ETV Bharat / politics

নেতাজিনগরে মৃতের বাড়িতে সৃজন-সায়নী,পাশে থাকার আশ্বাস - Lok Sabha Elections - LOK SABHA ELECTIONS

Netaji Nagar Youth Died: নাগরিকত্ব হারানোর ভয়ে আত্মঘাতী হওয়া যুবকের পরিবারের সঙ্গে দেখা করতে গেলেন যাদবপুরের তৃণমূল ও বাম প্রার্থী ৷ পরস্পরের সঙ্গে দেখা হওয়ার পর সায়নী ঘোষ ও সৃজন ভট্টাচার্য দু'জনেই সৌজন্য বিনিময় করেন ৷

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 22, 2024, 7:15 AM IST

Updated : Mar 22, 2024, 10:29 AM IST

নেতাজিনগরে মৃতের বাড়িতে সৃজন-সায়নী

কলকাতা, 21 মার্চ: সিএএ আতঙ্কে আত্মঘাতী হয়েছেন নেতাজিনগর থানা এলাকার বাসিন্দা দেবাশিস সেনগুপ্ত । মঙ্গলবার সন্ধেয় তড়িঘড়ি সোনারপুরে প্রচারের কাজ সেরে মৃতের পরিবারের সঙ্গে দেখা করতে গেলেন যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী সায়নী ঘোষ । গিয়েছিলেন ওই কেন্দ্রের সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্যও ।

মৃতের পরিবারের সঙ্গে দেখা করে বেরিয়েই সায়নী সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্যকে দেখে এগিয়ে যান এবং সৌহার্দ্য বিনিময় করেন। পিছিয়ে থাকেননি সৃজনও । তিনিও সায়নীকে দেখে এগিয়ে আসেন এবং তাঁকে বলেন, "সাবধানে যাও।" বাম সমর্থকদের সঙ্গেও এদিন সৌহার্দ্য বিনিময় করেন সায়নী ঘোষ । নির্বাচনের আগে এক বিরল নজির গড়লেন দুজনেই । দেখালেন সৌজন্যতা রয়েছে এখনও ৷

প্রসঙ্গত, দেবাশিস সেনগুপ্ত গত পরশুদিন অর্থাৎ মঙ্গলবার সুভাষগ্রামে মামার বাড়িতে গিয়েছিলেন । বুধবার সেখানেই তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয় বলে জানা গিয়েছে । এই বিষয়ে কলকাতা পুলিশের যুগ্ম নগরপাল (সদর) মিরাজ খানের কাছ থেকে প্রাপ্ত খবর অনুযায়ী, দেহটি মিলেছে বারুইপুর জেলা পুলিশের আওতাধীন সুভাষগ্রাম থেকে ৷ সেখানেই আত্মহত্যার ঘটনা ঘটেছে বলে জানান তিনি ।

মৃতের পরিবারের কাছ থেকে জানা গিয়েছে সিএএ লাগু নিয়ে গত কয়েকদিন ধরে চিন্তায় ছিলেন দেবাশিস । নাগরিকত্ব হারানোর ভয় পাচ্ছিলেন ৷ বাবা-মায়ের সার্টিফিকেট না থাকায় আতঙ্ক আরও বেড়েছিল । এদিনের ঘটনায় সৃজন ভট্টাচার্য বলেন, "31 বছরের যুবক দেবাশিস সেনগুপ্ত আত্মহত্যা করেছেন সুভাষগ্রামের বাড়িতে । নেতাজি নগরে তাঁর শোকসন্তপ্ত বাবার সঙ্গে দেখা করে এলাম । শুনলাম সিএএ নিয়ে আতঙ্কে ছিলেন দেবাশিস । তদন্ত হোক, দাবি জানালাম । ওঁর পরিবারের পাশে সর্বতোভাবে থাকার আশ্বাস দিলাম । তৃণমূল নেতৃত্বও এসেছিলেন, দেখা হল ।"

তিনি আরও বলেন, " বিজেপি খুব খারাপ । তারা মানুষের নাগরিকত্ব নিয়ে টান দিয়ে আতঙ্কের পরিবেশ তৈরি করছে গরিব-মধ্যবিত্ত মানুষের মধ্যে । এ কথা আমরা সবাই জানি । আমার প্রশ্ন অন্য জায়গায় । 10 ডিসেম্বর, 2019, যেদিন সিএএ পেশ হয় পার্লামেন্টে, সেদিন বামপন্থী সাংসদরা সকলে এর বিরুদ্ধে ভোট দিয়েছিলেন । তৃণমূলের 8 জন সাংসদ ভোটাভুটিতে অনুপস্থিত থেকে সিএএ লাগু করায় বিজেপি'র সুবিধা করে দিয়েছিলেন । যাদবপুরের তৃণমূল সাংসদ সেদিন, সিএএ'র বিরুদ্ধে সংসদে ভোট দিতে যাননি । অথচ আজ তৃণমূল নেতারা সিএএ'কে কেন্দ্র করে বিজেপির মতোই মেরুকরণের চেষ্টা করছেন । যাদবপুরের মানুষের কাছে তৃণমূলের স্বরূপ সম্বন্ধে বিবেচনা করতে অনুরোধ করব । এটুকুই ।"

