অভিযুক্ত করা হয়েছিল ডিকে শিবকুমারকে ৷ সেই অভিযোগ মঙ্গলবার খারিজ করে দিল সুপ্রিম কোর্ট ৷
সংবাদসংস্থা - পিটিআই
আরও পড়ুন: