বালুরঘাট, 11 মার্চ: বালুরঘাটে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের বিপক্ষে তৃণমূল প্রার্থী করেছে বিপ্লব মিত্রকে ৷ বালুরঘাট স্টেশনে নামার পরই তৃণমূলের প্রার্থীকে কটাক্ষ করতে ছাড়লেন না সুকান্ত মজুমদার । তাঁর দাবি, দক্ষিণ দিনাজপুর জেলার মানুষ রাজ্যের একটি মন্ত্রী হারাচ্ছেন ।তিনি বলেন, "বিপ্লব দাকে মন্ত্রীপদ থেকে সরাতেই লোকসভা কেন্দ্রে প্রার্থী করা হয়েছে । এতে জেলার মানুষকে বোকা বানানো হল ৷ জেলা থেকে একজন মন্ত্রী পদ হারালো । কারণ কেন্দ্রে জিতে ফের সরকার গড়বেন মোদিজি ৷ যদি ধরে নিই বিপ্লবদা জিতেও যান তবে কেন্দ্রীয় মন্ত্রী হতে পারবেন না ৷ বিপ্লবদাকে আমি রাজ্যের মন্ত্রীর পদ থেকে আমি সরতে দেব না । বিপ্লবদাকে হারিয়ে আবার রাজ্যের মন্ত্রী পদেই পাঠাবো ।" এছাড়াও বালুরঘাটের বিজেপি সাংসদের হুঙ্কার, "আমি সাংসদ থাকাকালীন বালুরঘাটে যে রেলের উন্নয়ন হয়েছে সেটা যদি অন্য কেউ করে দেখাতে পারে তাহলে ভোটেই লড়ব না ।"
প্রার্থী হিসাবে নাম ঘোষণার পর প্রথমবার সোমবার বালুরঘাটে পা রাখলেন বিজেপির রাজ্য সভাপতি তথা সাংসদ সুকান্ত মজুমদার । এ দিন তাঁকে স্বাগত জানাতে বালুরঘাট রেল স্টেশনে এসে হাজির হন বিজেপি কর্মীরা । সুকান্তকে অভ্যর্থনা জানান বিজেপির জেলা সভাপতি স্বরূপ চৌধুরী, সাধারণ সম্পাদক বাপি সরকার, যুব সভাপতি শুভ চক্রবর্তী-সহ অন্যান্য বিজেপি নেতৃত্বরা । এ দিন ট্রেন থেকে নামার পরই জেলা বিজেপির তরফ থেকে ফুলের মালা পরিয়ে বরণ করে নেওয়া হয় বালুরঘাট লোকসভা আসনের এবারের বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদারকে ।
পরে বিজেপি কর্মীরা বাইক র্যালি করে সুকান্তকে বালুরঘাট শহরে নিয়ে আসেন । বালুরঘাট স্টেশন থেকে তিনি বাইক র্যালি করে গোটা শহর পরিক্রমার পর বাড়ি পৌঁছন । বাইক র্যালির সময় রাস্তাতেও বিজেপি কর্মী সমর্থকদের পক্ষ থেকে সুকান্তকে সংবর্ধনা জানানো হয় । আজ সুকান্ত মজুমদারের জেলা জুড়ে দিনভর একাধিক কর্মসূচি রয়েছে ৷ মূলত বিভিন্ন মন্দিরে পুজো দিয়ে তিনি লোকসভা নির্বাচনের প্রচার শুরু করবেন ।
আরও পড়ুন: