ETV Bharat / politics

তৃণমূলের বিরুদ্ধে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ তুলতেই শ্রীরূপাকে ঘিরে বিক্ষোভ - Lok Sabha Election 2024

Sreerupa Mitra Chaudhury: 8 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা তৃণমূল নেত্রী কাকলি চৌধুরীর বিরুদ্ধে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ তুললেন মালদা দক্ষিণের বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরী ৷

Sreerupa Mitra Chaudhury
তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ শ্রীরূপার (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : May 7, 2024, 1:54 PM IST

শ্রীরূপা মিত্র চৌধুরী (ইটিভি ভারত)

মালদা, 7 মে: তৃতীয় দফার নির্বাচন শুরু হতেই বুথে বুথে ঘুরে বেড়াচ্ছেন মালদা দক্ষিণের বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরী ৷ ভোট প্রদর্শনে বেড়িয়ে শাসক শিবির ও পুলিশের বিরুদ্ধে একের পর এক অভিযোগ তুলেছেন তিনি ৷ এবার ভোটারদের প্রভাবিত করার অভিযোগ তুললেন ইংরেজবাজার পৌরসভার 8 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা তৃণমূল নেত্রী কাকলি চৌধুরীর বিরুদ্ধে ৷ শ্রীরূপার অভিযোগ, নিজের ওয়ার্ডের বস্তিবাসীদের নিয়ে এসে ভোটগ্রহণ কেন্দ্রের সামনে জ্যাম করার চেষ্টা করছেন কাকলি ৷ তাঁর অভিযোগ পেয়ে তৎপর হয় পুলিশ ৷ সঙ্গে সঙ্গে খালি করে দেওয়া হয় গোটা এলাকা ৷ এদিকে, অভিযোগের পরই বিজেপি প্রার্থীকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে তৃণমূল কর্মী-সমর্থকরা ৷

ঘটনা প্রসঙ্গে শ্রীরূপা বলেন, "এলাকার কাউন্সিলর লোকজন নিয়ে এসে ভোটগ্রহণ কেন্দ্রের সামনে ভিড় জমানোর চেষ্টা করছেন ৷ আমাকে দেখে তিনি সরে যাচ্ছেন ৷ আমি বুথে কতক্ষণ থাকছি, তা নিয়ে তিনি কোনও অভিযোগ জানাতে পারেন? তাঁর সেই এক্তিয়ার রয়েছে? আমি এই কেন্দ্রের প্রার্থী ৷ আমি বুথে কতক্ষণ রয়েছি তা দেখার জন্য সিসিটিভি রয়েছে ৷ কিন্তু কাউন্সিলর আজ শুধুমাত্র একজন ভোটার ৷ তার বাইরে কিছু নয় ৷ গত তিনদিন ধরে এই কাউন্সিলর, কাকলি চৌধুরী এলাকায় ঝামেলা পাকাচ্ছেন ৷ আজ বুথের 100 মিটারের মধ্যে থেকে তিনি সমস্যা তৈরি করছেন ৷"

তিনি আরও বলেন, "এই বুথে এক অদ্ভূত ছবি ধরা পড়েছে ৷ ভোটদান কক্ষের গা ঘেঁষে বসে রয়েছেন ফার্স্ট পোলিং অফিসার ৷ নির্বাচনকর্মী হয়ে তিনি ভোটারদের সঙ্গে কথা বলছেন ৷ বিষয়টি আমি প্রিসাইডিং অফিসারের নজরে এনেছি ৷ তিনি বিষয়টি ঠিক করার চেষ্টা করেছেন ৷ বিষয়টি নিয়ে আমি কমিশনে অভিযোগ জানাতে চলেছি ৷"

এদিকে কাউন্সিলর কাকলি চৌধুরীর বক্তব্য, "নির্বাচনের প্রার্থী হিসেবে শ্রীরূপা মিত্র বুথে ঢুকতেই পারেন ৷ কিছু বলার নেই ৷ কিন্তু 20 মিনিটের বেশি সময় ধরে তিনি কেন বুথের ভিতর থাকবেন? এটা ঠিক নয় ৷ আমরা সুষ্ঠুভাবে ভোট চাই ৷ তিনি কোনও জটিলতা সৃষ্টি না-করে সবাইকে ভোট দিতে দিক ৷ এখানে এখনও পর্যন্ত কোনও গণ্ডগোল হয়নি ৷ কিন্তু শ্রীরূপা মিত্র ঝামেলা পাকানোর চেষ্টা করছেন ৷" এরপরই শ্রীরূপাকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন কাকলি চৌধুরীর অনুগামীরা ৷ অবশ্য বেশ ঠান্ডা মাথায় পুরো বিষয়টিকে সামাল দিয়েছেন বিজেপি প্রার্থী ৷