আরও পড়ুন :

  1. সিএএ আতঙ্কে আত্মঘাতী যুবক ! তদন্তে নেতাজি নগর থানা - Youth Dead
  2. সিএএ আতঙ্ক থেকেই যুবকের আত্মহত্যা, দাবি তৃণমূলের - TMC Reaches Dead Youths House

নেতাজিনগরে মৃতের বাড়িতে সৃজন-সায়নী

কলকাতা, 21 মার্চ: সিএএ আতঙ্কে আত্মঘাতী হয়েছেন নেতাজিনগর থানা এলাকার বাসিন্দা দেবাশিস সেনগুপ্ত । মঙ্গলবার সন্ধেয় তড়িঘড়ি সোনারপুরে প্রচারের কাজ সেরে মৃতের পরিবারের সঙ্গে দেখা করতে গেলেন যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী সায়নী ঘোষ । গিয়েছিলেন ওই কেন্দ্রের সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্যও ।

মৃতের পরিবারের সঙ্গে দেখা করে বেরিয়েই সায়নী সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্যকে দেখে এগিয়ে যান এবং সৌহার্দ্য বিনিময় করেন। পিছিয়ে থাকেননি সৃজনও । তিনিও সায়নীকে দেখে এগিয়ে আসেন এবং তাঁকে বলেন, "সাবধানে যাও।" বাম সমর্থকদের সঙ্গেও এদিন সৌহার্দ্য বিনিময় করেন সায়নী ঘোষ । নির্বাচনের আগে এক বিরল নজির গড়লেন দুজনেই । দেখালেন সৌজন্যতা রয়েছে এখনও ৷

প্রসঙ্গত, দেবাশিস সেনগুপ্ত গত পরশুদিন অর্থাৎ মঙ্গলবার সুভাষগ্রামে মামার বাড়িতে গিয়েছিলেন । বুধবার সেখানেই তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয় বলে জানা গিয়েছে । এই বিষয়ে কলকাতা পুলিশের যুগ্ম নগরপাল (সদর) মিরাজ খানের কাছ থেকে প্রাপ্ত খবর অনুযায়ী, দেহটি মিলেছে বারুইপুর জেলা পুলিশের আওতাধীন সুভাষগ্রাম থেকে ৷ সেখানেই আত্মহত্যার ঘটনা ঘটেছে বলে জানান তিনি ।

মৃতের পরিবারের কাছ থেকে জানা গিয়েছে সিএএ লাগু নিয়ে গত কয়েকদিন ধরে চিন্তায় ছিলেন দেবাশিস । নাগরিকত্ব হারানোর ভয় পাচ্ছিলেন ৷ বাবা-মায়ের সার্টিফিকেট না থাকায় আতঙ্ক আরও বেড়েছিল । এদিনের ঘটনায় সৃজন ভট্টাচার্য বলেন, "31 বছরের যুবক দেবাশিস সেনগুপ্ত আত্মহত্যা করেছেন সুভাষগ্রামের বাড়িতে । নেতাজি নগরে তাঁর শোকসন্তপ্ত বাবার সঙ্গে দেখা করে এলাম । শুনলাম সিএএ নিয়ে আতঙ্কে ছিলেন দেবাশিস । তদন্ত হোক, দাবি জানালাম । ওঁর পরিবারের পাশে সর্বতোভাবে থাকার আশ্বাস দিলাম । তৃণমূল নেতৃত্বও এসেছিলেন, দেখা হল ।"

তিনি আরও বলেন, " বিজেপি খুব খারাপ । তারা মানুষের নাগরিকত্ব নিয়ে টান দিয়ে আতঙ্কের পরিবেশ তৈরি করছে গরিব-মধ্যবিত্ত মানুষের মধ্যে । এ কথা আমরা সবাই জানি । আমার প্রশ্ন অন্য জায়গায় । 10 ডিসেম্বর, 2019, যেদিন সিএএ পেশ হয় পার্লামেন্টে, সেদিন বামপন্থী সাংসদরা সকলে এর বিরুদ্ধে ভোট দিয়েছিলেন । তৃণমূলের 8 জন সাংসদ ভোটাভুটিতে অনুপস্থিত থেকে সিএএ লাগু করায় বিজেপি'র সুবিধা করে দিয়েছিলেন । যাদবপুরের তৃণমূল সাংসদ সেদিন, সিএএ'র বিরুদ্ধে সংসদে ভোট দিতে যাননি । অথচ আজ তৃণমূল নেতারা সিএএ'কে কেন্দ্র করে বিজেপির মতোই মেরুকরণের চেষ্টা করছেন । যাদবপুরের মানুষের কাছে তৃণমূলের স্বরূপ সম্বন্ধে বিবেচনা করতে অনুরোধ করব । এটুকুই ।"

আরও পড়ুন :

  1. সিএএ আতঙ্কে আত্মঘাতী যুবক ! তদন্তে নেতাজি নগর থানা - Youth Dead
  2. সিএএ আতঙ্ক থেকেই যুবকের আত্মহত্যা, দাবি তৃণমূলের - TMC Reaches Dead Youths House
Last Updated : Mar 22, 2024, 10:29 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.