আরও পড়ুন:

শ্রীরূপা মিত্র চৌধুরী (ইটিভি ভারত)

মালদা, 7 মে: তৃতীয় দফার নির্বাচন শুরু হতেই বুথে বুথে ঘুরে বেড়াচ্ছেন মালদা দক্ষিণের বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরী ৷ ভোট প্রদর্শনে বেড়িয়ে শাসক শিবির ও পুলিশের বিরুদ্ধে একের পর এক অভিযোগ তুলেছেন তিনি ৷ এবার ভোটারদের প্রভাবিত করার অভিযোগ তুললেন ইংরেজবাজার পৌরসভার 8 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা তৃণমূল নেত্রী কাকলি চৌধুরীর বিরুদ্ধে ৷ শ্রীরূপার অভিযোগ, নিজের ওয়ার্ডের বস্তিবাসীদের নিয়ে এসে ভোটগ্রহণ কেন্দ্রের সামনে জ্যাম করার চেষ্টা করছেন কাকলি ৷ তাঁর অভিযোগ পেয়ে তৎপর হয় পুলিশ ৷ সঙ্গে সঙ্গে খালি করে দেওয়া হয় গোটা এলাকা ৷ এদিকে, অভিযোগের পরই বিজেপি প্রার্থীকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে তৃণমূল কর্মী-সমর্থকরা ৷

ঘটনা প্রসঙ্গে শ্রীরূপা বলেন, "এলাকার কাউন্সিলর লোকজন নিয়ে এসে ভোটগ্রহণ কেন্দ্রের সামনে ভিড় জমানোর চেষ্টা করছেন ৷ আমাকে দেখে তিনি সরে যাচ্ছেন ৷ আমি বুথে কতক্ষণ থাকছি, তা নিয়ে তিনি কোনও অভিযোগ জানাতে পারেন? তাঁর সেই এক্তিয়ার রয়েছে? আমি এই কেন্দ্রের প্রার্থী ৷ আমি বুথে কতক্ষণ রয়েছি তা দেখার জন্য সিসিটিভি রয়েছে ৷ কিন্তু কাউন্সিলর আজ শুধুমাত্র একজন ভোটার ৷ তার বাইরে কিছু নয় ৷ গত তিনদিন ধরে এই কাউন্সিলর, কাকলি চৌধুরী এলাকায় ঝামেলা পাকাচ্ছেন ৷ আজ বুথের 100 মিটারের মধ্যে থেকে তিনি সমস্যা তৈরি করছেন ৷"

তিনি আরও বলেন, "এই বুথে এক অদ্ভূত ছবি ধরা পড়েছে ৷ ভোটদান কক্ষের গা ঘেঁষে বসে রয়েছেন ফার্স্ট পোলিং অফিসার ৷ নির্বাচনকর্মী হয়ে তিনি ভোটারদের সঙ্গে কথা বলছেন ৷ বিষয়টি আমি প্রিসাইডিং অফিসারের নজরে এনেছি ৷ তিনি বিষয়টি ঠিক করার চেষ্টা করেছেন ৷ বিষয়টি নিয়ে আমি কমিশনে অভিযোগ জানাতে চলেছি ৷"

এদিকে কাউন্সিলর কাকলি চৌধুরীর বক্তব্য, "নির্বাচনের প্রার্থী হিসেবে শ্রীরূপা মিত্র বুথে ঢুকতেই পারেন ৷ কিছু বলার নেই ৷ কিন্তু 20 মিনিটের বেশি সময় ধরে তিনি কেন বুথের ভিতর থাকবেন? এটা ঠিক নয় ৷ আমরা সুষ্ঠুভাবে ভোট চাই ৷ তিনি কোনও জটিলতা সৃষ্টি না-করে সবাইকে ভোট দিতে দিক ৷ এখানে এখনও পর্যন্ত কোনও গণ্ডগোল হয়নি ৷ কিন্তু শ্রীরূপা মিত্র ঝামেলা পাকানোর চেষ্টা করছেন ৷" এরপরই শ্রীরূপাকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন কাকলি চৌধুরীর অনুগামীরা ৷ অবশ্য বেশ ঠান্ডা মাথায় পুরো বিষয়টিকে সামাল দিয়েছেন বিজেপি প্রার্থী ৷

আরও পড়ুন:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.